মানসিক শান্তির মাধ্যমে প্রকৃত শান্তি পাওয়া যায় ।

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন। আরো একটি নতুন লেখা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও সবার সুস্থতা কামনা করছি।

FB_IMG_16787822282113163.jpg

Cox's BazarLocation Map

এ পৃথিবীতে মানুষের আবির্ভাবের পর থেকে মানুষ বিভিন্নভাবে সুখ ও শান্তি খুঁজতে চেষ্টা করেছে। পৃথিবীতে মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে চায়।
আরো সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই মানুষের এত কষ্ট। মানুষ দিন রাত পরিশ্রম করে অর্থ উপার্জন করে একটু সুন্দর সুখী জীবন যাপন করার জন্য। প্রত্যেকটা মানুষের সুখ তার পরিবারকে ঘিরে থাকে। একটি সুন্দর পরিবার মানে হচ্ছে একটি সুখী ও শান্তিপূর্ণ জীবন। পরিবারের ছোট ছোট সবগুলো মানুষের জীবনে শান্তি বয়ে আনে

FB_IMG_16787822178118627.jpg

Cox's BazarLocation Map

পরিবারে প্রত্যেকটা মানুষের ভূমিকা রয়েছে পরিবারকে সুন্দরভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রে। একটা পরিবারের মানুষ যতটা একে অপরের প্রতি যত্নশীল ততই একটি পরিবার সুন্দর হয়। মাঝেমধ্যে কিছু সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা একত্রিত হতে চেষ্টা করি। এবং পরিবারের ছোট ছোট শিশুদের জন্মদিন উপলক্ষে আমরা ছোট ছোট খুশি খুঁজে নি। পরিবারের শিশুদের মুখের সুন্দর একটি হাসি মানসিক শান্তির জন্য যথেষ্ট। যে পরিবারে সুন্দর সুন্দর শিশু রয়েছে সেই পরিবার সবসময় শান্তিপূর্ণভাবে সময় কাটাতে পারে। শিশুরা মহান আল্লাহর রহমত স্বরূপ।

FB_IMG_16787822247952670.jpg

Cox's BazarLocation Map

যখনই কোন পরিবারের একটি শিশু জন্মগ্রহণ করে তখন মহান আল্লাহর অনুগ্রহ সেই পরিবারের উপর ছড়িয়ে পড়ে। একটা শিশুর সাথে একটি পরিবারের রহমতে আগমন ঘটে। আর শিশুদেরকে কেন্দ্র করে যখন আমরা ছোট ছোট পারিবারিক অনুষ্ঠানগুলো করি তখন আমরা আত্মীয়-স্বজনসহ সবাইকে একত্রিত করারও একটি সুযোগ পায়। একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করাটাই সবচাইতে সুখের জীবন। কারো অনেক অর্থ সম্পদ থাকার পরেও যদি পারে বারিক বন্ধন ও ভাতৃতের বন্ধন ঠিক না থাকে তাহলে সে কিন্তু শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারে না।

20230303_234558.jpg

Cox's BazarLocation Map

সুতরাংগত সম্পদ দিয়েই সব সময় সুন্দর জীবন যাপন করা যায় না।। সুন্দর জীবন যাপনের জন্য প্রয়োজন আমাদের মানসিক শান্তি ভ্রাতৃত্ববোধ ও নিজেদের মধ্যে একতা। আমরা যখন নিজেদের মধ্যে একত্রিত হয়ে বসবাস করবো তখনই একটি শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারবে।
ধন্যবাদ আপনারা সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য।
আরো একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now