প্ল্যাটফর্ম সহ কমিউনিটির কিছু নিয়মাবলীর পুনরাবৃত্তি।

20231026_202955_0000.png

আজকে কিছু উল্লেখিত নিয়মাবলীর পুনরাবৃত্তি করতে হচ্ছে, তার কারণটি এই লেখায় উদ্ধৃত করছি, যাদের পড়ার আগ্রহ আছে তারা লেখাটি পড়ে নিয়ম মেনে কাজের প্রয়াস করবেন এই কমিউনিটিতে।

  • এর আগেও জানানো হয়েছে কোনো লেখায় বা ছবিতে চৌর্যবৃত্তি ধরা পড়লে সেটা এই কমিউনিটি সহ প্ল্যাটফর্ম কখনোই মেনে নেয় না।

  • ভোট চাইতে

    (begging for votes)
    কোনো পন্থা অবলম্বন করা এখানে অনৈতিক!
    সেটা ব্যাক্তিগত ভাবে মেসেজ লিখে অথবা discord এ এসে প্রশ্ন তুলে। এই ধরনের কার্য্যক্রম কে এখানে abuse হিসেবে গণ্য করা হয়।

  • আমাদের কমিউনিটিতে কাজ করতে হলে লেখায় শব্দ সংখ্যা ৩৫০(যেকোনো লেখার ক্ষেত্রে) সহ, যেকোনো একটি ক্লাব মেনে চলা আবশ্যকীয়।

  • যেহেতু আমরা বট বহির্ভূত কমিউনিটি, কাজেই যাদের স্টিম bot এ ডেলিগেট করা আছে, তারা এই কমিউনিটিতে পোস্ট করতে পারবেন না।

office-4249390_1280.jpg

Pixabay

  • এই কমিউনিটিতে মেম্বার ট্যাগ পেতে হলে নূন্যতম তিনমাস প্রতিদিন পোস্ট লেখা সহ, সমস্ত উল্লেখিত নিয়ম পালন করে চলতে হবে। যেখানে টিউটোরিয়াল ক্লাস সহ Hangout উভয় ক্ষেত্রের উপস্থিতি লক্ষ্যনীয়।

  • এছাড়া পোস্টের পাশাপশি মন্তব্য করাটাও এই কমিউনিটির অন্যতম নিয়মাবলীর মধ্যে পড়ে।

  • যেহেতু এই কমিউনিটিতে যেকোনো ভাষায় লেখা যায়, কাজেই নিজের মাতৃভাষায় যারা লেখেন পোস্টের আগে শীর্ষক সহ, লেখার বানান এবং হ্যাশট্যাগ সঠিক আছে কিনা দেখে তবেই পোস্ট করবেন।

  • যারা null অ্যাকাউন্টে এবং কমিউনিটিতে beneficiary দিয়ে থাকেন তারা পোস্টের আগে অবশ্যই সেটা করেছেন কিনা দেখে নেবেন।

  • কোনো সদস্য পাওয়ার ডাউন করলে, ক্লাব থেকে বেরিয়ে গেলে অথবা কোনো অনৈতিক কাজ করলে তার মেম্বার ট্যাগ তৎক্ষণাৎ তুলে নেওয়া হবে।

obedience-7086960_1280.jpg

Pixabay

আজকে আমি বিস্মিত হয়েছি একজন সদস্যের প্রশ্ন শুনে! হতবাক হয়েছি ততোধিক! এটা কাজের জায়গা কাজেই মানবিকতা থাকবে অবশ্যই;
তবে সেটা বাধ্যতামূলক নয়। কারোর ব্যাক্তিগত সমস্যা সমাধানের জন্য এই কমিউনিটির কেউ বাধ্য নয়।

এখানে সকলে নিজ নিজ দায়িত্বে যোগদান করেছেন, কাজেই নিজেদের ব্যক্তি স্বাধীনতায় ইচ্ছে হলে কাজ করবেন, নইলে করবেন না।

ঠিক অপরপক্ষে এই কমিউনিটি আপনাদের গতিবিধি অনুযায়ী সমর্থন দেবে কি দেবে না সেই সিদ্ধান্ত নেবে।

কিছু ব্যাক্তি যেখানে ব্যাক্তিগত সমস্যা দেখিয়ে পোস্ট লিখতে পারেন না, টিউটোরিয়াল ক্লাসে থাকতে পারেন না, hangout এ থাকতে সমস্যা!

