Hello everyone
আমি উম্মে জেরিন সাইয়্যেরা user name@ siarazerin আজ একটি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে যাচ্ছি,এই প্রতিযোগিতার বিষয় বস্তু টি অতি চমৎকার।কোন ধরনের জীবনযাপন আমার পছন্দের। আমি নিঃদ্বিধায় বলব গ্রামীন জীবন আমার
ভালো লাগে।তো গ্রামীন জীবন কেন আমার ভালো লাগার জায়গায় রয়েছে তা আমি নিন্মের প্রশ্ন
গুলোর উত্তর দানের মাধ্যমে বুঝানোর চেষ্টা করছি।
(ট্রেনটি তখন আস্তে আস্তে যাচ্ছিল)
(ট্রেন টি তখন খুব দ্রুত যাচ্ছিল)
Which lifestyle do you prefer, A Metropolis or A Village? And Why?
আমি কেন শহরের জীবনযাবন কে বেছে না নিয়ে
গ্রামীন জীবন যাপন কে বেছে নিয়েছি তা আমি আমার নিজের মত করে উপস্থাপন করার চেষ্টা করছি।
আমার বাবা B C I তে চাকরি করেন।তার পোস্টিং গুলো বিভাগীয় পর্যায়ে হয় আবার উপজেলা পর্যায়ে ও হয়।
আমি যেখানে ছোট থেকে বড় হয়েছি তা উপজেলা পর্যায়ে। আশুগঞ্জ ফার্টিলাইজার যেহেতু সার তৈরি করা হয় ,আর এই সার তৈরির মূল উপাদান প্রাকৃতিক গ্যাস ও পানি ।তাছাড়া সব গুলো প্রতিস্ঠান ই বড় বড় নদীর তীরে ঘেষেই তৈরি করা হয়েছে।
তাই স্বাভাবিক ভাবেই নদীর টাটকা মাছ,সতেজ শাকসবজি, খুব সহজেই পাওয়া যায়।আর আবহাওয়া টা ও অতি চমৎকার।
(আশুগঞ্জ ফার্টিলাইজার বাজার)
মূলত এসব কারনেই গ্রামীন জীবন আমার ভালো লাগে। স্বাভাবিক ভাবে পাওয়া জীবনের সাথে আমরা স্বভাবতই ভাবেই অবস্থ হয়ে যাই।
Share some good side and challenging sides of your choice.
যে সব কারনে গ্রামীন জীবন আমার পছন্দ তার অনেক গুলো কারন ই আছে তার মধ্যে যে বিষয় টি
কে আমি প্রথমের দিকে রাখতে চাই তা হলো পরিবেশ। কোলাহল মুক্ত পরিবেশ আমাকে আকৃষ্ট করে সব সময়। আমি কয়েকদিন আগে কুমিল্লা গিয়েছিলাম ট্রেনে করে ঐ ট্রেনে বসেও আমি অপরূপ সৌন্দর্যের লীলাভূমি নামে খ্যাত,গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের দৃশ্য ক্যামেরা বন্দি করে রেখেছি।আজ ঐ ছবি গুলো ই দিব। খুব ভালো লাগছে এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে আমার মোবাইলে তোলা ছবি গুলো আমাদের সাথে শেয়ার করার সুযোগ পেয়ে।
এখন এই গ্রামীন জীবনের
কিছু প্রতিবন্ধকতা ও রয়েছে তা হলো উন্নত চিকিৎসা, শিক্ষা, অবকাঠামো গত সমস্যা ও কিছু রয়েছে। আমরা সবাই শহর কেন্দ্রিক হয়ে গেছি,এই সমস্ত অসুবিধা গুলোর জন্য। উন্নত জীবনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারলে, মানুষ হুমকি খেয়ে শহর মুখি হতো না। আমার তো মোটেও ইচ্ছে নেই শহরমুখী হ ওয়ার, কিন্তু আমার চাহিদা পূরণ করতে না পারলে তো অনেক টা বাধ্য হয়েই শহর মুখি হতে হবে।এই বিষয়ে সচেতন হওয়ার এখনই সময়।
Do you think lifestyle and environment often influence thought processes? Describe.
হ্যা, আমি মনে করি জীবন ধারা ও পিরিবেশ প্রায় ই চিন্তা প্রক্রিয়াকে অনেক অংশে প্রভাবিত করে।যেমন আমার যখন কোন কারনে মন খারাপ বা কোন কিছুই মনে বসাতে পারি না তখন যদি আমি নদীর তীরে বসে এক মোঠো বাদাম খেতে খেতে নদীর মুক্ত হাওয়া এসে আমার গায়ে লাগে তখন সাথে সাথে আমি নীল দিগন্তে হারিয়ে যাই। যেখানে থাকে না চিন্তা নামক কোন শব্দ।
আর সকালে পাখির কিচিরমিচির শব্দে মন এমনিতেই অনেক টা ভালো হয়ে যায়।
(মেঘনা নদী)
তাই আমি বলতে চাই অবশ্যই জীবন ধারা ও পরিবেশ চিন্তা প্রক্রিয়াকে প্রভাবিত করে।
পরিশেষে আমি বলতে চাই, গ্রামীন জীবন ই আরামের যদি ঐ প্রতিবন্ধকতা গুলো কাটিয়ে নেওয়া যায়।
শহর জীবনে বিনোদনের জন্য যেখানেই যাই অর্থের প্রয়োজন।ফ্রি কোন কিছু পাওয়া সুযোগ খুব কম।
এখন তো নিরাপত্তার ও অনেক অভাব।
মোটকথা হলো উন্নয়নে ছোঁয়া গ্রাম ও শহর দুই দিকেই
সমান তালে লাগতে হবে।তাহলে শহর মুখি হওয়ার প্রবনতা অনেক টাই কমবে বলে আমার বিশ্বাস। জীবন কে প্রকৃতির খুব কাছে থেকে উপভোগ করতে শিখতে হবে।
আজ আর নয় এখানে ই লিখার সমাপ্তী টানছি। সবাই ভালো থাকবেন। প্রকৃতির সংশ্পশে থাকার চেষ্টা করবেন।
এই প্রতিযোগিতায় আমি আমার তিন জন বন্ধু কে নিমন্ত্রণ জানাচ্ছি @mdimran @mdrasel
@farhanahossin.
I am not very good at English. Besides, I am Bengali. My mother's language is Bengali. So I feel comfortable writing in this language. Today I am sharing with you why I love rural life. I'm trying to present it my way. I don't know
This article of mine will be able to make a mark in your mind.
Bye,
@siarazerin
bangladesh.