প্রিয় বন্ধুরা,
আজকের লেখাটি বাংলায় লিখছি, অধিকতর সদস্যের বোঝার সুবিধার্থে, বিশেষ করে যারা এই প্লাটফর্মে নতুন কাজ শুরু করেছেন তাদের জ্ঞাতার্থে।
এই প্লাটফর্মে কাজ করবার শুরুতেই কি কি কাজ শিখতে হবে সেটার থেকেও আমার মনে হয়েছে কোন কাজগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত সেটা জানবারও প্রয়োজন আছে।
যেহেতু প্রতি বুধবার আমরা টিউটোরিয়াল ক্লাসের আয়োজন করে থাকি, এবং সেখানে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনেকক্ষেত্রেই বেশ কিছু ইউজার সেখানে অনুপস্থিত থাকার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি ক্লাসের আলোচ্য বিষয়গুলো পোস্টের মাধ্যমে তুলে ধরবো, বিশেষ করে তাদের জন্য যারা ক্লাসে উপস্থিত থাকেন না, আর তাদের জন্য যারা বিষয়গুলো সম্পর্কে অবগত নয়।
তাহলে চলুন শুরু করা যাক:-
আজকের বিষয়ের মধ্যেে রাখছি প্লাগিয়ারিসম, স্প্যাম, আর অ্যাবিউস কাকে বলে?
অনেকেই ভাবছেন এগুলো তাদের জানা বিষয় কিন্তু লেখাটা পড়লে অনেক বিষয় আপনাদের ধারণা কিছুটা বদলে যাবে বলে আমার বিশ্বাস।
|
---|
pixabay
যখন আমরা অন্যের কাছে নিজের জন্য ভোটের আবেদন করি, সেটা খানিক আর্থিক সহযোগিতার আওতায় আসে।
আমার কোনো পোস্ট যখন রিস্টিম করি বিশেষ করে বড়ো কোনো ইউজারের, (যদি সেটা শিক্ষামূলক পোস্ট না হয়)এবং তার পোস্ট ফলো করে তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করি। সবগুলো ক্ষেত্রেই আমাদের এই কার্যকারিতা স্প্যাম, আর অ্যাবিউস অন্তর্ভুক্ত হিসেবে ধরা হয়।
এছাড়া যখন কোনো ইউজার একই ধরনের কমেন্ট বিভিন্ন পোস্টের ক্ষেত্রে করে থাকে, বিশেষ করে যখন কমেন্ট সেই লেখার বিষয় ভিত্তিক হয় না, সেক্ষেত্রেও সেই কমেন্টকে স্প্যাম, আর অ্যাবিউস আওতায় ধরা হয়।
এরপর ধরুন কমেন্টের মাধ্যমে নিজের পোস্টের লিংক দিয়ে ভোটের আবেদন, সাথে কোনো কনটেস্টের ক্ষেত্রে কোনো বড়ো ইউজারের কাছে নিজের পোস্টের লিংক ভাগ করে নেওয়া অথবা মেমো লিংকের মাধ্যমে পোস্ট লিংক পাঠানো সবটাই কিন্তু এখানে স্প্যাম, আর অ্যাবিউস বলে ধরা হয়।
ইউজারের কোনো এমন নির্বাচিত শীর্ষক যেটি কেবল কোনো বড়ো ব্যক্তির দৃষ্টি আকর্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে, কেবলমাত্র ট্রেড করবার জন্য, সমর্থন পাওয়ার জন্য অথবা কোনো হ্যাশ ট্যাগ দিয়ে কোনো বড়ো ব্যাক্তিকে উল্লেখ করলেও সেটা স্প্যাম, আর অ্যাবিউস অধীন।
কোনো রকম লেখা বা কমেন্ট যেটি কাউকে ধমকির উদ্দেশ্যে লেখা, বা হিংসাত্মক বার্তা বহন করে, সেটাকেও এই স্প্যাম, আর অ্যাবিউস হিসেবে ধরা হয়।
গোপনীয়তার প্রয়োজন আছে এমন কোনো লেখার ক্ষেত্রে বিশেষ ট্যাগ ব্যবহার করা বাঞ্ছনীয় নইলে সেটাকেও স্প্যাম, আর অ্যাবিউস বলা হয়।
অপপ্রচার, ঠকানোর উদ্দেশ্য, কাউকে ভোট কেনার জন্য প্ররোচিত করা, সাথে আগেই বলেছি রিস্টিম, অকারণে ফলো করা ভোট পাবার জন্য, একাধারে স্প্যাম, আর অ্যাবিউস হিসেবে দেখা হয়।
|
---|
কোনো ইউজার যদি চৌর্যবৃত্তি অবলম্বন করেন সেক্ষেত্রে চাইলে স্টিমীট তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সক্ষম কপিরাইট আইন অনুযায়ী।
যেহেতু চুরি করে লেখাকে স্প্যাম এবং অ্যাবিউস লেখা বলে ধরা হয়, সেক্ষেত্রে ডাউন ভোট দেবার অধিকার স্টিমীট এর রয়েছে।
এছাড়া যদি কখনো কোনো বিষয় নিয়ে আপনি লিখছেন এবং সেটি অন্যের লেখা থেকে নেওয়া সেক্ষেত্রে অবশ্যই লেখাটি কপিরাইট মুক্ত হতে হবে এবং সেই লিংক ইউজারকে উল্লেখ করতে হবে নিজের লেখায়।
আজকের এই লেখাটি আপনাদের মাঝে তুলে ধরবার একটাই উদ্দেশ্য সেটা হলো আপনাদের সুরক্ষিত রাখা।
উপরিউক্ত বিষয়গুলো মেনে চললে প্রতিটি ইউজার সুরক্ষিত ভাবে কাজ করে যেতে পারবেন অদূর ভবিষ্যতেও, কাজেই এবার থেকে এই ধরনের বিষয় নিয়ে প্রতি বুধবার ক্লাসের শেষে একটি লেখা আপনাদের হিতার্থে তুলে ধরবার চেষ্টা করবো।
আশাকরি ক্লাসে না থাকলেও লেখাগুলো পড়ে নিজেদের সচেতন রাখবার প্রয়াস করে যাবেন।