শাপলা পাতা মাছের রেসিপি (Leopard stingray Fish Recipe)@muktaseo

শাপলা পাতা মাছের রেসিপি (Leopard stingray Fish Recipe)@muktaseo.png

Canva

শাপলা পাতা মাছ একটি সামুদ্রিক মাছ ।আগের দিনে এই মাছকে বলা হতো শংকর মাছ ।তবে এখন সবাই শাপলা পাতা মাছ নামে চিনে ।গভীর সমুদ্রে বিচরণ করে এই মাছ তবে বংশবিস্তারের সময় শাপলা মাতা মাছ সাগরের তীরের খুব কাছাকাছি চলে ।শাপলা পাতা মাছ সারা বিশ্বে ২০০ প্রজাতির থাকলেও বাংলাদেশ ৫৬ প্রজাতির মাছ পাওয়া যায় । দিন দিন এই মাছ ছাড়িয়ে যাচ্ছে ।

pexels-kevin-b-15683563.jpg
Source
তাই বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ আইনে শাপলা পাতা মাছ ধরা ও বিক্রি করা সম্পূর্ন নিষিদ্ধ করেছে । জেলেরা এই মাছ ধরে স্থানিও বাজারে সচারচার বিক্রি করছেন । কিছুদিন আগে বরিশাল জেলায় ১৪ মনের একটি শাপলা পাতা মাছ পাওয়া গিয়েছিল । যার প্রতি কেজি ৫০০ টাকা করে বিক্রি করা হয়েছে।পুষ্টিবিদের মতে এই মাছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন ও মিনারেল পাওয়া যায় ।

IMG20231006133801.jpg

তবে অনেকেই এই শাপলা পাতা মাছ পছন্দ করে না কারণ এর একটা গন্ধ আসে। রান্না সুন্দরভাবে করলে এই গন্ধটা থাকে না । আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে গন্ধ মুক্ত শাপলা পাতা মাছ রান্না করা যায় ।এভাবে রান্না করলে খুব সুস্বাদু হবে যা বাচ্চা সহ বাসার সকলেই পছন্দ করবে ।তবে চলো শুরু করা যায় শাপলা পাতা মাছের রেসিপি ।

IMG20231006095846.jpgIMG20231006124546.jpgIMG20231006132045.jpg

উপকরণ:

শাপলা পাতা মাছএক কিলো
2হলুদ গুঁড়া২ চা চামচ
মরিচ গুড়া২ চা চামচ
জিয়ারগুড়াদেড় চা চামচ
ধনিয়া গুড়া১ চা চামচ
পেঁয়াজকুচিএক বাটি
রসুন বাটা১ চা চামচ
আদা বাটা১ চা চামচ
লবণপরিমাণ মতো
১০সরিষার তেলপরিমাণ মতো
১১গরম মসলা গুড়াদুই চামচ
১২তেজপাতাদুইটা
১৩দারচিনি ছাল২ টুকরা

যেহেতু শাপলা পাতা মাছ থেকে একটু গন্ধ আসে তাই মাছটি কেটে ধুয়ে লবণ ও লেবুর রস মাখিয়ে এক ঘন্টা রেখে দিব ।লেবুর রস ও লবন মাছে গন্ধটাকে দূর করে। উষ্ণ গরম পানি দিয়ে মাছটি ভালো ভাবে ধুয়ে নিতে হবে ।মাছে চামড়ার উপরে বালুর আবরন থাকে ।উক্ত আবরনটি চামড়াসহ কেটে ফেলে দিতে হবে ।

মাছ যত ভালো ভাবে ধোয়া হবে তত গন্ধ দূর হবে এবং তত মাছ সুস্বাদু হবে ।সরিষার তেল ,লবণ ,হলুদ ও মরিচের গুঁড়া মাখিয়ে কিছু সময় রেখে দেব। কড়াইতে তেল গরম হলে মাছগুলোই দিয়ে দেব । হালকা বাদামি রং করে ভেজে নিব।

গরম তেলে তেজপাতা ,দারচিনি অল্প কিছু কাঁচা জিরা দিব । পিয়াজ কুচি, দিয়ে কিছুক্ষণ ভাজবো, বাদামী রঙ হলে সমস্ত মসলা দিয়ে ভালো ভাবে কষিয়ে নেব ।কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেবো।এরপরে পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢেকে দিব। চুলার আঁচ মাঝারি রেখে দেবো। মাছের গ্রেভি ঘন হয়ে আসলে এক চা চামচ গরম মসলা গুড়ো দেবো ও হাফ চা চামচ ঘি দিব ।

IMG20231006132204.jpg

কিছু সময় ঢেকে রেখে দেব গ্রেভি ঘন হলে নামিয়ে নেব। হয়ে গেল আমার শাপলা মাছের মজাদার রেসিপি । এভাবে রান্না করলে সুস্বাদু হবে এবং কোন গন্ধ আসবে না ।যারা শাপলা পাতা মাছ গন্ধের জন্য খেতে চায় না । তারা একবার হলেও এই রেসেপি ট্রাই করতে পারেন ।আমি শাপলা পাতা মাছ ছোট বেলা থেকেই খুব পছন্দ করি কারন এই মাছটির কাঁটা খুবই নরম এবং কুরকুরে ।

IMG20231006134438.jpg

অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো মন্তব্যে জানাবে ।আজ আর কিছু লিখছি না। আবার নতুন কোন রেসিপি নিয়ে আবার আসবো।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
25 Comments