প্রিয় পাঠকগণ,
এখন অনেকেই জেনে গেছেন প্রতি বুধবার আমি আপনাদের মাঝে স্টিমিট সম্পর্কিত বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য ভাগ করে নিতে উপস্থিত হয়ে থাকি।
কারণটি পূর্বেই উল্লেখিত, নানান সমস্যার কারণে কমিউনিটিতে উপস্থিত অধিক সদস্যের টিউটোরিয়াল ক্লাসে অনুপস্থিতির কারণস্বরূপ এই সিদ্ধান্ত।
যেকোনো বিষয় জানার সদিচ্ছা যদি সদস্যদের মধ্যে না থাকে তাহলে জোর করে কাউকে কিছু শেখানো সম্ভব নয়।
যেহেতু আমি একটি কমিউনিটি স্থাপন করেছি এবং আমার আন্তরিক কামনা এখানে কাজ করা সদস্যরা এই প্ল্যাটফর্মের বিষয় গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকুন;
যাতে ভবিষ্যতে তাদের এই প্ল্যাটফর্মে কাজ করতে কোনোরকম সমস্যার সন্মুখীন হতে না হয়।
ঠিক সেই কারণেই নিজের প্রচেষ্টা চালিয়ে যাওয়াটাই সঠিক বলে মনে হয়।
তাতে কারোর সাড়া পাওয়া যাবে না, এটা আমার উপলব্ধি করা হয়ে গেছে।
তবে এটাও সঠিক প্রত্যাশা নিয়ে ভালো কাজ হয় না।
কাজেই নিজের কাজটা চালিয়ে যাওয়া শ্রেয় বলেই আমার মনে হয়;
আর আজকেও ঠিক সেই কারণে হাজির হয়েছি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে।
এই প্ল্যাটফর্মে যখন প্রথম আমার যাত্রা শুরু হয়েছিল, তখন আমার সবচাইতে সমস্যা হতো এটা বুঝতে কোথা থেকে ছবি ব্যবহার করলে আমার লেখা নিরাপদ থাকবে।
যেহেতু লেখাটা আমি বরাবর নিজেই লিখি কাজেই সেটা নিয়ে আমার কখনো ভয় থাকতো না, তবে কিছু লেখার ক্ষেত্রে অনেকসময় বিভিন্ন সাইট বা সূত্র থেকে ছবি ব্যবহারের প্রয়োজন এখানে পড়ে।
এটার অন্যথা আজও হয়নি, কাজেই যারা জানেন তাদের বিষয় অন্য, তবে যারা নতুন তাদের জন্য আজকে রইলো ছবির উৎস সম্পর্কে সমুদায় তথ্য।
|
---|
চলুন একবার জেনে নেওয়া যাক।
১.Canavaক্যানাভা
এই উৎস থেকে ফ্রী ছবি ব্যবহার করা সম্ভব, তবে যেসকল ছবিতে পেইড কথা লেখা আছে এবং ওয়েটার মার্ক দেওয়া সেগুলো ব্যবহার তখনই করা সম্ভব যখন কোনো ইউজার অর্থের বিনিময়ে মেম্বারশিপ কিনে থাকেন।
নইলে পেইড লেখা ছবি ব্যবহার নিষিদ্ধ, কেবলমাত্র ফ্রী ছবি ব্যবহারে ইউজার সক্ষম।
২.
