"INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT"

IMG_20231014_012112.png
"Edited by canva"

Hello,

Everyone,

কেমন আছেন আপনারা সকলে?
আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের প্রত্যেকের দিনটি অনেক বেশি ভালো কেটেছে।

আপনারা সকলেই জানেন এই সপ্তাহে টিউটোরিয়াল ক্লাস বুধবার দিন করা সম্ভব হয়নি, কারণ আমাদের অ্যাডমিন ম্যাম কমিউনিটির বিশেষ কিছু কাজে অনেক ব্যস্ত ছিলেন। সেই কারণে আজকে টিউটোরিয়াল ক্লাস হয়েছে এবং কিছুক্ষণ আগেই সেই ক্লাস শেষ করলাম।

IMG-20220907-WA0007.jpg

তবে আজকের টিউটোরিয়াল ক্লাসে গত সপ্তাহের তুলনায় কম সংখ্যক ইউজার উপস্থিত ছিলেন। সবথেকে বড় কথা যেই সময় থেকে টিউটোরিয়াল ক্লাস শুরু হওয়ার কথা, সেই সময় খুবই কম সংখ্যক ইউজার উপস্থিত ছিলেন।

এরপর ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ বাদে এক এক করে সকলে জয়েন করেছেন। আবার অনেকেই ছিলেন,যারা ক্লাস শেষ করার পূর্বেই ক্লাস থেকে বের হয়েছেন।

আপনাদের সকলের উদ্দেশ্যেই জানিয়ে রাখি, অ্যাডমিন ম্যামের নির্দেশ অনুযায়ী, এরপর থেকে টিউটোরিয়াল ক্লাসের মাঝখান থেকে এইভাবে বেরিয়ে যাওয়া আমাদের কমিউনিটির নিয়ম বহির্ভূত।

IMG-20220907-WA0007.jpg

কারণ যখন আপনি কোনো ক্লাসে জয়েন করেন, তখন সেই ক্লাসটি শেষ হওয়া পর্যন্ত আপনার অপেক্ষা করা উচিত। কারণ টিউটোরিয়াল ক্লাসে যা কিছু আলোচনা হয় তা প্রত্যেকটি ইউজারের জানা উচিত।

তাছাড়া আপনারা সকলেই জানেন, অ্যাডমিন ম্যামের নির্দেশ অনুসারে সপ্তাহের একটি টিউটোরিয়াল ক্লাস এবং একটি হ্যাংআউটে, এই কমিউনিটির একটিভ ইউজার হিসেবে আপনার উপস্থিতি অবশ্যই কাম্য।

ব্যক্তিগত জীবনের সুবিধা ও অসুবিধা প্রত্যেকেরই থাকতে পারে। তবে সেটি সম্পর্কে অবশ্যই আপনাদের জানিয়ে যাওয়া উচিত। যাতে বিষয়টি সম্পর্কে আমরাও অবগত থাকতে পারি।

IMG-20220907-WA0007.jpg

যাইহোক গতকাল আমি আপনাদের সাথে আমার সাপ্তাহিক মডারেটরের রিপোর্টটি শেয়ার করেছিলাম। আশা করছি রিপোর্টটিতে সকলের উদ্দেশ্যে যে বিশেষ বিষয়টিকে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি, সেটা সকলে বুঝতে পেরেছেন।

আর আগামী দিনে অবশ্যই সেটা সকলে মেনে চলবেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের কমিউনিটির ইউজারদের সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট।

আশা করছি গত সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্টটিও আপনারা সকলেই মন দিয়ে পড়েছিলেন এবং আপনারা এটা জানেন যে, কমিউনিটির সদস্য হিসেবে বেশ কিছু নিয়ম আপনাকে অবশ্যই মানতে হবে। শুধুমাত্র তখনই আমরা আপনাদেরকে এই এনগেজমেন্ট রিপোর্ট এর অন্তর্ভুক্ত করতে পারবো।

IMG-20220907-WA0007.jpg

চলুন এই সপ্তাহে আমি সবার প্রথমে আপনাদের সাথে শেয়ার করি এই কমিউনিটিতে কর্মরত সকল মডারেটর এনগেজমেন্ট ডিটেলস, -

Moderator's engagement details

UsernameNo.of Postcomments
@rubina2038177
@sampabiswas751
@piya3685
@noelisdc5112
@crismenia491

IMG-20220907-WA0007.jpg

মডারেটরদের এনগেজমেন্ট ডিটেলস পরে আমি আপনাদের সাথে শেয়ার করব কমিউনিটির সদস্যদের এনগেজমেন্ট এর ডিটেলস। বেশ কিছু ইউজারের এই সপ্তাহে ব্যক্তিগত সমস্যা ছিল,তাই তাদের এনগেজমেন্ট কিছুটা কম ছিলো। তারা অবশ্য বিষয়টি ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছিলেন।

চলুন বাকি ইউজারদের এনগেজমেন্ট ডিটেলস এবার আপনাদের সাথে শেয়ার করি, -

IMG-20220907-WA0007.jpg

এই ছিল এই সপ্তাহের কমিউনিটির ইউজারদের এনগেজমেন্টের ডিটেলস। যে সকল ইউজাররা আজকে টিউটোরিয়াল ক্লাসের উপস্থিত ছিলেন, তারা প্রত্যেকে নিশ্চয়ই অ্যাডমিন ম্যামের কাছ থেকে এটা জেনে নিয়েছেন যে, কিভাবে আপনারা আপনার কাজকে আরও উন্নত করতে পারবেন।

নিজের পোস্ট লেখার পরে, কোন কোন দিকে আপনাদের নজর দেওয়া উচিত, যাতে করে আপনার পোস্টটি একটি ভালো পোস্ট হিসেবে গণ্য হবে, সেই বিষয়গুলোও ম্যাম খুবই সুন্দর ভাবে বুঝিয়ে বলেছেন। আশা করছি সকলেই এই জিনিসগুলো নিজেদের পোস্টের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন।

IMG-20220907-WA0007.jpg

এই সপ্তাহের রিপোর্ট আমি এখানেই শেষ করছি। আজকের এনগেজমেন্ট রিপোর্ট সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলের ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

শুভ রাত্রি।

IMG-20220907-WA0008.jpg

H2
H3
H4
3 columns
2 columns
1 column
8 Comments