Steem engagement challenge S12/W5 | I want to change my three habits.

Hello everyone

আমি আজ‌ আমার অভিমত ব্যক্ত করার সুযোগ পাচ্ছি,এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাই স্বাভাবিক ভাবেই একটু বেশি ভালো লাগছে।তো
আপনার সবাই ভালো আছেন, আমি ও এই আশায় রাখি সব সময় ,আপনার যে যেভাবে ই আসছেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন।

এখন মূল পর্বে প্রবেশ করি। আমি আমার কোন তিন টা অভ্যাস পরিবর্তন করতে চাই।তা এই‌প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, নির্ধারিত প্রশ্নোত্তর‌গুলো দিয়ে নিজের মতো ব্যক্ত করার চেষ্টা করছি।

কিছু অভ্যাস আছে ভালো আবার কিছু অভ্যাস আছে
খারাপ। আমার মধ্যে কিছু অভ্যাস আছে যা আমাকে
অন্যদের‌‌ থেকে আলাদা করতে সাহায্য করে।এর মধ্যে কিছু আছে ভালো অভ্যাস তা আমি পরিবর্তন করতে চাই না, বরং এর চর্চা বহুগুণে বাড়িয়ে দিতে চাই।

কিন্তূ কিছু অভ্যাস আছে তা আমাকে অন্যদের থেকে
পিছিয়ে রাখছে,অন্যদের কাছ‌ থেকে প্রতারিত হচ্ছি
প্রতিনিয়ত।সেই সকল অভ্যাস গুলো কে পরিবর্তন করতে চাই। নিচে বিস্তারিত ভাবে আলোচনা করার
চেষ্টা করছি।

If you get the opportunity to change your three habits, what are they? and why?

আমার যদি‌ সুযোগ আসে কখনো কিছু অভ্যাস পরিবর্তন করার তা হলে যে অভ্যাসটি আমি সবার আগে পরিবর্তন করব তা হলো:-

pexels-alina-vilchenko-7391641.jpgpexels

১ সরলতা:-

আমি খুব সহজেই অন্য কে বিশ্বাস করে ফেলি,কোন কিছুই নেতিবাচক ভাবে ভাবতে পারিনা।কেউ আমাকে ঠকাতে পারে বা কার কাছ থেকে আমি প্রতারিত হতে পারি তা ভাবতেও পারিনা।এর জন্য নিজেকেও অনেক সময় বোকা মনে হয়। মাঝে মাঝে একাই বলি এতো বোকা আমি। মাঝে মাঝে খুব লজ্জায় ও পড়তে হয় আমাকে, যা আমার খুব খারাপ লাগে।

pexels-andrey-grushnikov-707676.jpgpexels

২ সময় সচেতন হওয়া:-

আমি একেবারে সময় সচেতন না।সব কাজ জমিয়ে রেখে দেই,পরে নাকেমুখে দিয়েও শেষ করতে পারিনা।

pexels-cottonbro-studio-3943745.jpgpexels

৩ মিতব্যয়ি হওয়া :-

আমার কাছে হিসেবে বলতে কোন শব্দ নেই।যখন যা হাতে আসে তখন তা খরচ করে ফেলি। সঞ্চয়ি ভাবটা মোটেও নেই।
তাই যদি কখনো সুযোগ আসে তাহলে এই তিন টা অভ্যাস পরিবর্তন করার চেষ্টা করব।

How those changing habits can influence your lifestyle and improve your relationships in the personal and professional field? Describe.

যেভাবে এই গুলো আমার জীবন ধারাকে উন্নত করতে সাহায্য করবে তা এখন ব্যাখ্যা‌ করছি

প্রথমত যে বিষয়টা পরিবর্তন করলে আমার জীবন ধারাকে উন্নত করতে সাহায্য করবে তা হলো সরলতা।
আমার সরলতা সুযোগ অনেকেই নেয়।আমাকে বোকা বানিয়ে তারা তাদের কাজ হাসিল করে চলে যায়,যা আমি স্বপ্নেও ভাবতে পারিনা।

দ্বিতীয়ত যে বিষয়টি পরিবর্তন করলে আমার জীবন ধারাকে উন্নত করতে সাহায্য করবে তা হলো সময়ে সঠিক ব্যবহার করা। সময়ের সঠিক ব্যবহার আমাকে
আর সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে

তৃতীয়ত যে বিষয়টি পরিবর্তন করলে আমার খুবই উপকার হবে বলে আমার বিশ্বাস তাহলো পরিমিত ব্যয়। যেখানে যতটুকু লাগবে‌ সেখানে ততটুকুই ব্যয়
করা ,যা আমার মধ্যে মোটেও নেই।

Do you believe before indicating other mistakes;we should work on our drawbacks? Justify your point.

হ্যাঁ, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে, অন্যের ভুল ধরার আগে আমার নিজের মধ্যে যে ক্রূটিগুলো আছে
তা আগে সংশোধন করা উচিত।

সব গুলো প্রশ্নের উত্তর আমি আমার মতো করে দেওয়া চেষ্টা করছি। জানিনা কতটুকু প্রাসঙ্গিক
হয়েছে। ভুলত্রুটি হলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন।
আমি ৩ জন বন্ধুতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা তাদের মতামত উপস্থাপন করবে এই আশাবাদ ব্যক্ত করছি। আমি যাদের কে নিমন্ত্রণ যানাচ্ছি তাহলো
@sakib012
@baizid123
@jakaria121

আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বপরি মনের যত্ন নিবেন।

Thank You So Much For Reading My Blog

goodbye

Posted using SteemPro Mobile

H2
H3
H4
3 columns
2 columns
1 column
35 Comments