আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার আজকের দিনের কার্যক্রম গুলো আর আমার আজকের ভালো লাগার কিছু মুহূর্ত।
সকাল বেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হলাম কলেজে যাওয়ার জন্য ।আর আজকে কলেজে যাওয়ার কারণ হলো আমাদের মার্কসিট জমা দেওয়ার সময় ছিলো আজকে।আমি কলেজে যাওয়ার জন্য রহনা হওয়ার সময় আমাকে আমার মা ডাক দেয় আর বলে কিছু খেয়ে যা তার পরে আমি বলি আমার এখন খেতে ইচ্ছা করে না কিন্তু মা বলে না খেয়ে বের হবি না তাই আমি কিছু খাবার দেওয়ার কথা বলি আর মা আমাকে পিঠা আর মুরগি মাংস দেয় তার পরে আমি ৩ টা পিঠা খেয়ে বাসা থেকে বের হয়ে পরি ।
আমি কলেজে পৌছে গিয়েছিলাম ১০ মিনিট এর ভিতরে সেখানে গিয়ে আমরা বন্ধুরা সবাই এক হলাম আর একটা বন্ধ রুমে বসে সবাই একটু মজা করি।আর আমাদের মার্কসিট জমা নেওয়া সময় এখন ও হয়নি বলে স্যার তাই গল্প অনেক সময় করলাম আর ভালো লাগে না তাই সবাই যাই আলম মামার দোকানে সেখানে গিয়ে হলকা কিছু খেয়ে আবার কলেজে এসে পরি এসে মার্কসিট জমা দিয়ে বাসায় চলে আসি।
বাসায় এসে গোসল করে একটু বিশ্রাম নিয়ে খাবার খেলাম তার পরে আমাকে বলে এটিএম বুথ থেকে কিছু টাকা তুলে আন আর ২ জোরা জুতা সেলাই করে নিয়ে আয় আর তাই আমি বাসা থেকে বের হয়ে এটিএম বুথ এর সামনে চলে যাই সেখানে গিয়ে আমি একটা ফটো তুলি আর তার পরে ভিতরে ঢুকে ৫০০০ টাকা তুলেনি।
টাকা তোলা হয়ে গেলে আমি যাই জুতা সেলাই করার জন্য সেখানে গিয়ে আমি ২ জোরা জুতা দেখিয়ে বলি কাকা এই দুই টা সেলাই করতে কত টাকা নিবেন সে বলে ১০০ টাকা তার পরে আমি তাকে সেলাই করতে বলি আর আমাকে সে বলে ৩০ মিনিট এর মতো সময় লাগবে তুমি বসো তার পরে আমি এক জায়গায় বসি আর সত্যি ৩০ মিনিট পরে জুতা দেয় আর আমি টাকা দিয়ে দি তাকে।এর পরে আমি বাসায় চলে আসি আর আমার দিনটা এই ভাবে কেটে যায় আমার মতো আমার দিন সৃষ্টিকর্তা দয়ায় অনেক ভালো কাটে আপনাদের টা কমেন্ট করে জানাবেন।