অনেকটাই ক্লান্ত থাকার কারণে আজকে সকালে ঘুল থেকে উঠতে তুলনা মূলক অনেকটা দেরি হয়ে গিয়েছিল।। আমার মেয়েও স্কুলে চলে গিয়েছিল।। ঘুম থেকে উঠে তারাতাড়ি করে সকালের নাস্তা করে নিয়ে ঘরের সব কাজ শেষ করি,,, কারণ আমাকে আগামীকালকে ৩টা কেক ডেলিভারি দিতে হবে।
তো ঘরের কাজ গুছিয়ে আমি বেস কেক গুলো বানাতে শুরু করি,,যদিও কেকের অর্ডার ৩টা ছিল কিন্তু আমাকে মোট সাতটা কেক বানাতে হয়েছিল।।কারণ তিনটা মধ্যে ১টা ছিল দোতালা কেক আর একটা ছিল তিন তালা কেক,আর একটা কেক আমার মেয়ের জন্য বানাতে হয়েছে।। দুপুরের মধ্যে আমি চার টা কেক বানিয়ে নেই।। তারপরে আমি গোসল করে দুপুরের খাবার খেয়ে নেই।। আজকের দুপুরের খাবারের জন্য আম্মু টাকি মছ ভর্তা, চিংড়ি মাছ ধনিয়া পাতা দিয়ে ভর্তা, ভেন্ডি ভাজি আর ডাল রান্না করেছিল।। অনেক তৃপ্তি করে দুপুরের খাবার খেয়েছি।।
দুপুরের খাবার খাওয়ার পরে প্রচন্ড ঘুম পাচ্ছিল কিন্তু কেকর কিছু জিমিস কেনার ছিল তাই মেয়েদের কে ঘুম পারিয়ে আমি রেডি হয়ে বাসা থেকে বের হই নিউ মার্কেট যাওয়ার উদ্দেশ্য কিন্তু বাসা থেকে বের হয়ে সিদ্ধান্ত নেই যে আগে সিটি সেন্টারে যাবো নতুন মোবাইলের ব্যাক কভার আর স্কিন গ্লাস কেনার জন্য।। তাই আগে সিটি সেন্টারে যেয়ে মোবাইলের প্রয়োজনীয় জিনিস কিনে নিউ মার্কেট এ চলে যাই আর সেখান থেকে কেক ডেকোরেশন করার জন্য প্রয়োজনীয় সকল জিনিস পত্র কিনে বাসায় চলে আসি।
সারাদিনের ব্যস্ততার কারণে প্রচন্ড পরিমাণে ঘুম পেয়েছে তাই মেয়েদের একটু তারাতারি করে ঘুমিয়ে দিয়ে আমি এখন লিখতে বসেছি।। লিখতে বসে প্রচুর ঘুম পাচ্ছে তাই মোবাইলে গান শুনছি আর এই পোস্টা লিখছি।।
আমার মোবাইল থেকে নেওয়া স্ক্রিনশট।
একটু তারাতারি করে আজকে ঘুমাবো কারণ আগামীকালকে অনেক সকালে উঠে সব গুলো কেক ডেকরেশন করতে হবে কারণ আগামীকাল দুপুরে সব গুলো কেক ডেলিভারি দিতে হবে। আর আমি চেষ্টা করবো সব গুলো কেকের ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করার জন্য।