"সময়ের নিষ্ঠুর ভালোবাসা "

pexels-photo-110471.jpeg

Image source

সম্পর্ক কি সেটা জানতে হলেই........
আগে জানতে হবে ভালোবাসা কি?
সম্পর্ক যাই হোক আগে জানতে
হবে, সেখানে ভালোবাসা আছে তো?

নাকি শুধুই দায়বদ্ধতা সংসার
নামের দেয়াল ঘড়ির মত!
মানে সময় গড়াবে আর
ঘন্টার কাঁটাটা ও দৌড়াবে!

তাই ভালবাসাটাই প্রথম আর
প্রধান উপাদান সম্পর্কের জন্য!

যেকোনো সম্পর্কেই বিচ্ছেদ
আসতে পারে যখন তখন!
দীর্ঘদিন সংসার করার
পরেও দু চারটে বাচ্চা হওয়ার
পরেও! ডিভোর্স নামের শব্দটা
মেনে নিতে পারে বিচ্ছেদ!

কিছু কিছু মুহূর্তে তো এমন হয়,
সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়।
আর কখনো বাধ্য হয়ে
বাবা-মা সন্তানকে ত্যাগ করে দেয়!

ভালোবাসা এমন এক উপাদান
যা মানুষ জীবনও দিতে পারে!
আবার নিভিয়েও দিতে পারে
জীবনের সবটুকু আলো!

সবটাই মূলত ভালোবাসার ফল,
তাই বলা যায় পৃথিবীতে
সব সম্পর্কের বিচ্ছেদ আসলেও!
ভালোবাসায় কখনো বিচ্ছেদ আসে না!

যদি সেই ভালোবাসা হয় আত্মার সাথে। যদি সেই ভালোবাসা হয় প্রানের সাথে।
যদি সেই ভালোবাসা হয় অন্তরের অন্তস্থল থেকে।
যদি সেই ভালোবাসা হয় হৃদয়ের গহীন থেকে।
যাকে কোন বিচ্ছেদে শোকাতুর করে নি। যার কোন শেষ আজ পর্যন্ত হয়নি।
যার কোন মৃত্যু নেই। যার নাই কোন পরিসমাপ্তি।

আর এর নামই ভালোবাসা

এরই নাম বুঝি প্রেম?

যে বাঁধন ইহকাল (দুনিয়া ) আর পরকালের বাঁধান।

pexels-photo-3007355.jpeg

Image source

আমি ভাবতাম তুমি শুধুই আমার,
আমার এই ধারণা হঠাৎ পাল্টে দিয়ে।
হুট করেই তুমি অন্য কাউকে আপন করে নিলে।

আমি জানতেও পারলাম না। বুঝতে ও পারিনি।
যে দিন আমি জেনেছি, আমি ছাড়া তোমার ভাবনায় অন্য কেউ আছে। অন্য কেউ তোমার স্বপ্নে রোজ আসে।

সেদিন এই হাসি খুশি থাকা আমি টা,
একদম চুপসে গেছি।
অন্ধকার রুমে নিজেকে বন্দী করেছি।
খেতে বসলে কান্না করেছি।
সারারাত কেঁদেছি।

সকালে ঘুম থেকে উঠে।
তোমার মেসেজ দেখতে না পেয়ে।
আবারো কান্না করেছি,

এরপর একদিন চোখের জল মুছে আয়নার সামনে দাঁড়িয়ে, নিজেকে নিজেই অনেক বকেছি।
কেন এই পাগলামি।
কার জন্য থাকুক না সে সুখে।
আমিও ব্যস্ত হয়ে পড়েছি পৃথিবীর এই বুকে।

pexels-photo-220452.jpeg

Image source

হাই আফসোস কেউ ছিলনা আমার পাশে।
নিজেই নিজের মাথায় হাত বুলিয়ে দিয়েছি, নিজেকে নিজেই ঘুম পাড়িয়েছি।
মাথা ব্যথার যন্ত্রণায়, নিজেই নিজের মাথা টিপে দিয়েছি।
জ্বর হলে নিজে উঠে ওষুধ খেয়েছি।
অল্প একটু একটু সমস্যায় ভেঙ্গে পড়া, এই আমিটা অনেক বড় বড় সমস্যা সমাধান করে চলেছি।
ভালো হয়েছে তুমি চলে গেছো।
নিজেকে আমি আমার যোগ্য করে তুলেছি।
আমি যদি জানতে পেরেছি, তুমি খুব করে বলেছিলে আমি লক্ষ্মী একটা মেয়ে।

