Incredible India monthly contest November #1|My leisure time.

Incredible India monthly contest November #1 My leisure time.(1).png
Made by Canva
ঘড়ির কাটার সাথে সাথে আমাদের জীবনের চাকাও সমান তালে এগিয়ে চলচ্ছে ।সারাক্ষণ সংসারের কাজ , বাচ্চাদের পড়াশোনা একটি রুটিনে পরিনত হয়ে গেছে । সারাদিন এই ব্যস্ততার মাঝে একটু সুন্দর অবসর সময় কাটানো দরকার আমাদের । যা আমাদের মন ও শরীরকে সুস্থ রাখে।
IMG_20221231_222722.jpgIMG_20230210_222050.jpg
ছবি গুলো আমার Facebook থেকে নেওয়া

অ্যাডমিন ম্যামকে অসংখ্য ধন্যবাদ নভেম্বর মাসের প্রতিযোগিতার বিষয়বস্তু হিসেবে এই সুন্দর একটি বিষয় নির্বাচন করার জন্য।সকল প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে এই সুন্দর প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করছি এবং সাথে আমার বন্ধুদের @karja,@ trtareq,@ lllll1llকেএই সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

✅ আপনি কিভাবে আপনার অবসর সময় কাটাতে ভালোবাসেন?
pexels-shvets-production-8417573.jpg
Source

অবসর সময় বলতে আমি সেই সময়কে বলতে পারি ,যখন আমাদের দায়িত্ব গুলো ভুলে গিয়ে শুধুমাত্র নিজের জন্য একটু সুন্দর মুহূর্ত খুঁজে পাই এবং যা আমাদের মানসিক চিন্তা কমাতে সাহায্য করে ।অবসর সময় আমি হাতের কাজ করতে ভালোবাসি যা আমার মনে শান্তি এনে দেয় ।আমরা অবসরে লুডু খেলতে ভালোবাসি . গল্প করতে ভালোবাসি এবং ঘুরতেও ভালোবাসি যা আমাদের মন ও শরীরকে সতেজ করে তোলে ।

IMG20231105191749.jpgWhatsApp Image 2023-11-05 at 21.15.44_9e6af0b3.jpgIMG20231105163844.jpg
( কৃষ্ণ ঠাকুরের) ওয়াল মেটের ছবিটি আমার WhatsApp Image থেকে নেওয়া
✅ আমাদের ব্যস্ত সময়সূচীর মধ্যে অবসর সময় কি তাৎপর্যপূর্ণ? কেন বর্ণনা?

আমাদের ব্যস্ত সময় সূচির মধ্যে অবসর সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।আমাদের পরিবার গুলো দিন দিন ছোট হয়ে যাচ্ছে ।নারী-পুরুষ সকলে কর্মব্যস্ত হয় পরছে। নয়টা পাঁচটা অফিস এবং ওভারটাইম করা, বাচ্চাদের সারাক্ষণ পড়াশোনার সিলেবাসের ভিতরে বন্দী করে রাখা ।মানুষ যেন দিন দিন যান্ত্রিক পুতুলে পরিণত হয়ে যাচ্ছে ।এই যান্ত্রিকতা থেকে বেরিয়ে আসার জন্য বিভিন্ন বিনোদনমূলক স্থানে ঘুরতে যাওয়া ।বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি কিছু সময়ের জন্য হলেও অবসর নেয়া উচিত তাতে আমাদের মন সতেজ হয় এবং পড়াশোনা ও কাজ করার প্রতি শক্তি বৃদ্ধি পায় ।

✅আপনার সবচেয়ে ভাল অবসর সময় ভাগ করুন.
IMG20231105193307.jpgIMG20231105203318.jpgIMG20231105204700.jpg

আমরা যারা গৃহিণী, তারা অবসর সময় খুবই কম পেয়ে থাকি । তারপরও চেষ্টা করি সংসারের সমস্ত কাজ সেরে নিজের জন্য একটু সময় বের করার। আমি যখনই অবসর সময় পাই তখন গোপালের পোশাক তৈরি করতে খুব ভালোবাসি ।আর্মি বাবুর কিছু বিষয়ে আমার ভালো লাগেনা তবে তার এই বিষয়টি খুব ভালো লাগে ”আমাদের অবসর সময় কাটানোর জন্য তিনি মাঝে মাঝে আমাদের বিভিন্ন বিনোদন কেন্দ্রে নিয়ে যান”। সংসারের সমস্ত চিন্তা ভাবনা থেকে শুধু আনন্দে কিছুসময় কাটানো হলো অবসর সময় । আমরা নারীরা সাধানরত শাস্তে ভালোবাসি ।

IMG20231028142731.jpgIMG20231028143816.jpg

আমি মনে করি, মন ভালো থাকলে শরীর ভালো থাকে ।পরিবারের সকলেই মানসিক ভাবে সুস্থ থাকলে একটি সুখী পরিবার গঠন করার সহজ হয় । বর্তমানে আমার প্রিয় অবসর সময় কাটে স্টিমিট প্ল্যাটফর্মে বন্ধুদের পোস্ট পড়ে ।

আমি চেষ্টা করেছি সকল প্রশ্নের সঠিক উত্তর দিতে ।আশা করি সবারই তা ভালো লেগেছে। সবার জন্য শুভকামনা রেখে আজ এখানেই শেষ করছি ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
10 Comments