অপরাজিতা ফুলের ফটোগ্রাফি:-

IMG_20231005_123331.jpg

"আসসালামুয়ালাইকুম"

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন।। আর আপনাদের আজকের দিনটি অনেক ভালো কেটেছে। আজকে আমি আপনাদের অপরাজিতা ফুলের ফটোগ্রাফি শেয়ার করব।

IMG_20231007_123456.jpg
IMG_20231007_123418.jpg

অপরাজিতা ফুল চেনে না এমন মানুষ খুবই কম আছে। অপরাজিতা হলো একটি দুর্লভ ফুল। অপরাজিতা ফুল সচরাচর খুবই কম দেখা যায়। আমাদের মধ্যে অনেকেই অপরিচিত ফুল চেনে না।। নীল রঙের অপরাজিতা ফুল অনেক সুন্দর লাগে দেখতে। অনেক রঙের ফুল আমরা আমাদের দৈনন্দিন জীবনে দেখতে পায়।। তার মধ্যে সব চাইতে বেশি লাল, হলুদ,কমলা ,গোলাপি এই রঙের ফুল দেখে আমরা অভ্যস্ত। একটু ভিন্ন কালারের ফুল দেখতে আমাদের সকলেরই ভালো লাগে।। তাই পরিচিত ফুলের চেয়ে অপরিচিত ফুলের উপর আকর্ষণ আমাদের একটু বেশি।

IMG_20231007_123119.jpg

অপরিচিত ফুলের রং টকটকে নীল। এই নীল রং দূর থেকে মানুষের নজর কেড়ে নিতে পারে। ফুল মানেই সুন্দর, ফুলের এক অদ্ভুত ক্ষমতা রয়েছে।। ফুল নিজের সুন্দর টাকে কাজে লাগিয়ে যেকোনো কারো আকর্ষণ কেড়ে নিতে পারে। যদি হাজারো গোলাপের মাঝে একটি সাদা রজনীগন্ধা ফুল রাখা হয় তাহলে গোলাপের চেয়ে রজনীগন্ধার দিকে মানুষের আকর্ষণ বেশি হয়। কারণ এতগুলো গোলাপের মধ্যে সাদা রজনীগন্ধা টাই জ্বলজ্বল করে এইজন্য মানুষের এর প্রতি আকর্ষণ বেশি থাকে। ঠিক এমনি হাজারো রঙের ভিড়ে অপরাজিতার নীল রং আমাদের মন কেড়ে নেয়। নীল রঙের ফুল সকালে বেশি পছন্দ।

IMG_20231007_123418.jpg

যেহেতু অপরিচিত ফুল সচরাচর দেখতে পাওয়া যায় না। আর সেজন্য আমরা যদি কোথাও অপরাজিতা ফুল দেখি!! তার ওপর আমাদের আকর্ষণ একটু বেশি থাকে। অপরাজিতা ফুল হাজারো ফুলের চেয়ে আলাদা। হাজারো ফুলের ভিড়ে অপরাজিতা ফুল হলো সেরা। অপরিচিত ফুল নিজের একটি আলাদা বৈশিষ্ট্যের জন্য শ্রেষ্ঠ। আমরা অনেকেই অপরাজিতা ফুল সম্পর্কে জানিনা। শহরে বসবাসকারী ছেলে মেয়েরা অধিকাংশ রাই অপরিচিত ফুল সম্পর্কে কম জানে।

IMG_20231007_123456.jpg

এটা আধুনিক যুগ হওয়াই আমরা আমাদের জীবনের প্রত্যেক মুহূর্তের স্মৃতি ধরে রাখতে চাই। আর এইজন্য কোন আকর্ষণীয় জিনিস দেখলে সেটা সঙ্গে সঙ্গে ফোনের ক্যামেরায় বন্দি করে রাখি। বাজারে অনেক ধরনের ফুল দেখতে পাওয়া যায়। এসব ফুলের নাম আমরা অনেকেই জানিনা। অদ্ভুত কোন অপরিচিত ফুল দেখলে সেটা সম্পর্কে আমাদের জানতে ইচ্ছা হয়।

IMG_20231007_123331.jpg

অপরাজিতা ফুল নিয়ে অনেক কবি অনেক কবিতা আবৃত্তি করেছেন।। আবার অনেক কবি ফুলের সৌন্দর্যের মুগ্ধ হয়ে অপরাজিতার প্রেমে পড়েছেন। অপরাজিতা নামটি সত্যিই খুব সুন্দর। সকল ফুলের চেয়ে আলাদা। তাই অপরাজিতা ফুলের অনেক জনপ্রিয়তা রয়েছে।

6TcUrCfGYJ5GcQX6WMQSCZWGpUyWTEE6Ku6sbGr9WGNBzMtnH7nFEXKcWLyTh4cS9yyByJjpmP4e7FNXcRMS8X1kXLftzCMS3ucbFmVpgG...vrGr6outJQdYHNmS4v9wUp9JbZ1E3h2WvMtQuv1kFRcjE1g17AxSGF6nL3TzrmRhvnpiaXcfpZjJUXK9m477gjBcgkwRQhSEFxh5P6tbghBf3HuXgcaf8JTEzi.png

বন্ধুরা আজকের অপরিচিতা ফুলের ফটোগ্রাফি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।।।।

6TcUrCfGYJ5GcQX6WMQSCZWGpUyWTEE6Ku6sbGr9WGNBzMtnH7nFEXKcWLyTh4cS9yyByJjpmP4e7FNXcRMS8X1kXLftzCMS3ucbFmVpgG...vrGr6outJQdYHNmS4v9wUp9JbZ1E3h2WvMtQuv1kFRcjE1g17AxSGF6nL3TzrmRhvnpiaXcfpZjJUXK9m477gjBcgkwRQhSEFxh5P6tbghBf3HuXgcaf8JTEzi.png

DeviceName
AndroidRedmi not 10
Camera48MP 8MP 2MP
LocationBangladesh 🇧🇩
Short by@sabus
H2
H3
H4
3 columns
2 columns
1 column
30 Comments