নতুনদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই প্ল্যাটফর্মের বিষয়।(পর্ব দ্বিতীয়)

20230426_231930_0000.png

প্রিয় বন্ধুরা,
সকল পরিবারের সদস্য সহ এই প্ল্যাটফর্মের প্রতিটি লেখক এবং লেখিকাকে আজকে আমার লেখায় স্বাগত জানিয়ে আজকের লেখা শুরু করছি।

আপনাদের নিশ্চই মনে আছে গত সপ্তাহে আপনাদের জ্ঞাতার্থে জানিয়েছিলাম, টিউটোরিয়াল শেষে কিছু গুরুত্বপূর্ণ লেখা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবো।

যাতে অনুপস্থিত সদস্যদের সাথে নতুনদের কেও এই প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে তাদের ওয়াকিবহাল করতে পারি।

আজকে যে বিষয় তুলে ধরতে আপনাদের মাঝে আশা সেটা হলো, স্টিমিট এর পাসওয়ার্ড এবং তার সুরক্ষা।

আমাদের মধ্যে অনেকেই জানেন ব্লক চেইন এ কাজ করতে এবং নিজের একাউন্টের সুরক্ষার জন্য পাসওয়ার্ড সুরক্ষিত রাখা অত্যন্ত আবশ্যকীয়।


তাহলে চলুন শুরু করা যাক, আজকের বিষয়গুলোর মধ্যে সর্বপ্রথম বিষয়টি হলো:-

  • আমরা নিজেদের স্টিমীট্ একাউন্ট কিভাবে সুরক্ষিত রাখতে পারি?

প্রথমেই নিজের একাউন্টের মাস্টার পাসওয়ার্ড কোনো সুরক্ষিত জায়গায় রেখে দিতে হবে একাউন্ট খোলার পরে।

অনলাইনের কোথাও মাস্টার পাসওয়ার্ড রাখবেন না, প্রয়োজনে কোনো হার্ডডিস্ক, বা এমন কোনোস্থানে, যেখানে আপনাকে তৃতীয় কোনো পার্টির অনুমতির প্রয়োজন না হয় সেই সাইট এর পরিচালনার ক্ষেত্রে।



  • এবার কোন পাসওয়ার্ড কোন ক্ষেত্রে কাজে আসে, সেগুলো দেখে নেওয়া যাক:-
security-2168233_1280.jpg

pixabay

পোস্টিং কী (পাসওয়ার্ড):-

পোস্টিং কী এর সাহায্যে আমরা প্রতিদিনের পোস্ট, কমেন্ট, পোস্ট এডিট, অন্যের পোস্টে সমর্থন দেওয়া, অন্যের লেখা রিষ্টিম করবার ক্ষেত্রে পোস্টিং পাসওয়ার্ড বা কী এর প্রয়োজন পড়ে।

তবে আপনার প্রতিদিনের কাজের শেষে মনে করে লগআউট করতে ভুলবেন না, কারণ আপনার একাউন্ট পোস্টিং কী এর মাধ্যমে লগ ইন করা থাকলেও ফিশিং অ্যাটাক হতে পারে।

মানে আপনার একাউন্ট থেকে প্ল্যাটফর্মের বিভিন্ন অ্যাকাউন্টে অসাধু লিংক মেসেজের মাধ্যমে পাঠিয়ে রোজগারের প্রলোভন দেখানো।

কাজেই প্রতিদিনের কাজের শেষে নিজের একাউন্ট সুরক্ষা বজায় রাখতে লগআউট অবশ্যই করবেন।


এক্টিভ কী (পাসওয়ার্ড):-

একাউন্টের লেনদেন সম্পর্কিত বিষয়গুলোকে পরিচালনা করতে আমাদের এক্টিভ পাসওয়ার্ড বা কী এর প্রয়োজন পড়ে।

যেমন ধরুন:-

অন্য স্থানে আপনার অর্জিত অর্থ ট্রান্সফার বা স্থানাতর করা, পাওয়ার আপ, পাওয়ার ডাউন, স্টিম কেনোবেচা, নিজের প্রোফাইল আপডেট, এছাড়াও উইটনেস দের সমর্থন দেবার ক্ষেত্রেও এক্টিভ পাসওয়ার্ড বা কী এর প্রয়োজনীয়তা পড়ে।


