"অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি"
[Edited in pixelab ]
আমরা সেই ছোটবেলায় ইসলাম শিক্ষা বইয়ে পড়েছিলাম, আরব বিশ্বে একটা সময় ছিল যখন কন্যা সন্তান জন্ম নিলে জীবন্ত মাটিতে পুতে ফেলা হতো। এই যুগকে বলা হত আইয়্যামে জাহেলিয়ার যুগ। কি ভয়ানক অবস্থার মধ্যে দিয়ে কন্যা সন্তানরা বড় হতো একবার ভাবা যায়।
এখন সেই ভয়ানক পরিস্থিতির পরিবর্তন এসেছে। ক্রমেই নারীর ক্ষমতায়নের প্রতি গোটা বিশ্বের মানুষ জোর দিয়েছে। নারীরা আগের থেকে ভালো অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে।
আজকে ১১ ই অক্টোবর, ২০২৩ সাল। ১৯৯২ সাল থেকে প্রতিবছরের ১১ ই অক্টোবর "বিশ্ব কন্যা শিশু দিবস" পালিত হয়ে আসছে। প্ল্যান ইন্টারন্যাশনাল নামক একটি সংস্থা কন্যা শিশুদের অধিকার আদায়ের লক্ষ্যে প্রথম একটি আন্দোলনের ডাক দেয়। তাদের আন্দোলনের স্লোগান ছিল Because I am a Girl. পরে এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে কানাডা সরকার এটিকে জাতিসংঘের সাধারণ সভায় আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস ঘোষণার প্রস্তাব দেয়। পরে এটিকে জাতিসংঘ আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস হিসেবে ঘোষণা করে।
আমাদের সবারই মা-বোন বা মেয়ে সন্তান আছে। কিন্তু তারা আমাদের পরিবার থেকে শুরু করে সমাজে কি তাদের প্রাপ্যটুকু পাচ্ছে? উত্তর একদম ই না। আমাদের সমাজ ব্যবস্থায় মেয়ে শিশুকে সবসময় ই অবহেলিত হতে দেখা যায়।
[Me with my Daughter]
আমি আমার জীবনের একটা ঘটনা বলি। আমার বেটার হাফ যখন প্রেগন্যান্ট এবং ডাক্তার যখন আল্ট্রাসোনো করতে বল্লো, আমি আমার ওয়াইফকে নিয়ে গেলাম। টেকনিশিয়ান সব কিছু দেখে বললো বেবি ঠিক আছে চিন্তার কিছু নেই। যখন জিগেস করলাম ছেলে বেবি নাকি মেয়ে বেবি, উনি উত্তর জানাতে ইতস্তত করলেন। এর প্রধান কারণ ছিল বেবি জন্মের আগেই যদি জানা যায় যে মেয়ে বেবি তাহলে গ্রামে বেশিরভাগ ক্ষেত্রেই এর বিরুপ প্রতিক্রিয়া হয়, এর ফলস্বরূপ অনেক শশুর শাশুড়ি বেবি নষ্ট করতে বলে অথবা অনাগত বাচ্চার মায়ের সাথে খারাপ আচরণ শুরু করে। যার কারণেই আল্ট্রা রিপোর্ট এ বেবির জেন্ডার ওনারা উল্লেখ করতে চান না। ২০২০ সালের পরে এসেও এগুলো গ্রামে প্রচলিত। তার মানে বুঝতেই পারছেন সমাজ ব্যাবস্থা নারীদের তাদের প্রাপ্য সম্মানটুকু থেকে কতবেশি বঞ্চিত করে রেখেছে।
[ |
---|
[Photo was taken by Nikon Camera]
[In frame: My Child Mehek]
একই বাড়িতে যখন দেখবেন কারো ছেলে সন্তান হয়েছে, আর কারো মেয়ে সন্তান তখন দুই মায়ের ও বেবির মধ্যে বিপুল বৈষম্য দেখতে পাবেন। খাওয়া থেকে শুরু করে সব জায়গায় ছেলে শিশুর অগ্রাধিকার দেয়া হয়ে থাকে, এভাবেই একটি কন্যা শিশু জন্মের পর থেকে নানা বৈষম্যের স্বীকার হয়ে বড় হতে থাকে।
মূলত এসব বৈষম্য কে দূরে ঠেলে দিতেই "আন্তর্জাতিক শিশু কন্যা দিবস পালিত হয়। এবছরেও নানা আয়োজনের মধ্য দিয়ে আজকে এ দিবস পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য বিষয় মেয়েদের অধিকারে বিনিয়োগ করুন, আমাদের নেতৃত্ব আমাদের কল্যান
কন্যা শিশুদের সাথে ঘটে চলা বৈষম্য দূর করে কন্যাদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে হবে। আর এর জন্যে আমাদের পুরুষদেরকেই সবার আগে এগিয়ে আসতে হবে। আমাদের বুঝতে হবে আজকের কন্যা শিশুই আগামীর ভবিষ্যৎ। আগামীর বিশ্ব হোক আমাদের কন্যাদের জন্যে বিরাপদ। সকল কন্যাকে "আন্তর্জাতিক কন্যা দিবসের শুভেচ্ছা ও স্যালুট জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি।