হ্যালো বন্ধুরা!
সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগে। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে সফলতা নিয়ে কিছু কথা শেয়ার করব আশা করি আমার লেখাটি সকলে পড়বেন।
সফলতা:-
আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে সফলতা এবং ব্যর্থতা বিরাজমান। আমরা কেউই যেমন জন্মের পর থেকে সফল হয়ে জন্মগ্রহণ করি না আবার কেউই জন্মের পরে ব্যর্থতা নিয়ে জন্মগ্রহণ করে না। আমাদের কর্মই আমাদেরকে সফলতা এবং ব্যর্থতা নির্ধারণ করে দেয়।
আপনাকে যদি জীবনে সফলতা অর্জন করতে হয় তাহলে যেটি সর্বপ্রথম প্রয়োজন সেটি হল কঠোর পরিশ্রম। পরিশ্রমবিহীন কখনো সফলতার কথা চিন্তা করাও অসম্ভব। যে ব্যক্তি যত বেশি পরিশ্রমী সে ব্যক্তির সফলতা তত সন্নিকটে। আমরা শুধু সফল ব্যক্তিদের জীবনী পড়ে থাকি কিন্তু আমরা তাদের জীবনের সফল হওয়ার আগের পরিশ্রমের কথা কখনো ভাবিনা।
সফলতা ও ব্যর্থতা নিয়েই আমাদের জীবন। আপনাকে যদি জীবনে সফলতা অর্জন করতে হয় তাহলে আগে সর্বপ্রথম আপনার ব্যর্থতার গ্লানি সহ্য করার ক্ষমতা থাকতে হবে এবং ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং লক্ষ্য স্থির করতে হবে জীবনে আপনি কি চান। আপনার কঠোর পরিশ্রম ও সাধনায় আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিবে।
কঠোর পরিশ্রম:-
পরিশ্রম ছাড়া কখনো কেউই সফলতার দেখা পায়নি। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা তেমনি অলস ব্যক্তির দ্বারা ও কখনো সফলতা অর্জন করা সম্ভব নয়। যে ব্যক্তি অলস সে শুধু ঘুমায় ঘুমায় আকাশ কুসুম স্বপ্ন দেখতে ভালবাসে কিন্তু সে কখনো তার জীবনের লক্ষ্য পূরণ করতে সক্ষম হবে না। কেননা তিনি ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতেই ভালোবাসেন কিন্তু জীবনে সফল হতে হলে আপনাকে ঘুম থেকে জেগে উঠে কঠোর পরিশ্রম করতে হবে এবং আপনার লক্ষ্য স্থির করে আপনাকে সকল শত বাধা অতিক্রম করে আপনার লক্ষ্যে পৌঁছাতে হবে। তাহলে আপনি জীবনে সফলতার উচ্চ শিখরে আহরণ করতে পারবেন।
আমরা যখন কোন কাজ করে থাকি তখন যদি আমরা সেই কাজে ব্যর্থ হই তাহলে আমরা হতাশ হয়ে পড়ি এবং সে কাজ থেকে নিজেদেরকে মুখ ফিরিয়ে নিই। এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আপনি জীবনে যদি কোন কাজে ব্যর্থ হন বা সঠিকভাবে করতে না পারেন তাহলে সে কাজটা থেকে আপনাকে সর্ব প্রথম শিক্ষা গ্রহণ করতে হবে আপনি কেন সে কাজটি করতে পারলেন না এবং সে কাজ থেকে শিক্ষা গ্রহণ করেই আপনাকে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং যতক্ষণ পর্যন্ত আপনি সে কাজে সফলতা অর্জন করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে সেটার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। এমন ব্যক্তিবর্গই জীবনের সফলতা অর্জন করতে সক্ষম হয়।
যেসব ব্যক্তি কাজ দেখে ভয় পায় তারা কখনো সফলতা অর্জন করতে পারে না। হীনমন্যতা এবং অলসতা এ দুটি সফলতার ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায়। যারা জীবনে কাজকে ভালোবাসে, যারা কাজকে কখনো ছোট করে দেখে না তারাই জীবনে সফল। হাতে কাজ করায় কোন অগৌরব নেই, অগৌরব হয় তখন যখন কাজ না করে মিথ্যার আশ্রয় নেওয়া হয়। আমরা এসব ব্যক্তি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখবো কারণ এদের সংস্পর্শে কখনো কোন ব্যক্তির উন্নতি সম্ভব নয়।
একটি দেশ ও জাতি তখনি উন্নত হয় যখন সে জাতির মানুষ কঠোর পরিশ্রম করে। আপনাকে সফলতা অর্জন করতে হলে কখনোই পরিশ্রম কে বাদ দিয়ে সেটা অর্জন করা সম্ভব নয়। তাই আমাদের সকলের সংকল্প হওয়া উচিত কঠোর পরিশ্রম এর মাধ্যমেই আমরা আমাদের জীবনের লক্ষ্য অর্জন করতে সক্ষম হব।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এ প্রত্যাশা রইল সকলের প্রতি। আল্লাহ হাফেজ।