মেমো কী/পাসওয়ার্ড:-

বর্তমানে এই পাসওয়ার্ডের বিশেষ প্রয়োজনীয়তা পড়ে না।


binary-2170630_1280.webp

pixabay

ওনার কী/মাস্টার পাসওয়ার্ড:-

সবচাইতে গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড, যেটি আমাদের সকলের সযত্নে রাখার প্রয়োজন আছে।

এই পাসওয়ার্ড যার কাছে আছে সেই একাউন্টের মালিক, কারণ চাইলে সে পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারে এই কী/পাসওয়ার্ডের সাহায্যে। তাছাড়া আপনার উপার্জিত অর্থ তুলে নিতেও সক্ষম যার কাছে মাস্টার পাসওয়ার্ড বা ওনার কী আছে।

উপরিউক্ত ক্ষেত্রেই জানিয়েছি, আমাদের সবচেয়ে যত্নের সাথে ওনার/মাস্টার পাসওয়ার্ড রাখতে হবে, এবং সবচেয়ে ভালো যদি সেটা অফলাইনে রাখা যায়। প্রয়োজনে কাগজে প্রিন্ট করেও সযত্নে রেখে দিতে পারেন আপনার মাস্টার পাসওয়ার্ড।


পরিশেষে বলতে চাই, এখানে যদি আপনার কী বা পাসওয়ার্ড রিকভারি বা উদ্ধারের ব্যবস্থা আপনি না করে রাখেন সেক্ষেত্রে আপনার ওনার বা মাস্টার কী (পাসওয়ার্ড) হস্তান্তর হলে সেই ব্যক্তি আপনার পুরো একাউন্টের মালিকানা পেতে সক্ষম নতুন মাস্টার পাসওয়ার্ড সৃষ্টি করে।



  • যদি মাস্টার পাসওয়ার্ড হারিয়ে যায়, তাহলে সেটা রিকভার বা উদ্ধার কি সম্ভব?
key-3348307_1280.jpg

pixabay

এককথায় না, একবার যদি কোনো কারণে আপনার মাস্টার পাসওয়ার্ড বা ওনার কী হারিয়ে যায় তাহলে একাউন্ট পুনরুদ্ধার সম্ভব নয়। যদি আপনি রিকভারি কাউন্ট সেট করে না রাখেন এটা প্রমাণ করা কষ্টকর যে আপনি ওই একাউন্টের মালিক।

আর ঠিক সেই কারণেই আজকে আপনাদের মধ্যে যারা নতুন কাজ করা শুরু করেছেন তাদের হিতার্থে আজকে আমার এই লেখা।

একাউন্ট তৈরির পর পরই তাকে সুরক্ষিত করাই এই প্ল্যাটফর্মে কাজ করা ইউজারদের মূল লক্ষ্য হওয়া উচিত।

আশাকরি আজকে উল্লেখিত তথ্যগুলো আপনাদের একাউন্ট সুরক্ষিত রাখবার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।

চোখ রাখুন এইধরনের লেখা পেতে, আর চেষ্টা করবেন টিউটোরিয়াল ক্লাসে থাকার, এটা আপনাকে উন্নত এবং সতস্ফুর্ত ভাবে কাজ করতে সাহায্য করবে দীর্ঘ সময় ধরে এই প্ল্যাটফর্মে।

আজ এখানেই শেষ করে বিদায় নিলাম, লেখার উর্ধ্বে কোনো বিষয় সম্পর্কে জানতে ইচ্ছুক থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানবেন, চেষ্টা করবো আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে।

আগামী লেখায় আপনার একাউন্ট রিকভারি করবার পদ্ধতি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, আশাকরি আপনারাও সঙ্গে থাকবেন বিষয়টি সম্পর্কে জানতে। তবে সেটি সম্ভব যদি আপনার কাছে মাস্টার কী বা পাসওয়ার্ড থাকে।

h1cixij7HAiSq1otNd (1).gif
H2
H3
H4
3 columns
2 columns
1 column
5 Comments