খুব বুঝিয়েছ আমাকে।
নম্রতার লেবাস তোমার সাদা গায়ে,
তাহলে প্রেমিকা হয়ে আমি আর কি করবো।
আমাকে জানতে হবে, তুমি খুব কষ্টে আছো।
অসংখ্য প্রতারক তোমার জীবনে এসে, তোমার জীবনটাকে শেষ করে দিয়েছে।
আমাকে খুব করে জানতে হবে, রাত হলে তুমি ঘুমাতে পার না।
এক পাশে রাত কাত হয়ে ফোনের আলো দেখতে দেখতে তোমার সকাল হয়ে যায়।

আমাকে জানতে হবে তুমি খুব কান্না করো।
খুব একা একা কান্না করো, তোমার কান্না কেউ শোনে না।
আমাকে বুঝতে হবে। কান্না করতে করতে তোমার সুন্দর ওই কন্ঠটা খিটখিটে হয়ে গেছে।
সবটা দুঃখ জেনে নীরবে তোমার পাশে এসে দাঁড়াতে পারলেই তো! আমি একজন সার্থক প্রেমিকা!

তোমার অতীত শুনে ভয় যদি পিছু হাঁটে!
আর খুব লক্ষ্মী একটা ছেলে যদি খুঁজতে থাকে।
তাহলে এর চেয়ে বরঞ্চ বাবাকে বলবো। শপিংমল থেকে সুন্দর একটা হাসবেন্ড কিনে আনতে।
ব্র্যান্ড নিউ হাজব্যান্ড।
যার গায়ে কলঙ্কের কোন দাগ লাগেনি।

pexels-photo-1008000.jpeg

Image source

এই পৃথিবীতে সমস্যা কিংবা দুশ্চিন্তা ছাড়া কোন মানুষ আছে।
মানুষদের এই ধরনটা ও ভিন্ন।
যদি সমস্যা ছাড়া কোন মানুষ থেকে ও থাকে। আজ অব্দি সেই মানুষ আমার চোখে পড়ে নি।

অনেক রকমের মানুষ হরেক রকম যন্ত্রণা নিয়ে বসবাস করছে।
কেউ সম্মুখে হাসছে কেউ আড়ালে কাঁদছে।
কেউ নিজের যন্ত্রণা অন্যের কাছে প্রকাশ করে ভাবছে।
এ ধরণীতে তার মত দুঃখে আর কে আছে।
সে অন্যের যন্ত্রণার কথা মনোযোগ দিয়ে শুনছে।
নিজের যন্ত্রণা হাসিমুখে আড়াল করে,
দিনশেষে সেও ভাবছে তার মত ভুক্তভোগী কজন বা আছে।
যার যার ব্যাথা তার তার বুকে নিয়ে নির্ঘুম ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে।

যার বুকে পাহাড় সমান ব্যথা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে।
তার সাধ্য কোথায় অন্যের ব্যথা লাঘব করার।
আমরা সবাই তো ভিন্ন রূপে ভক্তভোগী।
আলোতে কিংবা আঁধারে প্রকাশ্যে কিংবা গোপনে।

একজন পুরুষকে একদিন জিজ্ঞেস করা হলো।
আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহিলাকে।
উত্তরের সে হালকা হেসে বলল আমার স্ত্রী।
এইটা ভেবে আমি নিজেও অনেকটা অবাক হলাম।
হায়রে পৃথিবী সব এমন কেন?

meraindia

কমিউনিটির জন্য ১০% বেনিফিশিয়ারি


png_20230827_214431_0000.png


The official accounts of the Incredible India community

Discord | Twitter | Telegram | Instagram


Htq.gif


20230831_233618_0000.png

H2
H3
H4
3 columns
2 columns
1 column
13 Comments