780 Narrated by'Abdullah. He said, "I used to say (during the meeting) during the prayer of Allah's Messenger (may peace be upon him), 'Peace be upon Allah, peace be upon him, and one day Allah's Apostle said to us,' Allah, peace be upon him ). Therefore, when one of you is sitting in the Prayer, he should say that all the honor, glory and praise are to Allah. O Allah's Messenger (rasul sa:), peace be upon you, mercy and blessings from Allah! Peace be upon us and the righteous servants of Allah. When he says these things, it reaches to every good servant of Allah, whether he remains in heaven or on earth. "I testify that there is no god but Allah. I further testify that Muhammad is His servant and Allah's Messenger (rasul sa:). "Then he can pray any prayer according to his wishes.
৭৮০ আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে সালাত পড়ার সময় (বৈঠকে) বলতাম, ‘আল্লাহর উপর সালাম হোক, অমুকের উপর শান্তি বর্ষিত হোক, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের বললেন- বস্তুত আল্লাহ নিজেই সালাম (শান্তিদাতা)। অতএব তোমাদের কেউ যখন সালাতে বসে সে যেন বলে, যাবতীয় মান-মর্যাদা, প্রশংসা এবং পবিত্রতা আল্লাহর জন্য। হে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম , আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত অবতীর্ণ হোক। আমাদের এবং আল্লাহর নেক বান্দাদের উপর শান্তি নেমে আসুক। যখন সে একথাগুলো বলে তখন তা আল্লাহর প্রতিটি নেক বান্দার কাছে পৌঁছে যায়, সে আসমানেই থাক অথবা জমীনে। “আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ” অতঃপর সালাতে তার ইচ্ছা অনুযায়ী সে যে কোন দোয়া পড়তে পারে।