My Weekly Report (Senior Moderator)|| 14th September -2023

-:" Edited by canva ":-

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের প্রত্যেকের আজকের দিনটি অনেক ভালো কেটেছে।

আজ বৃহস্পতিবার, প্রতি সপ্তাহের এই দিনে আমি আপনাদের সাথে‌ আমি কমিউনিটিতে আমার সপ্তাহিক কার্যক্রমের বিবরণ হিসেবে আমার সাপ্তাহিক মডারেটর রিপোর্ট শেয়ার করে থাকি। যার মধ্যে সপ্তাহে কমিউনিটিতে করা আমার বিভিন্ন কার্যাবলী বিবরণ উল্লেখ করি। চলুন তাহলে এই সপ্তাহের রিপোর্ট শুরু করি,-

-: এনগেজমেন্ট চ্যালেঞ্জ সিজন-১২,দ্বিতীয় সপ্তাহ :-

আপনারা প্রত্যেকেই জানেন এটি আমাদের কমিউনিটিতে এনগেজমেন্ট চ্যালেঞ্জ টুয়েলভ এর দ্বিতীয় সপ্তাহ চলছে। আর এই সপ্তাহের বিষয়বস্তু সম্পর্কে ইতিমধ্যে আপনারা সকলে অ্যাডমিন ম্যামের‌ শেয়ার করা পোস্টের মাধ্যমে জানতে পেরেছেন।

আপনাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন। যদিও এখনো পর্যন্ত আমি অংশগ্রহণ করিনি, তবে অবশ্যই আমিও আমার মতামত কনটেস্টে অংশগ্রহণের মাধ্যমে শেয়ার করবো।

যাইহোক প্রতি সপ্তাহের মত এই সপ্তাহেও অনেকেই নিজেদের মতামত জানিয়ে কনটেস্টে অংশগ্রহণ করেছেন। যাদের পোস্ট পড়তে সত্যিই খুব ভালো লাগছে। অনেকেই গ্রাম্য পরিবেশ পছন্দ করেছেন, আবার অনেকেই শহুরে জীবন যাপন। তবে প্রত্যেকেরই আলাদা আলাদা মতামত রয়েছে, যেগুলো পড়তে বেশ ভালো লেগেছে।

আরো ভালো লাগবে যখন আমি নিজের মতামত আপনাদের সকলের সাথে শেয়ার করতে পারবো। সবাইকে অনুরোধ করবো, একে অন্যের পোস্ট পড়ে অবশ্যই নিজের মতামত কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন।

-:‌ সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস :-

প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও গতকাল আমাদের টিউটোরিয়াল ক্লাস ছিল। যেখানে অ্যাডমিন ম্যাম বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। আসলে আমাদের এই কমিউনিটিতে এনগেজমেন্ট চ্যালেঞ্জ চলাকো আমরা আমাদের রেগুলার ইউজারদের পোস্ট যথেষ্ট গুরুত্ব সহকারে ভেরিফাই করি এবং তাদের যেকোনো সমস্যায় তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসি।

কিন্তু দুঃখের বিষয় বেশ কিছু ইউজার কমিউনিটিতে রেগুলার পোস্ট করছেন না এবং কি কারণে করছেন না, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, এই বিষয়েই গতকাল ম্যাম সকলের সাথে কথা বলেছিলেন। এছাড়াও আমাদের কমিউনিটির কার্যক্রমে তিনি কিছু পরিবর্তন আনতে চলেছেন, সেই বিষয়ে ইউজারদের সাথে তিনি কথা বলেছিলেন।

যদিও পারিবারিক কারণে আমি শেষের দিকে উপস্থিত থাকতে পারিনি। তবে অ্যাডমিন ম্যাম যে কথাগুলো বলেছিলেন,‌ইউজার হিসেবে সেটা আপনাদের পাশাপাশি আমাদের সকলেরই মেনে চলা উচিত। তাতে আমাদের নিজেদেরই উপকার হবে।

-: পোস্ট ভেরিফিকেশন :-

পোস্ট ভেরিফিকেশনটা সব সময়ই আমাদের প্রত্যেকটি মডারেটরের ক্ষেত্রে অনেক বেশি দায়িত্বের কাজ। তবে এই সপ্তাহে আমার বেশ কিছু ভুলকাজ ধরা পড়েছে, যার কারণে অ্যাডমিন ম্যাম একটু বিরক্ত হয়েছিলেন। তবে আমি পুনরায় চেষ্টা করছি সঠিকভাবে কাজ করার।

