প্রত্যেক দিনের মতোই আজকেও ব্যস্তময় সময় অতিবাহিত করতে হয়েছে ডিবিএল সিরামিক ইন্ডাস্ট্রিতে। চলুন তাহলে আজকের দিনের কার্যাবলী আপনাদের মাঝে উপস্থাপন করি, উপভোগ করুন সকলেই।
সকাল বেলায় ঘুম থেকে ওঠার পর রান্না করি এবং খিচুড়ি খাওয়া শেষ করে ট্রেনিংয়ের জন্য প্রস্তুত হই। ড্রেস আপ করার সময় বাকিদেরকে জিজ্ঞাসা করলাম , কিরে তোরা এখনো ড্রেস পরিস না কেন? তাহলে কি আজকে ট্রেনিংয়ে যাবি না কেউ?
কেউ যাবেনা, পরিশেষে আমি অনেক কষ্ট করে একা একা মন খারাপ করে ট্রেনিং করার জন্য চলে গেলাম ডিবিএল সিরামিক ইন্ডাস্ট্রিতে। এমনিতেই দেরি হয়ে গিয়েছে তাই শর্টকাটে চলে গেলাম।
যদি বাজার দিয়ে যেতে হয় তাহলে অনেক অনেক ঘুরে ঘুরে যেতে হয়। এ কারণে যাওয়ার সময় আজকে এই ভেতর দিয়ে প্রবেশ করলাম।
যাওয়ার পরেই দেখতে পেলাম ল্যাবের মধ্যে বাকি পোলাপাইন চলে এসেছে। আমি প্রেস সেকশনে রয়েছি। সেকশনে যাওয়ার পূর্বে ল্যাবে সবার সাথে দেখা করে গেলাম।
তখন মনে হয় সকাল ১০:০০ বাজে। ওই সময় ম্যাডামের সাথে কথা বললাম এবং ম্যাডামের কাছে তিনটি বিষয় নিয়ে প্রশ্ন করলাম, তখন সে আমাকে তার মোবাইল থেকে ছবি তুলে নিতে বলল।
প্রশ্নটি ছিল:-
রেড বডির ক্ষেত্রে যে সমস্ত ম্যাটারিয়ালস ব্যবহার করা হয়, সেই ম্যাটেরিয়ালস গুলোর নাম।
রেট বডিতে যে সমস্ত এনগোব প্রয়োগ করা হয়, সেই সমস্ত এনগোব এর কম্পোজিশন বা ম্যাটারিয়ালস গুলোর নাম।
রেট বডিতে যে সমস্ত গ্লেজ প্রয়োগ করা হয়, সেই সমস্ত গ্লেজ এর কম্পোজিশন বা ম্যাটারিয়ালস গুলোর নাম।
কেননা ম্যাডাম সব সময় কম্পোজিশন নিয়ে কাজ করে। তাই ম্যাডামের সাথে কথা বললাম এবং বেশ কিছু তথ্য আমি সংগ্রহ করে নিলাম।
১০:৫০ বাজে, ঠিক তখন আমি প্রেস সেকশনে একজন অপারেটরের সাথে কথা বলতেছি তবে এর পূর্বেই অবশ্য আসছি।
প্রেস সেকশনে সেই অপারেটর ভাই এর সাথে ইউনিট নিয়ে কথা বললাম। দুইটি প্রেস মিলে একটি ইউনিট। সেই ইউনিট সম্পর্কে ধারণা নিলাম। কখন কোন সাইজের টাইলস উৎপাদন করা হয় এবং দুটি ইউনিটে কোন কোন ধরনের (Tiles Size) টাইলস উৎপাদন করা হয়?
এখন যেই টাইলস উৎপাদন করতেছে এর সাইজ (৩০×৬০), এর থিকনেস ভারর্নিয়ার স্কেল দ্বারা ৪টি টাইলসের ৪ কোনা করে ভেঙে থিকনেস লেখা হচ্ছে।
এরপর প্রেসের কন্ট্রোল রুমে গিয়ে স্যারদের সাথে কথা বললাম এবং সাইলো থেকে কিভাবে পাউডার গুলো প্রেস সেকশনে নিয়ে আসতেছে এবং কিভাবে কন্ট্রোল করতেছি 48 টি সাইলো?
মাহমুদ ভাই তখন আমাদেরকে প্রত্যেকটি সাইলো কিভাবে কন্ট্রোল করতে হয় এবং কিভাবে বুঝতে পারব এই সাইলো তে পাউডার নেই, সেগুলো সম্পর্কে ধারণা দিয়েছে। মাহমুদ ভাইকে স্যারেরা বলে দিয়েছে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এবং প্রত্যেক টি কাজ দেখিয়ে দেওয়ার জন্য।
এখানে প্রেস রয়েছে ৮টি। প্রেস ২টি মিলে ১ টি ইউনিট। এখানে এক একটি ইউনিটকে এক একটি প্লান বলা হয়। প্রেস থেকে যে টাইলস বের হচ্ছে, তাৎক্ষণিকভাবে ড্রায়ারে চলে যায়, ময়েশ্চার রিমুভ করার জন্য এবং কিছুটা শক্তিশালী করার জন্য, যেন হাত দিয়ে ধরলেও সহজে ভেঙে না যায়।
দুপুরে খাবার খাওয়ার জন্য সবাই একত্রিত। খাবারের সময় হয়ে গেলে প্রায় সকল ট্রেনিং এর শিক্ষার্থী একত্র হয়ে যায়। এখন ক্যান্টিনে পর্যাপ্ত জায়গা না থাকায়, আমরা বাইরে বসে রয়েছি সকল শিক্ষার্থী। এরপর ধীরে ধীরে ফাঁকা হচ্ছে এবং আমরা ধীরে ধীরে ক্যান্টিনে যাচ্ছি এবং দুপুরের খাবার হিসেবে রুই মাছ এবং শাক ভাজি ও ভর্তা ছিল। বেশ ভালই হয়েছিল খাবার।
খাবার শেষ করার পর অনেকেই রুমে চলে গেল। ভালো লাগতেছিল না, মনে হচ্ছে আমিও চলে যাই ওদের সাথে।
দুপুরের পরে যারা ল্যাবে ছিল তাদের সাথে বেশ সময় কাটালাম এবং কোয়ালিটি কন্ট্রোল প্যানেলের স্যারেরা টাইলস গুলোর গুণগতমান পরীক্ষা করল। সেগুলো লক্ষ্য করলাম জিজ্ঞাসা করলাম।
এভাবে সময় যখন পাঁচটা অতিক্রম করে, তখন আমরা ডিবিএল সিরামিক ইন্ডাস্ট্রিতে ট্রেনিং করা শিক্ষার্থী মাত্র পাঁচ জন এর মত। অথচ আমরা ট্রেনিং করি ০৪ জন এবং ২০ জন। মোট ২৪ জন।
পরিশেষে আমরা পাঁচটা ১৭ মিনিটে ইন্ডাস্ট্রি ত্যাগ করলাম আউটপুট গেটে সিগনেচার করার মাধ্যমে। অনেক ঘুরে ঘুরে যেতে হচ্ছে এখন।
এভাবেই অতিবাহিত হল ব্যস্তময় সময়ের আরো একটি দিন। যাই হোক ধন্যবাদ জানাই আমার দৈনন্দিন কার্যাবলীর মধ্যে আজকের কার্যাবলী টি সম্পূর্ণ পড়ার জন্য এবং ভিজিট করার জন্য।
@meraindia
account @null
account for price increase.