Better Life With Steem | The Diary game |30th December |

সকাল

আজকে সকালে ঘুম ভেঙে গেছে ছয়টার দিকে।উঠে ফ্রেশ হয়ে এসে আবারও বিছানার গিয়েছিলাম এটা ভেবে যে একটু পরে উঠে যাব। কিন্তু মানুষ ভাবে এক জিনিস আর হয় আরেক জিনিস। যার কারনে আবারো ঘুমিয়ে পরেছি।
ওঠে দেখি প্রায় ৮ টা বেজে গেছে। বড় ছেলে রেডি হয়ে বের হয়ে যাচ্ছে।জানতাম খাবে না তারপরও জানতে চাইলাম খাবে কিনা।
যথারীতি মানা করে দিলো৷ প্রতিদিন এর মতোই।তবে বলে গেল যে আজকে দ্রুতই চলে আসবে। নিচ থেকে একটু ঘুরে এসে আমাদের জন্য নাস্তা বানাই। কিন্তু ছোট ছেলেকে খেতে বলার পরও খায় নাই।

Black and Orange Aesthetic Halloween Photo Collage (2).png

নাস্তা বানানোর আগেই গরম পানিতে গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম কারন জমাট বাঁধা বরফ ছুটতে সময় লাগে। আজকে আলসেমি লাগতেছিলো কেন জানি।
যার কারনে রান্না ঘরে একটু পরেই ঢুকেছি। ঢোকে দেখি গ্যাস প্রায় নেই বললেই চলে।আমার বাসায় সাড়ে এগারোটা পর্যন্ত মোটামুটি ভালোই গ্যাস থাকে এরপর বলা যায় নাই হয়েই যায়। যার কারনে আর তেমন কিছুই করি নাই। ভাত আর মাংস রান্না করেই শেষ করে ফেলি দুপুরের রান্না।ভাবি যে রাতে কিছু একটা করবো।

দুপুর

বড় ছেলের আসতে আসতে প্রায় দুটো বেজে যায়। কিন্তু ও বাসায় ঢুকেই সোফায় শুয়ে ঘুম এসে পরে।যার কারনে ওকে বাদ দিয়েই খেয়ে নিতে হয়। ছোট ছেলে সকালে নাস্তা না করার কারনে ও আগেই খেয়ে নিয়েছিলো।
বিকেলের দিকে বড় ভাবি ফোন করে বলে যে রাতে যেন তাদের বাসায় যাই।সবজি খিচুড়ি খাওয়াবে।বিকেলে বড় ছেলে ওঠে খেয়ে বড় ভাই এর বাসায় চলে যায়।
কারন ওই বাসায় ওরা সবাই নিউইয়ার পার্টির আয়োজন করেছে। আগেতো বড়রা করতো। কিন্তু দুইবছর ধরে ওরাই সবকিছু করে। তবে বড়রা সাহায্য করে প্রয়োজন হলে।

রাত

সন্ধ্যা হওয়ার পর থেকেই ভাই আর ভাবি কল দিতে শুরু করে কিন্তু আমি ইচ্ছে করেই নটার দিকে বের হই।নাহলে ছোট ছেলেও যাওয়ার জন্য অস্থির হয়ে উঠবে। ওর সাথে কন্ডিশন হয় যে, খাওয়া শেষ হলেই ও আর আমি চলে আসবো। আমার বড়ো ভাইয়ের বাসায় একটা ছোট্ট বাগান আছে যেটা আমার খুব ভালো লাগে। ভাবি দেখি কিছু ভিজানো পিঠাও রেখেছে। পরে খেয়ে বের হতে হতে প্রায় এগারোটার মতো বেজে গেল।

বাইরে বের হয়ে আমি ওদেরকে বললাম চলো যাই আমরা ১০/A এর দিক থেকে ঘুরে আসি মিনিট দশেক এর জন্য। রাস্তায় বেশ কিছু বিয়ে বাড়ি চোখে পরে। আসলে এখন বিয়েরই সিজন চলছে।যার জন্যই এত বিয়ে বাড়ি। আমাদের সাথে অবশ্য বড় ছেলে আসে নাই কারন ওরা আগামীকাল এর অনুষ্ঠান নিয়ে ব্যাস্ত আছে। পরে বাসায় এসে আমি বেশ কয়েকটা কমেন্ট করি স্টিমিট এ ঢুকে। তারপর শুয়ে পরি।আর এভাবেই শেষ হয়ে যায় আজকের দিনটাও


◦•●◉✿ Thanks Everyone ✿◉●•◦

image.png



H2
H3
H4
3 columns
2 columns
1 column
14 Comments