বিসমিল্লাহির রাহমানির রাহিম
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব টাইগার বিড়ালের ফটোগ্রাফি এবং বিড়াল সম্পর্কে অজানা কিছু তথ্য।
ফোনের গ্যালারি থেকে অ্যালবাম তৈরি করেছি |
---|
Photography
Device | Name |
---|
Picture | Photography 📷📷 |
---|
•Category | cat🐈 |
---|
•Camera Used | Handphone |
---|
•Model | vivo 15y |
---|
•Photographer | @mdsahin111 |
---|
•Location Aceh 📍🌐/ | Malaysia |
---|
বিভিন্ন প্রকার বিড়াল আমরা দেখতে পাই বিভিন্ন স্থানে প্রতিটি বিড়ালের ভিন্ন ভিন্ন নাম রয়েছে হয়তোবা আমরা গুটি কয়েক বিড়ালের জীবন সম্পর্কে জানি তবে আমাদের জানার বাহিরেও অনেক প্রজাতির বিড়াল রয়েছে আজকে আমি যে বিড়ালের ফটোগ্রাফি গুলো করছি এগুলোকে মূলত টাইগার বলা হয়ে থাকে।
ডোরাকাটা এই বিড়ালটি দেখতে অভি কাল রয়েল বেঙ্গল টাইগার মত আমি বাংলাদেশে থাকতে এমন প্রজাতির বিড়াল দেখি নাই। তবে গত কালকে আমি একটি বাড়িতে কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি এর এই প্রজাতির বিড়াল।
প্রথমে আমি দেখি তারপর জিজ্ঞাসা করলাম বাড়ির মহাজনকে এটা কি বাঘের বাচ্চা তখন তিনি বললেন না এটা বিড়াল তারপর আমি তার কলের কাছে যায় এবং গায়ে হাত বুলাইতে থাকি খুবই শান্তশিষ্ট। আমি যত তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছি তত আমার গায়ের সাথে গাঁ লাগিয়ে আদর নেওয়ার অনুভূতি প্রকাশ করছে। দেখতে অনেক কিউট এবং নাদুস নুদোষ যে কেউ দেখেই পছন্দ করবে এমন পোষা প্রাণীকে।
অবশ্যই! বিড়াল আকর্ষণীয় প্রাণী। এখানে তাদের সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য রয়েছে।
বিড়ালের রাতের দৃষ্টিশক্তির অনেক ভাল-বিকশিত অনুভূতি রয়েছে, যা তাদের গোধূলির সময় আরও সক্রিয় করে তোলে।
কোন বাড়িতে যদি বিড়াল থাকে তাহলে ওই বাড়িতে দুষ্টু জীন প্রবেশ করতে পারে না এটা অনেক হাদিস ও কিতাবে প্রমাণিত হয়েছে।
বিড়াল একটি শিকারি প্রাণী যাদের বাড়িতে ইঁদুরের উৎপাত বেশি আছে ওই বাড়িতে বিড়াল রাখলে ইঁদুরের উৎপাত থেকে রিহায়া পাওয়া যায়।
এই প্রাণীটি অতি দ্রুত মানুষের সাথে একজাস্ট করতে পারে এবং মানুষের কোন ক্ষতি এই প্রাণী থেকে আসে না বরঞ্চ এটি একটি উপকারী প্রাণী।
বিড়াল শরীরের ভাষা, কণ্ঠস্বর, এবং purring ব্যবহার করে যোগাযোগ করে। তারা তাদের আবেগ প্রকাশ করার জন্য তাদের লেজ, কান এবং কাঁটা ব্যবহার করে।
তো বন্ধুরা এই ছিল বিড়াল সম্পর্কে আমার জানা কিছু তথ্য হয়তোবা অনেকেই জানেন আবার জানেন না যারা জানেন না তাদের জন্যই আজকের এই লেখনি অবশ্যই ভালো লাগবে।
আজকের মত বিদায় নিচ্ছি সবাই ভাল থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন ।