"আসসালামুয়ালাইকুম"
আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের আজকের দিনটি অনেক ভালো কেটেছে।
বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে অনেক পরিচিত একটি ফুলের ফটোগ্রাফি করতে যাচ্ছি। এই ফুল আমরা কম বেশি সকলেই চিনে থাকি, বিশেষ করে যারা গ্রামাঞ্চলে আছি তারা তো এই ফুলকে অবশ্যই চিনি। আমি যখন ছোট ছিলাম তখন এই ফুলগুলো দিয়ে অনেক খেলা করেছি। আমার অনেক বন্ধুবান্ধব ছিল তাদেরকে নিয়ে এই ফুল দিয়ে মাটিতে ঘর তৈরি করে খেলা করেছি,, আজকে আমার সেই দিনগুলোর কথা খুবই মনে পড়ছে।
আমাদের গ্রাম অঞ্চলে এই ফুলকে পানার ফুল বলে আবার অনেকে কচুরিপানার ফুল ও বলে থাকে। এই কচুরিপানা হল একটি জলজ উদ্ভিদ। বাংলাদেশের প্রায় প্রত্যেক এলাকায় হাওর বাঁওড় খাল বিল ও ছোট বড় নদী এবং বাড়ির পাশের ডোবায় কচুরিপানার ফুল দেখা যায়। এটি একটি বহু বর্ষজীবী ভাসমান জলজ উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Eichhornia crassipes। কচুরিপানার ফুল সবচাইতে বেশি বর্ষাকালে ফুটে থাকে। আর এখন চলতেছে বর্ষাকাল তাই খাল বিলের নদী নালায় এই কচুরিপানার ফুল সবচাইতে বেশি দেখা যায়।
বাংলাদেশের খাল বিল হাওড় বাঁওড়ে বিভিন্ন জাতের বিভিন্ন রঙের ফুল ফোটে বিভিন্ন সময়। এসবের মধ্যে কিছু আছে যা আমাদের কাছে অনেক বেশি সুন্দর লাগে । কচুরিপানা বিভিন্ন নদী নালা খাল বিল, পুকুর ও জলাশয়ে ফুটে। কচুরিপানা ফুল প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয় এবং জৈব সার তৈরি করতে অনেক বেশি সাহায্য করে। কচুরিপানা ও তার ফুল মানুষের জনপ্রিয় না হলেও বিভিন্ন সময়ে মাছ, গবাদিপশুর খাদ্য ও জৈব সার হিসেবে ব্যবহার হয়। আমি আমাদের অঞ্চলে অনেক মানুষকে দেখেছি তারা এই কচুরিপানা নিয়ে এসে একটি জায়গায় রাখে এবং একটা সময় এটি জৈব সার হিসেবে জমিতে প্রয়োগ করে থাকে।
কচুরিপানা হলো ভাসমান এমন একটি প্রাকৃতিক জলজ উদ্ভিদ আর এই কচুরিপানার উৎপত্তি হয়েছে ব্রাজিলে। কচুরিপানা অনেক প্রজাতি রয়েছে, তার মধ্যে সবচাইতে বেশি দেখা যায় বেগুনি সাদা রঙের কচুরিপানা। এই ফুলকে বিভিন্ন অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন নামে ডেকে থাকে। কচুরিপানা কেউ উৎপাদন করে না এটি এমনিতেই হয়ে থাকে আর অনেক বেশি বংশবিদ্যার করে থাকে।
এই কচুরিপানার মধ্যে একটি জাত আছে সেটির শিকড় অনেক লম্বা লম্বা হয় এবং মাটিতেও যায়। আরেকটি কচুরিপানা আছে সেটি একদম ছোট ছোট পাতার মত আর এটি মাছের জন্য শ্রেষ্ঠ একটি খাবার বলা যেতে পারে। এই কচুরিপানা আমাদের অঞ্চলে খুবই কম দেখা যায়। আমি দেখেছি অনেক মানুষ অনেক দূর দূর জায়গা থেকে এটি পুকুরে দেওয়ার জন্য নিয়ে আসে।
তো বন্ধুরা আজকের মত এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।
Device | Name |
---|---|
Android | Redmi not 10 |
Camera | 48MP 8MP 2MP |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @sabus |