Project Announcement : Blogging in Bengali (বাংলায় ব্লগ্গিং)

ভাষাভাষীর দিক থেকে বাংলা পৃথিবীর সপ্তমস্থানীয় ভাষা। অথচ বাংলা অনেক উপেক্ষিত একটি ভাষা। বাংলা ভাষায় ব্লগ্গিং এর চল খুব একটা নেই বললেই চলে। গুটিকয় বাংলাদেশী বাংলা ব্লগ্গিং ওয়েবসাইট আছে , কিন্তু, ইন্ডিয়ায় সংখ্যাটা শূণ্যের কাছাকাছি। Steemit একটা দুর্দান্ত প্লাটফর্ম যেখানে এই আফশোষটা মেটানো যেতে পারে। কিন্তু এখানেও একটা বড় বাধা আছে। আমরা ক’জন বাঙালী Steemit এর কথা জানি ? এ সংখ্যাটাও প্রায় শূন্যের কাছাকাছি।

তাই আমি Steemit -এ এই প্রজেক্টটির কথা চিন্তা করলাম। এই প্রজেক্টটির শুধুমাত্র একটাই উদ্দেশ্য কি করে বাংলা ভাষাভাষী ব্লগারদের এখানে যুক্ত করা যায়। আপনার সৃষ্টিশীল চিন্তাভাবনা উন্মুক্ত করুন এখানে , এই Steemit Platform -এ।

কিভাবে project -এ অংশগ্রহণ করবেন ?

১. steemit এর official chat site steemit.chat এ যান। সেখানে একটি channel Bengali খুঁজুন। তারপর চ্যানেলটিতে join করুন।সম্পূর্ণ ঠিকানা : https://steemit.chat/channel/Bengali

২. Bengali এই চ্যানেলে আপনি আপনার বাংলায় লেখা ব্লগ পোস্টটির লিংকটা শেয়ার করুন। এর ফলে আমরা গ্রূপের সবাই আপনার লেখাটি সম্পর্কে অবগত হতে পারবো।

৩. আপনার লেখাটি unique এবং ভালো মানের হলে গ্রূপের সবাই LIKE দেবে , আর আপনার রেপুটেশন বাড়বে।

৪. চাইলে আপনি আপনার লেখাটা promote করাতেও পারবেন। তার জন্য Bengali channel -এ যোগাযোগ করুন।

৫. সবশেষে আপনার বন্ধু-বান্ধব পরিচিত জনদের আমন্ত্রণ করুন Steemit বাংলা ব্লগ্গিং -এ। মনে রাখবেন যতবেশি বাংলা ব্লগার পাবো , ততবেশি আমাদের প্রজেক্টটি সমৃদ্ধ হবে।

কিছু নিয়মাবলী :

১. আপনার ব্লগ পাবলিশ এর সময় পাঁচটি tag -এর যে কোনো একটি অবশ্যই bengali ট্যাগ হতে হবে। এর ফলে আপনার লেখাটি Bengali গ্রুপে যেমন : /created/bengali তে অন্তর্ভুক্ত হবে।

২. আপনার লেখাটি ১০০% unique হতে হবে , কোনো রকম plagiarized content হলে চলবে না।

৩. আপনি যে কোনো বিষয় নিয়ে লিখতে পারবেন , তবে, photography & art এর জন্য যে বিষয়টি লক্ষ্য রাখবেন তা হলো সেগুলি অবশ্যই আপনার নিজের তোলা photographs বা, নিজের করা আর্ট-ওয়ার্কস হতে হবে। News post এর ক্ষেত্রে আপনি অবশ্যই news source লিংকটা দেবেন আর কখনই news copy-paste করবেন না।

৪. আপনি চাইলে আপনার লেখাটি বাংলার পাশাপাশি english -এ লিখতে পারবেন। এতে বেশি visitor পাবেন। যেমন —

“আমি বাংলায় ব্লগ করি …………..”

“I do blog in Bengali …………..”


#bengali

H2
H3
H4
3 columns
2 columns
1 column
15 Comments