গুগল ইমেজ সার্চ ফিল্টরড বাই ইউসেজ রাইটস
গুগল মাইন পেজে এ গিয়ে নিজের পছন্দের ছবির নাম লিখতে হবে, এরপর সার্চ টুলস অপশন সিলেক্ট করতে হবে > এরপর ইউসেজ রাইটস> লেভেল ফর রিউস।
বিষয়টি হলো গুগল এর যেখানে ছবি পুনর্ব্যবহার করার কথা উল্লেখিত সেই ছবি সোর্স ব্যবহারের মাধ্যমে ব্যবহার করা সম্ভব।
৩.পিক্সাবে
Pixabay সম্পর্কে সকলেরই জানা, তবে এক্ষেত্রে বেশ কিছু ছবি যেগুলোতে ফ্রী ডাউনলোড এর পরিবর্তে iStock চিন্হ আছে সেগুলো কিন্তু বিনামূল্যের আওতায় পড়ে না। এই সকল ছবি কপিরাইট মুক্ত নয়।
তবে প্রতিক্ষেত্রেই কপিরাইট মুক্ত ছবি ব্যবহার করলেও তার উৎস উল্লেখ বাধ্যতামূলক।
এই সাইটে খুব ভালো মানের কিন্তু নির্ধারিত বেশ কিছু ছবি আছে যেগুলো ইউজার তাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করতে সক্ষম, উল্লেখিত উৎস জানিয়ে।
৫.পেক্সেল
এটি অন্য আরেকটি ছবির উৎস যেটি সম্পর্কে অনেকেই অবগত, যেখান থেকে নির্দ্বিধায় ইউজার উচ্চমান সম্পন্ন ছবি ব্যবহারে সক্ষম তবে অবশ্যই ছবির উৎস উল্লেখ করে।
৬.স্টকআপ
১৩হাজারের বেশি ছবির অভূতপূর্ব একটি ছবির সাইট, যেখানে ছবি নির্দ্বিধায় ইউজার উৎসের উল্লেখের মাধম্যে ব্যবহারে সক্ষম।
৭. ফুডিজ ফীড
নাম শুনেই বুঝতে পারছেন এই সোর্স সেই সকল ইউজার দের জন্য যারা রান্না জানেন কিন্তু হয়তো কোনো কারণে রান্নার পদ্ধতি লিখলেও বাড়িতে সেদিন সেই খাবার তৈরি না করতে পারার কারণে নিজের ছবি ব্যবহারে অক্ষম হয়েছেন। তাদের জন্য এই ছবির সাইট টি কার্যকরী।
রকমারি খাবারের সুন্দর ছবি পেতে সাইট টি ব্যবহার করতে পারেন।
এই সাইটে ছবি নেবার সময় pixabay এর মত ছবি ফ্রী কিনা দেখে নিতে হবে কারণ লেখাটি লেখার সময় এদের কপিরাইট পলিসি পড়ে দেখলাম বেশ কিছু ছবি ব্যবহারের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে।
এটিও একটি ছবির উৎস যেটি সম্পর্কে সকলেই ওয়াকিবহাল, এখানের ছবি ব্যবহারে কোনো সমস্যা নেই, এদের ছবির মান যেমন উন্নত তেমনি নির্দ্বিধায় এখানের ছবির উৎস উল্লেখ করে ব্যবহার করা সম্ভব।
১০.গিফি
(আমার তৈরি গিফি) |
---|
আজকাল অনেকেই গিফি ব্যবহার করে থাকেন, এবং কানাভা এর মত এখানেও বেশ কিছু Gif ইউজার আজকাল নিজেদের লেখায় ব্যবহার করে থাকেন। তবে বিশেষ দ্রষ্টব্য বিষয় ট্রেন্ডিং পেজের ক্ষেত্রে GIF ব্যবহার নিষিদ্ধ।
১১. মেমে জেনারেটর
Meme Generator
এছাড়াও আছে মেমে জেনারেটর, যাদের কালেকশন প্রচুর এবং চাইলে নিজের ইচ্ছানুসারে আপনারা নিজেস্ব মেমে তৈরি করতে পারেন।
১২.ফ্ল্যাট আইকন
Flat Icon
যদিও এই ছবির উৎস সকলের ব্যবহারের জন্য নয়, এখানে বুকমার্ক, ফটোশপ/ ইলাস্ট্রেটর এর ক্ষেত্রে ব্যবহৃত করা হয়ে থাকে।
এই ছিল আজকের আপনাদের জন্য উল্লেখিত সঠিক ছবির উৎসের তথ্য, আশাকরি এই প্ল্যাটফর্মে আপনাদের দৈনন্দিন কাজের ক্ষেত্রে তথ্যগুলো আপনাদের সহায়ক হবে।