আকন্দ গাছ ও তুলসী গাছের উপকারিতা, ও ফটোগ্রাফি

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন,, আজকে আপনাদের মাঝে আজ ভিন্ন রকমের একটা পোস্ট নিয়ে হাজির হলাম,, আশা করি সবার ভালো লাগবে।।

আমরা ছোট বেলায় আকন্দ গাছের ফুল নিয়ে খেলা করতাম, বিভিন্ন বেথা বেদনা নিরাময়ের একমাত্র ঔষধি কার্যকর হিসাবে কাজ করে আকন্দ ফুল এই গাছের বিশেষ কোন যন্ত প্রয়োজন পড়ে না, তাই বাড়িতে এই গাছ লাগালে আপনি পুজো এবং শরীরের নানা রোগের উপকারী পাওয়া যায়।

IMG_20231205_145247_509.jpg

সাপের উপদ্রব থেকে বাচতে গ্রামের মানুষেরা তাদের বাড়িতে আকন্দ গাছ লাগিয়ে থাকে। আকন্দ গাছের যেমন উপকারীতা আছে তেমন অপকারীতা ও আছে এই গাছের আঠা চোখে মুখে লাগলে, নানা প্রকার ক্ষতি হয়,, ছোট বাচ্চা দের কাছ থেকে দূরে রাখ শ্রেয়।

আকন্দ : আকন্দ এক প্রকার ঔষধি গাছ। গাছটির বিষাক্ত অংশ হলো পাতা ও গাছের কষ। গাছের ছাল ধূসর। কান্ড শক্ত ও কচি ডাল লোমযুক্ত। পাতা সরল প্রতিমুখ তির্যকপাতন, পুরু, শিরা বিন্যাস জালিকাকার পাতা।

IMG_20231205_145244_440.jpg

গুল্ম জাতীয় উদ্ভিদ। আকন্দ দুই ধরনের শ্বেত আকন্দ ও লাল আকন্দ, আকন্দ অর্ক, মান্দার, মাদার, আক, আকওয়ান প্রভূতি স্থানীয় নামে ও অনেকের কাছে পরিচিত। শ্বেত আকন্দের ফুলের রং সাদা এবং লাল আকন্দের ফুলের রং বেগুনি। গাছের ছল ধূসর। গাছের পাতা ছিড়লে কিংবা কান্ড ভেঙে ফেললে দুধের মতো কষ বের হয়।

উপকারীতা: আকন্দ ব্যথা নিবারক ও বিষনাশক হিসেবে খুবই কার্যকর। বায়ুনাশক, উদ্দীপক, হজমকারক, গর্ভপাতক, পাকস্থলীর ব্যথা ও ক্ষতস্থান, ফোলা নিবারক হিসেবে এর ব্যবহার সুবিদিত, এছাড়া ও প্লীহা, দাদা,অর্শ, কৃর্মি ও শ্বাসকষ্টে আকন্দ খুবই উপকারী, এর ফুল ডায়াবেটিসের জন্য বিশেষ উপকারী বলে মনে করা হয়।

তুলসী গাছ: তুলসী গাছ সাধারণত গ্রামের প্রত্যেক বাড়িতে থাকে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষদের বাড়িতে তারা পূজার কাজে ব্যবহার করে। তুলসী পাতার ব্যবহার প্রাচীন কাল থেকেই হয়ে আসছে। নবজাতকের সর্দি কাশি হলে অনেকে মধু ও তুলসী পাতার রস এক সাথে করে খাওয়ালে অনেক উপকার পাওয়া যায়।

IMG_20231205_123103_274.jpg

তুলসীপাতা কাঁচা চিবিয়ে খেলে শরীরের ব্যাথা দূর হয়ে যায়।
সাধারণত রাস্তার পাশে অযণ্তে বেড়ে ওঠে,, এই গাছের নানা বিধি উপকার পাওয়া যায়।

এবং জ্বর কিংবা সর্দি কাশি ছাড়া তুলসি গুণান্বিত এটি হার্টের রোগ সহ চুলের সমস্যায় তুলসী, স্বাস্থ্য ও ত্বক ছাড়া ও তুলসী পাতার উপকারিতা।

তুলসী পাতার উপকারিতা :

১.সর্দি কাশি কমিয়ে দেয়।

২.গলা ব্যথা দূর করে।

৩.ক্যন্সার প্রতিরোধ করে।

৪.রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

বৈজ্ঞানিক পরিক্ষায় প্রমাণিত হয়েছে তুলসী পাতায় রয়েছে অসাধারণ রোগ প্রতিরোগ ক্ষমতা যেমন আ্যাজমা ফুসফুসের সমস্যা দূর করে। তুলসী চা শারীরিক ও মানসিক অবসাদ দূর করে এবং মস্তিষ্কে অক্সিজেনের সরবার বাড়ায় মাথা বেথা সাহায্য করে।

আজকের মতো এখানে শেষ করছি, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। সুস্থ থাকবেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ

H2
H3
H4
3 columns
2 columns
1 column
22 Comments