Better Life with Steem|| The Diary Game||15 December 2023||

" হ্যালো স্টিমিট বন্ধুরা "
Picsart_23-12-17_01-00-28-086.jpg

Editing by PicsArt

আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, আমার কাটানো গতকালকের সকল কার্যক্রম গুলো।

🌺 সকাল বেলা 🌺

আপনারা আমার আগের দিনের পোস্টটি পড়লে জানতে পারবেন যে আমি নানাবাড়ি বসে পিকনিক খেয়েছিলাম। পিকনিক থেকে বাসায় গিয়ে ঘুমাতে আমার রাত ৩:৩০ টার মত বেজে গেছিল। আর তাই আমার গতকাল সকাল বেলা উঠতে অনেক দেরি হয়ে গেছিল। আমি ঘুম থেকে উঠেছিলাম ১২ টার দিকে। আর তারপরে ফ্রেশ হয়ে আমি নানা বাড়ির সকলের কাছে বলে বাসায় চলে আসি। আমাকে অনেকবার কিছু খাবার খেতে বলেছিল কিন্তু আমি খাইনি কারণ ঘুম থেকে উঠে খাবার খেতে ভালো লাগে না।

বাসায় আসার পরে আমি গোসল করতে চলে গেলাম কারণ গতকালকে ছিল শুক্রবার দিন জুম্মার নামাজ আদায় করতে যেতে হবে। গোসল শেষ করে আমি পাঞ্জাবি পায়জামা পড়ে নামাজ পড়তে চলে গেলাম। ৩০ মিনিটের ভিতরে নামাজ শেষ হয়ে যায় আমি বাসায় চলে আসি।

💞 দুপুর বেলা+বিকাল বেলা 💞
IMG_20231215_143149-01.jpeg

বাসায় এসে আমি দুপুরের খাবার খেতে বসে গেলাম কারণ সকাল বেলা কিছুই খাওয়া হয়নি আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। খাবার খেয়ে আমি একটু বিশ্রাম নিলাম।আর আমি কোন ও কিছু মানি আর না মানি খাবার খাওয়ার পরে একটু বিশ্রাম নেওয়া উচিত এটা মানি আর আমি সব সময় এটা করে থাকি।

বিশ্রাম নেওয়ার সময় আমাকে আমার মা বলে বেতাগী যেতে হবে।আমি বললাম কেন ও বলে তোর খালা যেতে বলছে।আমি তার পরে খালাকে ফোন দিলাম তার সাথে কথা বলে জানতে পারলাম যে সে আবার ও আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। আমি তার পরে বেতাগী যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম।

বেতাগী যেতে আমার সময় লেগেছিল ৪৫ মিনিট। আজকে একটু বেশি সময় লেগেছিল কারণ গাড়ি টা অনেক কম দূরত্ব যাচ্ছিল। বেতাগী পৌঁছে আমি ডাক্তারের চেম্বারে গিয়ে দেখি ডাক্তার আজকে বসে নায় চেম্বারে। আমি অন্য একটি চেম্বার এ গিয়ে খোঁজ নিয়ে জানতে পারলাম যে আমার খালা যাকে দেখাবে সে আজকে আসবে না। ডাক্তারের নাম ছিল রবীন্দ্রনাথ সরকার।

IMG_20231215_154543-01.jpeg

আমি খালাকে ফোন দিয়ে বলে দিলাম যে ডাক্তার আজকে চেম্বারে আসেনি। তারপরে আমি আবার বাসায় আসার জন্য রওনা হলাম। আসার সময় আমি একটা সুন্দর দৃশ্য দেখতে পাই। বেতাগী সরকারি মডেল মসজিদ আমার চোখে পড়ে। আমি তাড়াতাড়ি করে একটি ছবি তুলে নিলাম। এরপরে আমি একটি গাড়িতে করে সোজা সুবিদখালী আমার বাসার সামনে চলে আসে।

IMG_20231215_164817-01.jpeg

বাসার সামনে এসে মায়ের সাথে দেখা করে আমি আবার বাহিরে চলে গেলাম। আমার বন্ধুকে ফোন দিয়ে জানতে পারলাম যে সে ধান ক্ষেতের জমিতে ঘোরাঘুরি করতে গেছে। আমিও তার পরে ওর কাছে চলে গেলাম। গিয়ে আমি অসাধারণ একটি দৃশ্য দেখতে পেলাম আপনাদের সাথে শেয়ার করব বলে আমি একটি ছবি তুলে নিলাম।

IMG_20231215_173312-01.jpeg
IMG_20231215_173330-01.jpeg
সেখান থেকে রাস্তায় আসার পরে আমি একটি ফুলের দেখা পেলাম যেটি বাসার সামনে ছিল। ফুল টার জন্য বাসার সৌন্দর্য অনেকটা বেড়ে গেছিল। বাসার সামনে ফুল গাছ লাগানো অনেক ভালো আমার মতে।আর আপনাদের টা আমাকে কমেন্ট করে জানাবেন..?।
👑 সন্ধ্যা +রাত 👑
IMG_20231215_204152-01.jpeg
IMG_20231215_204244-01.jpeg

সন্ধ্যা হয়ে গেলে আমি বাসার দিকে আসা শুরু করি। বাসার সামনের একটি মুদি দোকান থেকে আমি ২ কেজি আলু আর এক কেজি পেঁয়াজ কিনে নিয়েছিলাম। নিয়ে আমি বাসার ভিতরে চলে আসি।

বাসায় আসার পরে কিছুক্ষণ আমি ফোন দেখি আর তারপরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি কারণ আগের দিন রাতে এমনি ঘুমাতে পারিনি।

" তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন "
H2
H3
H4
3 columns
2 columns
1 column
27 Comments