তাদের অন্য স্থানে নিজেদের সম্পদ সুন্দরভাবে গোছানো আছে, সেটা দিয়ে সমস্যা না মিটিয়ে এখানে দুঃখের কথা শুনিয়ে লাভ নেই।

এই কমিউনিটি সহানুভূতিশীল তাদের প্রতি যারা কাজের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে এবং সর্বোপরি দায়িত্বের ক্ষেত্রে সৎ এবং ধৈর্য্যশীল।

ঠিক এইরকম দুঃখের কাহিনী শুনে একসময় একজনকে সহায়তা করার প্রয়াস, তিক্ততা ছাড়া কিছুই বয়ে আনেনি।

এটা কাজের জায়গা, কাজেই আমরা এখানে উপস্থিত সদস্যদের কাজ দেখে, তাদের যোগ্যতা নির্ধারণ করবো।

নিজের নিজের পরিশ্রম, সততা দিয়ে নিজেদের জায়গা তৈরি করে যারা নিতে পারবেন ধৈর্য্য সহকারে;
তারাই এই প্ল্যাটফর্মে টিকতে পারবে।

দাম বাড়লেই যাদের মোটা অর্থ উপার্জনের দিকে নজর অথবা নিজেদের অর্জিত ও সঞ্চিত স্টিম বিক্রি করে ব্যবসা করে;
পুনরায় যোগদানের প্রয়াস করতে ইচ্ছুক, তাদের জন্য এই কমিউনিটি নয়।

এই পৃথিবীতে মানুষ সহ সকল প্রাণী প্রতিনিয়ত সংঘর্ষ করেই বেচে আছে, কাজেই, সেখানে সুস্থ শরীরে এবং বুদ্ধির শিরোপা পাওয়া মানবজাতির অঙ্গ হয়ে কারোর কাছে হাত পাতা, অথবা প্রতারিত করে অর্থ উপার্জনের ইচ্ছে থাকা আমার কাছে পাপে সামিল।

মিথ্যে দিয়ে মানুষকে ঠকানো যায়, তবে নিজেকে আর সর্বোপরি সৃষ্টিকর্তাকে নয়।
দাম বাড়লেই যখন দেখি ইউজারের ভিড় উপচে পড়ছে, তখন অনেকেই তাদের চিহ্নিত করে রাখেন;
কারণ সকলের জানা এদের উপস্থিতির পিছনে আসল উদ্দেশ্য কি?

আমার কাছে এটাও অনৈতিক যারা দাম বাড়লেই ফলাও করে জানান দেন ইউজারদের স্টিম বেচার জন্য!

কারণ কোথাও গিয়ে এটা প্রমাণ করে নিজেদের সুপ্ত ইচ্ছেও সেটাই এবং এই ধরনের বিভ্রান্তকর বার্তা নতুনদের সঠিক পথ থেকে বিচ্যুত করে।

নিজেরা নিজেদের পাওয়ার বাড়িয়ে উচ্চপদে আসীন হতে চাইছেন, আর অপরদিকে অন্যদের স্টিম বিক্রির প্ররোচনা দিচ্ছেন?

এটা আমার কাছে দ্বিচারিতা ছাড়া আর কিছু নয়। নতুনদের উৎসাহিত না করে তাদের পিছিয়ে দিচ্ছেন স্টিম বিক্রির বুদ্ধি দিয়ে!

নিজেরা কেনো তাহলে পাওয়ার ডাউন দিয়ে বিক্রি করছেন না নিজেদের স্টিম?

আশ্চর্য্য বিষয় একটা প্ল্যাটফর্ম যেখানে দীর্ঘমেয়াদি ভবিষ্যত আছে, সেখান থেকে নতুনদের দূরে সরিয়ে দেবার মানে কি?

যারা এখানে এসেছেন, তাদের ভালো মন্দ তাদেরকে বুঝতে দিন! নিতে দিন নিজেদের সিদ্ধান্ত, আপনারা কেন তাদেরকে স্টিম বিক্রির বুদ্ধি যোগাচ্ছেন?

নিজেরা দেখাচ্ছেন একদিকে নিজেরা @null সাপোর্টার, সেটা আসলে হাতির দেখানোর দাঁত! যাতে বড়ো বড়ো সমর্থন পান।
আসল খাবার দাঁত বেরিয়ে আসে দাম বৃদ্ধি পেলেই।

আজকের কথাগুলো বাংলায় লিখছি, তবে এই প্রশ্নগুলো আমি steemit টীমের কাছেও জানতে চাইবো।

কিছু মুখোশের আড়ালের আসল চেহারা এইবার উন্মোচনের প্রয়োজন আছে বলে আমার মনে হয়।

সবশেষে, জানিয়ে রাখি প্ল্যাটফর্ম উন্মোক্ত তবে কিছু নিয়ম সবক্ষেত্রেই বাধ্যতামূলক। কাজেই সেটা এই প্ল্যাটফর্মের যেখানেই যাকে আমি লঙ্ঘন করতে দেখবো, আর কারোর কথা জানিনা আমি ঠিক পৌঁছে যাবো।

না দুর্বুদ্ধি দেওয়া পছন্দ করি, আর না দূর্বুদ্ধিযুক্ত মানুষ, কাজেই, পদক্ষেপ নেবার আগে অবশ্যই দু'বার চিন্তা করবেন।

ক্ষমতার আড়ালে কলুষিত করে চলেছে এই প্ল্যাটফর্মকে অনেকেই, সেটা অনেকের নজরে পড়লেও ওই প্রবাদের মত

'পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় ততোই আনন্দ!
আমি কিন্তু সেই দল বহির্ভূত। তাই এখানে শৃঙ্খলা, ধৈর্য্য আর সততা অব্যাহত রাখা বাধ্যতামূলক।


H2
H3
H4
3 columns
2 columns
1 column
14 Comments