ভেরিফিকেশনের ক্ষেত্রে আমি‌ আরো বেশি সচেতনতা অবলম্বন করছি।‌কারণ প্রত্যেকটা ক্রাইটেরিয়া সঠিকভাবে চেক করার পরে ভেরিফিকেশন করতে হবে, এই কথাটি অ্যাডমিন ম্যাম আমাদেরকে বারবার বলেছিলেন।

এই কারণে চ্যালেঞ্জ পোস্ট এর পাশাপাশি আমি কমিউনিটির ইউজারদের রেগুলার পোস্টগুলোও ততটাই গুরুত্ব সহকারে চেক করছি। তাই প্রত্যেককে অনুরোধ করব আপনারা সকলেই কমিউনিটির যে নিয়ম রয়েছে, সেই নিয়ম গুলো মেনে প্রতিনিয়ত পোস্ট করুন। কারণ রেগুলারিটি মেন্টেন করা‌‌ খুবই গুরুত্বপূর্ণ।

-: সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট :-

গত সপ্তাহে শুক্রবারে আমি আপনাদের সাথে সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট শেয়ার করেছিলাম। আশাকরছি আপনারা সকলেই রিপোর্টটি পড়েছিলেন। হয়তো আপনারা খেয়াল করেছেন তার আগের সপ্তাহ থেকে গত সপ্তাহে মাত্র কয়েকজন ছাড়া বাকি আপনাদের সকলের এনগেজমেন্ট অনেকটাই কমে গেছে।

শুধুমাত্র কমেন্টের সংখ্যা নয়, পাশাপাশি পোস্ট এর সংখ্যাও অনেকটাই কম‌ ছিলো। এই কারণে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই নিজের কার্যক্রমের দিকে একটু নজর দেবেন। যাতে সপ্তাহে অন্ততপক্ষে পাঁচ থেকে ছয়টি পোস্ট করা, পাশাপাশি নিজের এনগেজমেন্ট বৃদ্ধি করা আপনাদের পক্ষে সম্ভব হয়।

-: সাপ্তাহিক ‌হ্যাংআউট :-

এনগেজমেন্ট চ্যালেঞ্জ চলার কারণে এখনো পর্যন্ত আমাদের কমিউনিটির সাপ্তাহিক হ্যাংআউট করা সম্ভব হয়ে ওঠেনি। আসলে হ্যাংআউটটা আমরা নিজেদের মধ্যে একটু আনন্দ করার জন্য করে থাকি। তাই সেটি অনুষ্ঠিত না হলেও খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়, এটা ভেবেই আমরা‌ সময়টা একটু পরিবর্তন করেছি।

তবে টিউটোরিয়াল ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে অসুবিধা থাকা সত্বেও আমরা প্রত্যেকেই চেষ্টা করেছি নিজেদের ব্যস্ততম সময় থেকে ‌সময় বের‌ করে টিউটোরিয়াল ক্লাসে যুক্ত থাকার জন্য। তবে এই সপ্তাহে অবশ্যই আমরা চেষ্টা করব যাতে অল্প সময়ের জন্য হলেও হ্যাংআউট করা যায়। তাতে করে অন্ততপক্ষে কাজের চাপ থেকে কিছুটা সময় মনটাকে অন্যত্র সরিয়ে আনা সম্ভব এবং সকলের সঙ্গে একটু আনন্দ ভাগ করলে কাজের ক্লান্তিটাও দূর হবে।

-: উপসংহার ‌:-

এইরকম ভাবেই গত সপ্তাহে কমিউনিটির কার্যাবলী গুলো সম্পন্ন হয়েছে এবং আমি চেষ্টা করেছি সমস্ত কার্যাবলীতে যুক্ত থাকার জন্য। এছাড়াও সময় অসময় যখন ইউজারদের কোনো রকম কোনো সাহায্যের প্রয়োজন হয়েছে, তখন আমরা সকলেই নিজেদের সময় থেকে সময় বের করে ডিসকর্ডে ইউজারদের সাথে কথা বলেছি।

আশাকরি সকল ইউজার নিজের কাজের প্রতি সচেতন হবেন এবং নিজের এনগেজমেন্ট বজায় রাখবেন। আগামী সপ্তাহে আবার নতুন একটি সাপ্তাহিক মডারেটর রিপোর্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো।‌ততক্ষণ পর্যন্ত সকলের জন্য অনেক শুভকামনা রইল। প্রত্যেককে ভালো থাকুন, সুস্থ থাকুন, কমিউনিটির সঙ্গে যুক্ত থাকুন। শুভরাত্রি।

Posted using SteemPro Mobile

H2
H3
H4
3 columns
2 columns
1 column
16 Comments