Better Life With Steem || The Diary game || 12 September (ব্যস্তময় জীবন)

Dirygame (1).png
Canva

Hello,

Everyone,

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ,আজ আমার দিনটি কিভাবে কাটিয়েছে।

''আমার দিনটি যেভাবে কেটেছে''

আজকে সকালে ঘুম থেকে উঠেই জানলার দিকে তাকিয়ে দেখি আকাশটা মেঘলা ।ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরে গেলাম ছাদে ।প্রতিদিন সকালে আমাকে ছাদে যেতে হয় ।ছাদে কিছু ফুল গাছ লাগিয়েছি। গাছগুলোতে ফুল ধরে ।
সে ফুল দিয়ে পুজো দেই তাই সকালে পূজার ফুল আনার জন্য ছাদে যেতে হয় তাছাড়া সব সময়ই চার দেয়ালের মাঝে সারাদিন সংসারের কাজে ব্যস্ত থাকি । ছাদে গেলে সকালের হাওয়া শরীরটা জুড়িয়ে যায় আর মনটাও ফ্রেশ লাগে। ছাদ থেকে
কিছু ফুলের ফটোগ্রাফি তুলে নিলাম।

Untitled design (10).png

ছাদে লাগানো ফুলের ফটোগ্রাফি

ছাদ থেকে আসার পর সকালের কাজকর্ম গুলা সেরে নিলাম। আজ সকাল থেকে সারাদিন বৃষ্টি হয়েছে ।বৃষ্টির দিনে ভর্তা ভাত কিংবা খুদের ভাতের সাথে ভর্তা দারুন লাগে ।

তাই আজ সকালে খাওয়ার জন্য খুদের ভাত আর ভর্তা তৈরি করেছি।

20230912_070414.jpg

খুদের ভাত আর ভর্তা

সকালের নাস্তা শেষ করার পর ছেলেকে নিয়ে স্কুলে চলে গেলাম। পরীক্ষা চলাকালীন সময় আমার ছেলের অসুস্থ ছিল তাই তিনটি পরীক্ষা দিতে পারিনি। আজ প্রায় একমাস পর স্কুলে আসলো। আজ ও পরীক্ষা দিবে।

পরীক্ষা দিচ্ছে

স্কুল থেকে আসার পর দুপুরে রান্নার আয়োজন করলাম। আজ আমি রান্না করব কাচকি মাছ দিয়ে লাউ পাতার বড়া ও সরষে ইলিশ। তারপর রান্না শেষ করলাম।

IMG20230912162055.jpg

দুপুরের খাবার

সন্ধ্যার পূর্ব মুহূর্ত

Untitled design (12).png
canva

বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ।আজ সারাদিন বৃষ্টি হয়েছে।

IMG-20230912-.jpg

সন্ধ্যার নাস্তা

আজ ছেলে বায়না ধরেছে সন্ধ্যায় পা রুটি আর ডিম ভাজি খাবে। দোকান থেকে পাউরুটি এনে ডিম ভাজি করে সন্ধ্যার নাস্তা খেতে দিলাম। নাস্তা শেষ করার পর পড়াতে বসালাম। পড়া শেষ করার পর রাতের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। সকালে ওর পরীক্ষা আছে। ঘুম পাড়িয়ে না দিলে তাড়াতাড়ি ঘুমাবে না।

তারপর আমি স্টিমিট এর জন্য কনটেন্ট লিখতে বসলাম। সময়ের অভাবে নিয়মিত কন্টেন লিখতে পারিনা।
এই ছিল আমার আজকে সারাদিনের কার্যাবলী। অনেক রাত হয়ে গেল ।আজ এখানেই শেষ করছি। ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভাল থাকবেন।

Thank You So Much For Reading My Blog 📖

25% to @null to support #burnsteem25

10% of this payout for @meraindia

H2
H3
H4
3 columns
2 columns
1 column
13 Comments