সততার সাথে পরিশ্রম করে, অল্প টাকা নিয়ে ও এই পৃথিবীতে সুখী হওয়া যায়।

ছোট্টবেলা থেকে একটি কথা শুনে এসেছি অতি লোভে তাঁতি নষ্ট। কখনো এই কথার উত্তর আমি খুঁজে পাইনি। কিন্তু হয়তোবা তার উত্তর আমার সামনে খুবই সুন্দর ভাবে চলে এসেছে। আজকের পোষ্টের মাধ্যমে আমি সেই কথার ভিত্তি করে কিছু কথা বলতে চাই।

Pexels

আমাদের জীবনে অনেক টাকার প্রয়োজন আছে। কারণ টাকা ছাড়া আমাদের জীবন কখনো চলে না। কিন্তু আমরা ভুলে যাই। যখন আমরা অনেক টাকা রোজগার করার চিন্তা করি ।তখন কিন্তু আমাদের জীবন অনেক সমস্যা সামনে চলে আসে। মানুষের অভিজ্ঞতা একটি বড় জিনিস একটি জায়গায় থাকতে থাকতে মানুষের অনেক অভিজ্ঞতা হয়ে যায়।

আমার বড় ভাই দশ বছর এই মালয়েশিয়া আছে। আমি এসেছি এক বছরের একটু বেশি। তাই অবশ্যই মালয়েশিয়ার দিক থেকে ধারণা আমার বড় ভাইয়ের একটু আমার চেয়ে অনেক বেশি। এবং আমার বড় ভাই কখনো চাইবে না আমি কোন একটি সমস্যাই পড়ে যাই।

ঠিক সেই ভাবে আমার মেজো মামার ছেলে এসেছিল আমাদের কাছে। কারণ তার কোথাও কাজ কেউ খুঁজে দিতে পারছিল না। তার মামার কাছে সে গিয়েছিল কিন্তু তার মামা তাকে বসিয়ে রেখেছিল এক মাসের মতো। বিদেশে কেউ কখনো বসে থেকে দিন পার করতে পারে না। বিশেষ করে যারা নতুন বাড়ি থেকে আসে তাদের জন্য একটি জেলখানার মতো মনে হয়।

Pexels

আমার মামাতো ভাই আমার কাছে সব সময় ফোন দিয়ে বলতো ভাইয়া আমাকে একটি কাজ ঠিক করে দেন। তাই একদিন আমি তাকে বললাম তুমি আমার কাছে চলে আসো। কারণ আমার বড় ভাই একটি কাজ ঠিক করেছিল তার জন্য। কাজটি ছিলো কারেন্টের কাজ বেতন ছিলো মাঝামাঝি যে কোনো একটি মানুষ খুব ভালোভাবে চলতে পারবে সেই বেতনে।

দুইদিন কাজ করার পরে তার মামা ফোন দিয়ে তাকে বলল অনেক টাকা বেশি বেতনের একটি কাজের কথা। আমার মামাতো ভাই আমাদের কে না জানিয়ে তার মামার কাছে চলে যায়। ছয় মাসের মতো কাজ করে অনেক টাকা রোজগার করেছিল সে। কিন্তু একটি সময় দেখা যায় যে জায়গায় সে কাজ করত সেই জায়গার কাজ বন্ধ হয়ে গিয়েছিল। এবং দুই থেকে তিন মাস তাকে আবার বসে থাকতে হয় কোন ভাবে রোজগার করার জন্য কোন কাজ পাচ্ছিল না।

তিন মাস পরে তার মামাতো ভাই তার জন্য একটি কাজ ঠিক করে। আমার মামাতো ভাই চলে যায় সেই জায়গায়
‌গিয়ে বেশ কিছু দিন খুবই ভালোভাবে কাজ করতে লাগলো। কিন্তু মাস শেষে বেতন পাচ্ছে না কারণ তারা কিছু জানে না। কাজ করে আসে ঠিক কিন্তু বেতন পায় না চার থেকে পাঁচ মাস কাজ করার পরে বেতন না পেয়ে চলে যায় অন্য আরেকটি জায়গায়।

Pexels

আজকে মামির সাথে কথা বলে জানতে পারলাম এখন নাকি একটি অল্প টাকার কাজ করছে কিন্তু কতদিন কাজ চলবে বলতে পারে না। এবং এক দুই মাসের টাকা পুরো পায়নি কিছু টাকা দিয়েছে এবং কিছু টাকা আটকে রেখেছে।

আসলে এই গল্পটি বলছি কিসের জন্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বেশি টাকার লোভে আমরা অনেক কাজ ছোট ভেবে চলে যায়। আসলে ছোট্ট থেকে মানুষ অনেক বড় হয়ে যায়।তাই যে কোন কাজকে ছোট না করে আমরা যদি কাজ করতে থাকি। তাহলে কিন্তু সেখান থেকে আমরা রোজগার করতে পারি। এবং পরিশ্রম ও খুবই কম করতে হয়।

আমি অল্প টাকা রোজগার করেছি ঠিকই কিন্তু তার মতো এতো সমস্যার ভেতরে আমার যেতে হয়নি। আমি এক জায়গায় থেকে অল্প অল্প করে যে টাকা বাড়ি পাঠিয়েছি। আমার মামাতো ভাই অনেক টাকা রোজগার করে সেই টাকা পাঠাতে পারে নায় এবং আরো কষ্ট বেশি করতে হয়েছে।

তাই যে কোন একটি জায়গায় আমরা যদি ধৈর্য সহকারে থাকতে পারি। অবশ্যই সেখান থেকে আমাদের জীবনে ভালো কিছু আসবে। বেশি বেশি টাকা পাবো এবং অনেক জায়গায় ঘোরাফেরা করার চেয়ে একটি জায়গায় থেকে অল্প টাকা রোজগার করা অনেক ভালো।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Posted using SteemPro Mobile

H2
H3
H4
3 columns
2 columns
1 column
14 Comments