Better Life With Steem || The Diary game || 29/12/2023

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আশা করি সকলে স্টিমেট বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভাল আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ও মোটামুটি আল্লাহর রহমতে ভালোবাসি। বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সারাদিনের ডাইরি গেম চলুন এবার শুরু করা যাক সারা দিনের কাটানো মুহূর্তগুলো।

GridArt_20231229_225304864.jpg

সকালবেলা

আজ সকাল বেলা ঘুম থেকে উঠতে পারিনি এবং ফজরের নামাজ আদায় করতে পারিনি। কারণ কাল রাতে অনেক খুন সজাগ আছিলাম এবং ফোন নিয়ে ব্যস্ত ছিলাম তার জন্য প্রচুর মাথা ব্যাথা করছিলো। তার জন্য সকাল বেলা ঘুম থেকে উঠতে লেট হয়েছে। ছেলেতো ঘুম থেকে উঠে খেলাধুলা করছিল তবুও আমি শোয়া ছিলাম । মা ছেলেকে সকালে কি খাইয়ে দিয়েছে তা আমি জানিনা কিন্তু আমি সকালে কিছুই খাইনি উঠে একদম ভাত খেয়েছি। ভাত খাওয়ার পর এক কাপ রং চা খেয়েছি।

IMG_20231229_215505.jpg
দেখুন ছেলে আমার রাগ করে মাটিতে শুয়ে আছে এর কারণ হলো। ও আমাকে দুবার আম্মু আম্মু বলে ডাক দিল মানি ওকে ওখান থেকে কোলে করে নিয়ে আসবো। তারপর আমি বলেছি তুমি আমার কাছে আসো ও বলেছে না। তার মানে ও যে জায়গায় আছে ওখান থেকে আমাকে আনতে বলে এবং রাগ করে মাটিতে শুয়ে থাকে।

দুপুর +বিকেল

IMG_20231229_215616.jpg
আজ সকালে ১১ঃ০০ টার দিকে আমাদের পুকুরে মাছ ধরার সবাই ব্যস্ত আছিল। তারপর মেশিন দিয়ে পুকুরের সব পানিগুলো উঠিয়ে ফেলল। তারপর মা রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিল এবং রান্নাবান্না শুরু করল । আজ আমি মাকে রান্নায় তেমন কাজে হেল্প করি নাই। কারণ পুকুরে সবাই মিলে মাছ ধরে ওটা দেখার জন্য পুকুর পাড়ে আসিলাম। এবং উপর থেকে মাছ ধরাটা দেখতে খুব ভালো লাগে। আমার ছেলে তো আমার চেয়ে পাগল সেই ওখান থেকে আসতেই চায়না। এবং দুপুরের ভাত ও পুকুর পাড়ে বসে খাইয়ে দিছি। সে মাছ দেখে মানুষ দেখে এবং মেশিনের শব্দ শুনে ওখান থেকে আসতেই চাইল না। আজকের মাছের কারবার দেখে এমন কি দুপুরের খাবার কথা মন থেকে চলে গেল।
1000012937.jpg

তারপর দুটো বাজে মাছ ধরা শেষ হলো এবং সব মাছ গুলো বড় একটা পাতিল নিয়ে উঠানে রাখল তারপর ভাগ করে নিলো। আমি মাছের আনন্দটা পাই শুধু মাছ ধরার এবং দেখার। কিন্তু এসব মাছগুলো খেতে তেমন বেশি একটা পছন্দ করি না। যতটুকু দেখে আনন্দ পাই কিন্তু খেতে ভালবাসি না। ছেলে তো আমার দুপুরে ভাত খেয়ে ঘুম পড়েছে তার জন্য মাকে আমি মাছ কাটতে সাহায্য করতে পেরেছি। মাছগুলো কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি তারপরে দুপুরের ভাত খেলাম। ভাত খেয়ে উঠলাম এখন কিছুক্ষণ পর আসরের আযান দিল। তারপর আসরের নামাজটা পড়ে ছেলের পাশে শুয়ে থাকলাম। আজকে মনে হলে যেন দিনটা তাড়াতাড়ি কেটে গেল।

সন্ধ্যা +রাত

ছেলে ঘুম থেকে উঠে গেল এবং কিছুক্ষণ ওকে সময় দিলাম। তারপর আমি অজু করে আসলাম আর ছেলেকে খাটের উপর বসিয়ে রাখলাম এবং কিছু সামনে খেলনা দিয়ে গেলাম। তারপর মা আমি আমরা দুজনে মিলে নামাজ পড়তে গেলাম। নামাজ তো পড়তে গেলাম এদিকে আমার ছেলে আমাদের কাউকে না পেয়ে মায়াবী এবং রং ঢং করে ডাকাডাকি শুরু করলো। এবং ওর ডাকগুলো যে কেউ শুনলে তখন মায়ায় পরে যেত। আমরা তো ওর ডাকে কেউ সাড়া দিতে পারছিলাম না। তারপর নামাজটা শেষ করে ওর কাছে আসলাম এবং কোলে তুলে নিলাম। তারপর আমার গালে দুই গালে দুটো চুমু দিল। যাইহোক আজকের ছেলের রং ঢং বাহানা দেখে সন্ধ্যাটা পার হয়ে গেল।

IMG_20231229_215519.jpg

তারপর ছেলেকে সন্ধ্যায় কেক পানি দিয়ে ভিজিয়ে খাইয়ে দিলাম। ওকে কেক খাওয়া-দাওয়া শেষ করে আমি মাথাব্যথার জন্য এক ঘন্টা ঘুমালাম। ঘুম থেকে উঠে ছেলেকে ফোনে কার্টুন দেখে ভাত খাইয়ে দিলাম। তারপর আমরা সবাই ভাত খাইয়ে নিলাম। আর এদিকে ৯ টা বেজে গেল । তারপর ডিসকোড এ ভয়েস কলে উপস্থিত থাকতে হবে তার জন্য সেখানে জয়েন্ট করলাম। এবং কিছু প্রয়োজনীয় কথা বলে নিলাম। তারপর এই পোস্টা আমি লিখতে বসেছি রাত দশটার সময়। একবার ভাবছিলাম লিখব না প্রচুর মাথা ব্যাথা করছিল তো আবার মনেও মানছিলনা তাই যতই কষ্ট হোক আমি পোস্টা লিখতে বসলাম। পোস্টা সম্পূর্ণ লিখে তারপর শেয়ার করে ঘুমিয়ে পড়লাম।

আমার পোস্টি ধৈর্য সহকারে পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ । সবাই সুস্থ থাকুন ভালো থাকুন (আল্লাহ হাফেজ)
H2
H3
H4
3 columns
2 columns
1 column
32 Comments