চেনা জানা ভালবাসার খুলনা শহর:

হ্যালো বন্ধুরা
IMG_20230915_002044_135.jpg

খুলনা, এই নামটার সাথে আছে আবেগের সম্পর্ক। ছোটবেলা থেকেই খুলনা এলেও স্হায়ী ভাবে আসা হয় এসএসসি পরীক্ষায় পাস করার পরে।২০০৬ সালে সেই যে এসেছি বাড়ি ছেড়ে এখনো আছি এই প্রানের শহরে।আজ আমি সেই শহর নিয়ে কিছু জানা অজানা বিষয় নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব।

IMG_20230915_002034_344.jpg

খুলনা বিভাগের প্রধান শহর ও এই খুলনা। এটি রূপসা ( ভৈরব) নদীর তীরে একটি শিল্প শহর হিসেবে পরিচিত।খুলনা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত। বগেরহাট, নড়াইল, সাতক্ষীরা অঞ্চলের লোক এই শহরে বেশি। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের একটি বড় অংশ খুলনায় অবস্থিত। খুলনা শহরের পাশে আর কোন বড় শহর না থাকায় আশেপাশের সব জেলার মানুষ এখানে যাওয়া আসা করে। এখানে অনেক অনেক জুট মিল ছিল এক সময়, বাংলাদেশের একমাত্র নিউজপ্রিন্ট মিল এবং হার্ডবোর্ড মিল ও রয়েছে এখানে, এখানে রয়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ম্যাচ ফ্যাক্টরি দাদা ম্যাচ ফ্যাক্টরি,যা পরবর্তীতে ঢাকা ম্যাচ ফ্যাক্টরি নামকরণ করা হয়।যদিও কিছুদিন আগে আগুনে পুড়ে আপাতত বন্ধ হয়ে রয়েছে এই ফ্যাক্টরি। অক্সিজেন কোম্পানি (বিওএল), শিপইয়ার্ড ( খুলনা শিপইয়ার্ড থেকে জাহাজ তৈরি করা হয়) ও রয়েছে এই শহরে। দেশের প্রথম তৈরি যুদ্ধ জাহাজও এই শিপইয়ার্ডে নির্মিত হয়। এছাড়া রয়েছে অনেক পার্ক, রিসোর্ট। প্রায় ২ মিলিয়ন মানুষের শান্তিপূর্ণ শহর সহ যা খুব দ্রুত আরও উন্নত হচ্ছে।

IMG_20230915_002030_288.jpg

খুলনা শহরের ভিতর চলাচলের জন্য রিকশা, ইজি বাইক( অটো) প্রধান মাধ্যম। বাসস্ট্যান্ড থেকে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মাত্র ১০ টাকায় চলে যাওয়া যায়। আর কম দূরত্বে গেলে খরচ হবে মাত্র ৫ টাকা।এই শহরে কোন যানজট না থাকায় চলাচলে কোন সময় নষ্ট হয় না।

খুলনা শহরে চিত্ত বিনোদনের জন্য রয়েছে বেশ কিছু পার্ক তন্মধ্যে শহীদ হাদিস পার্ক,জাতিসংঘ শিশু পার্ক অন্যতম। নতুন নতুন অনেক ফুড কোর্ট হয়েছে নগরীর সোনাডাঙ্গা- গল্লামারি রোডে।যেখানে সাশ্রয়ী মূল্যে খাওয়ার পাশাপাশি আড্ডা ও দেয়া যায়।

IMG_20230915_002038_736.jpg

এছাড়াও রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়,খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল কলেজ সহ নানান গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান।এছাড়া রয়েছে দেশের নামকরা স্কুল-কলেজ।

পরিশেষে বলতে চায়, খুলনা দিনে দিনে যেমন উন্নত হচ্ছে,তেমনি যানজটের রিস্ক ও বাড়ছে।আমার মনের ভয় এটাই যে, এই শহর অতি আধুনিকতার বেড়াজালে জড়িয়ে নিজের জৌলুস না হারিয়ে ফেলে।

আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।

ধন্যবাদ
Device Name:One Plus
Camera:48 Megapixel
Shot by:saha10
location:Bangladesh🇧🇩

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yctNbUfy3Svm873NHceMEBkiU7QugfFD3RdWkWB8D5Nn71Vnqc38zTwcdMtsxGBY9bLpzWCxcXrK7yhhF5vsc2ofGXjYS.png

H2
H3
H4
3 columns
2 columns
1 column
16 Comments