ব্যর্থতা মানে ভেঙ্গে পড়া না বরং সফলতার কাছে যাওয়া

" হ্যালো স্টিমিট বন্ধুরা "

আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ব্যর্থতা নিয়ে।ব্যর্থতা আমাদের জীবনে থাকবেই কারণ মানুষ ব্যর্থতা ছাড়া সফলতার মুখ দেখতে পাই না।এমন বলা যায় যে সফলতার চাবিকাঠি হলো ব্যর্থতা।আমরা ব্যর্থতা দেখতে চাই না কিন্তু আমরা এটা কেউ চিন্তা করি না যে ধৈর্য ধরলে সবকিছুই সুন্দর হয়।আর ব্যর্থতাও সৃষ্টিকর্তার দেওয়া আর রহমত ও সৃষ্টিকর্তার দেওয়া তাই দুইটার প্রয়োজন আমাদের জীবনে আছে।ব্যর্থতা সকল ধাপ পার করতে পারলে তুমি সফল।

pexels-nathan-cowley-897817.jpg

Source

আজকে অনেক দিন হলো আপনাদের খোঁজ খবর নেওয়া হয় না তাই আজকে চিন্তা করলাম আপনারা সবাই কেমন আছেন তা জানবো আর আমি কেমন আছি তাও বলবো।তো স্টিমিট বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমাকে একটু জানাবেন..? আমি সৃষ্টিকর্তার দয়ায় ভালো আছি এবং সুস্থ আছি।

একটা কথা আছে না যে একবার না পারিলে দেখো শতবার।ব্যর্থতা মেনে নিতে হয় কারণ আমাদের জীবনে ব্যর্থতা অস্বাভাবিক কিছুই না। কিন্তু আমরা এই ব্যর্থতা দেখে ভেঙে পড়লে সামনের দিকে যেতে পারবো না। আমরা সবাই কম বেশি জানি যে ব্যর্থতার থাকা মানে ওঠানোর জন্য অনেক সময় লাগে কিন্তু সময় লাগলেও সফলতার জন্য ব্যর্থতা কে পিছনে ফেলে রুখে দাঁড়াতে হবে।ব্যর্থতা দিয়ে আমাদের কে সৃষ্টিকর্তা পরীক্ষা করেন যে আমরা তার প্রতি কতটা বিশ্বাস রাখতে পারি এবং তার কাছে সফলতার জন্য হাত জোড় করে বলি নাকি। কিন্তু আমরা ব্যর্থতা হলে সৃষ্টিকর্তা কে ভুলে যাই আর তার প্রতি থাকা বিশ্বাস হারিয়ে ফেলি যেটা সত্যি অনেক কষ্টে।

pexels-andrea-piacquadio-3752834.jpg

Source

আমরা রাস্তায় চলাচল করার সময় অনেক বার হোঁচট খেয়ে পড়ে যাই কিন্তু তার জন্য কি আমরা হাঁটা বন্ধ করে দি আর আমরা কি পা ভেঙ্গে ফেলি যে তোর জন্য পড়ে গেলাম তোকে আর লাগবে না। তেমনি আমাদের ব্যর্থতা হাজার বার আসলেও মনে বল রেখে এবং নিজের চিন্তা শক্তি দিয়ে সফলতার মুখ দেখতে হবে। মানুষ জাতি পারে না এমন কোন ও কাজ নেই কিন্তু কোন ও কিছু পেতে হলে একটু কষ্ট আর অনেক কিছুর সম্মুখীন হতে হবে।

pexels-nicola-barts-7927248.jpg

Source

আমরা পড়ালেখা করার সময় পরীক্ষায় একটু ব্যর্থতা হলে আত্মহত্যার পথ বেছে নেয়।আর আমাদের সমাজে ব্যর্থতা মানুষ এর বেঁচে থাকার কোন ও অধিকার নেই বলে বোঝা যায়। সমাজের মানুষ একটা ব্যর্থতা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে না বরং তাকে আরও খারাপ খারাপ কথা বলে পৃথিবী থেকে চলে যেতে বাধ্য করে।তাই এমন সমাজ আমাদের জীবনে অনেক ক্ষতি বয়ে আনে।আমরা ব্যর্থতা হলে একটা কাজ বার বার করবো তাও হাল ছেড়ে দিবো না।তো আমরা ব্যর্থতা থেকে এটাই জানলাম যে সফলতার আগ পর্যন্ত চেষ্টা করে যেতে হবে।

pexels-tima-miroshnichenko-5685810.jpg

Source

আজকে এই পর্যন্তই আশা করি সবার এই পোস্ট টি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন..!

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yETHCTikUCy5YYohz21rRV7NuVyjzRexT1SUWULz5e326GG8pTmqYdZN6UyxVQQi3RDaFHSrXsS18eThsEqBTAKxNxmDx.jpeg

H2
H3
H4
3 columns
2 columns
1 column
14 Comments