Better Life with Steem|| The Diary Game|22 December 2023||my life style

Picsart_23-12-23_17-46-11-827.jpg

Hello everyone

কেমন আছেন বন্ধুরা। আমি মোটামুটি আছি, ‌ তো চলে আসলাম , আমার একটি দিনের কার্যক্রম গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার সাথে এমনটি হয় কেন ,বলুন তো বন্ধুরা। কেন বলছি একথা তা জানতে চান, শুনতে চান। তাহলে থাকুন আমার সাথে। পুরো পোস্ট জুড়ে ‌

সকাল বেলা

প্রতিদিনের মতো ই সকালে ঘুম থেকে উঠে, ফ্রেশ হয়ে , নিজের প্রয়োজনীয় কিছু কাজ সেড়ে , সকালের নাস্তা টা ও সেড়ে নেই। তারপর ফুরফুরা মন নিয়ে বাসার যাবতীয় কাজ ছেড়ে নেই। কারণ হলো, আমার পাশের বাসায় এনগেজমেন্ট। তাই আমার বুয়া বলেছিল, আমাদের সবার নাকি ওদের বাসায় দুপুরে দাওয়াত, 🤪🤪🤪। আমি বাসার প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে বাইরে গিয়েছিলাম। তাই আমার সাথে দেখা হয়নি ভাবির।তো আমার কাজের মেয়ের কাছে বলে গিয়েছেলি।

IMG20231222101817.jpg

তাই স্বাভাবিকভাবে দুপুরের রান্না নেই, সেই সুবাদে আমি বাসার অন্যান্য কাজগুলো গুছিয়ে নিয়েছি। কারণ দুপুরের রান্না একটা বড় কাজ, যখন দুপুরের রান্না না থাকে সেই সময় অনেক কাজ করা যায়। তাই নয় কি বন্ধুরা।

কিন্তু দুঃখজনক কথা হল, পাশের ভাবি, এসে বলল, "ভাবি আজ আমার ননদের
এংগেজমেন্ট, "দোয়া করবেন, বিয়েতে আপনাদের সবাইকে দাওয়াত দিব 😭😭🤩😭😭।হায় হায় ‌একি বলল , আমি ভেবেছিলাম, আবার বলতে এসেছে যে ,আমরা সবাই মেনে দুপুরে ওদের বাসায় যাই।আর বলে কি বিয়েতে দাওয়াত করবে।

এই ছিল বুঝি মোর কপালে 😭।

এর মানে কি বলুন বন্ধুরা, আমি আশায় ছিলাম দুপুর ওদের বাসায় খাব। সেজন্য বাসায় রান্নাই করিনি। ফুরফুরা মন নিয়ে যাবতীয় কাজ ছেড়ে দিলাম। সাজুগুজু করে পাশের বাসায় যাব। একটু ভালো-মন্দ খাব। আশায় গুড়ে বালি 🤣।

দুপুর বেলা

IMG-20231222-WA0001.jpg

কি আর করা, ঢেকি স্বর্গ গেল ও বাড়া বানে। তাই জট পট ফ্রিজ থেকে মাছ নামিয়ে নিলাম, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে রান্না শুরু করে দিলাম ।মনের দুঃখে ডাইনিং এ বসেই খেলাম না। কারণ আমার ডাইনিং আর পাশের বাসার ডাইনিং পাশাপাশি ,মুখরোচক খাবারের গন্ধে মনটাই খারাপ হয়ে গেল ‌।
তাই বেড রুমে নিয়ে খাবার খেয়ে নিলাম । ভেবেছিলাম একটু ছাদে যাব, কিন্তু দেখলাম মেঘলা মেঘলা আকাশ। তাই আর ছাদে না যেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি প্রায় সন্ধ্যা।

সন্ধ্যা বেলা

IMG20231222191205.jpg

IMG-20231222-WA0035.jpg

সন্ধ্যায় তেলের পিঠে আর ফল দিয়ে নাস্তা ছেড়ে নিয়েছিলাম। নাস্তার পর একটু মোবাইল নিয়ে বসলাম কিছু কমেন্ট করব বলে, তখন পাশের বাসার ভাবি মিষ্টি আর ফল নিয়ে এসেছি আর বিয়ের দাওয়াত দিয়েগেল। ১২ জানুয়ারি বিয়ে। জানিনা সেদিন আবার কি হয়। দোয়া করবেন এর পূর্ণাবৃত্তি যেন না ঘটে,🫣🫣🫣🫣🫣।

রাতের বেলা

ওদের জন্য রাতের খাবার গুছিয়ে নিলাম। এবং আমি পাশের বাসা থেকে দেওয়া মিষ্টি আর রুটি দিয়ে রাতের খাবার সেরে নিলাম। একটু মোবাইল ঘাটাঘাটি করে দেশের পরিস্থিতি দেখলাম। ওষুধ খেয়ে এগারোটার দিকে শুয়ে পড়বো।

IMG20231222210512.jpg

এই ছিল আমার আজকের সারাদিনের কার্যক্রম।
অন্তর জ্বালা বুঝানোর মত কেউ নেই। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সদা হাস্য উজ্জ্বল মানুষটির মনে যে কত কষ্ট, তা কি কেউ আর বুঝে গো বন্ধুরা।

বন্ধু বলতেএই প্ল্যাটফর্ম, এ প্লাটফর্মের সকল সদস্য ‌। তাই মনের সব কথা খুলে বলতে স্বাচ্ছন্দ বোধ করি ‌। আবারো আসব নতুন কিছু নিয়ে একটু নতুনভাবে।

এই যে বন্ধুরা, মনের যত নিচ্ছেন তো ঠিকঠাক ভাবে,
নিজেকে নিয়ে একটু ভাবুন, সময় দিন ,তথা মনের যত্ন নিন। এত প্যারা নিয়ে কি হবে বলুন তো। সমস্যা আছে সেই তো সমাধানের জন্য। আছে না একজন সব ঠিক করে দেওয়ার জন্য ।বিশ্বাস রাখুন, ভালো থাকুন সুস্থ থাকুন।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
36 Comments