Better Life With Steem | | The Diary Game | | 06 April, 2024

আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজকে আমি সবার প্রিয় কমিউনিটিতে ছোট্ট একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো:আমার গতদিনের কার্যলিপি নিয়ে।তাহলে বন্ধুরা চলুন আজকের গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা শুরু করা যাক:

1712474443954.jpg

Edit by canva

আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতোই মায়ের ডাকে ঘুম থেকে উঠে সেহরি খেয়েছিলাম। দেখতে দেখতেই যেন রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে। মনে হলো এই কিছুদিন আগে রমজান মাস শুরু হলো। কিন্তু কবে যে ২৬ টা রোযা শেষ হয়ে গেল বুঝতেই পেলাম না। সেহরি খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি। ঘুম থেকে উঠে সরাসরি গোসল করলে খারাপ লাগে এজন্যই মূলত একটু হাঁটাহাঁটি করে শরীর ফ্রেশ করে নেই।

IMG_20240406_092854.jpg

এর মাঝে আপু আমাকে কল দিছিল, বলল তার নাকি অফিস ছুটি দিবে বিকেলবেলা ডিউটি শেষ করে বাসায় আসবে। যাক আপুর ছুটি হয়েছে জেনে খুব খুশি হলাম। পরে আর আমি বেশি দেরি করিনি তাড়াতাড়ি গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতোই ল্যাবে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম।

IMG_20240406_171304.jpg

আলহামদুলিল্লাহ সুস্থ ভাবে ল্যাবে পৌঁছে আমার যে, সকালের দৈনন্দিন কাজ সেগুলো আগে শেষ করেছিলাম। ঈদ সামনে এজন্য ল্যাবে তেমন একটা কাজ হচ্ছে না। মোটামুটি দুপুর পর্যন্ত অবসর সময় কাটিয়েছিলাম। এই অবসর সময়ে আগামী দিনের জন্য পোস্ট সাজিয়েছিলাম এবং বন্ধুদের পোস্টে কমেন্ট করেছি। আমাদের প্রতিষ্ঠানের পিছনের সবজি খেতে মরিচের গাছে দেখলাম মরিচের ফুল এসেছে। যাক এতদিনের কষ্টের ফসল হবে দেখে খুব ভালো লেগেছিল।

পরে জোহরের আযান দিলে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছি। নামাজ পড়ে প্রতিদিনের মতোই বিকেল পর্যন্ত শুয়ে রেস্ট করেছিলাম। এর মাঝে ডাক্তার ফোন দিয়ে বলেছিল তিনি তাড়াতাড়ি আসবে। কারণ গতকালকে আমাদের ২৭ শে রমজানের তারাবির নামাজ ছিল। আর এই ২৭শে রমজানের তারাবি আমাদের মুসলমানদের জন্য একটা রহমত।

IMG_20240406_180115.jpg

স্যার মোটামুটি বিকেল ৪:০০টার দিকে আসার পর রোগী দেখা শুরু হয়ে যায়। এদিকে তখন আমারও ল্যাবের কাজ শুরু হয়ে যায়। একটানা মোটামুটি মাগরিবের আগে পর্যন্ত কাজ করেছিলাম। পরে ভাই আমাকে কিছু টাকা দিয়ে সামনের বাজার থেকে ইফতারের জন্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতে বলেছিল। পরে আমিও ভাইয়ের কথামতো ইফতারের জন্য প্রয়োজনীয় জিনিসটি নিয়ে এসেছি।

IMG_20240406_180600.jpg

এরপরে প্রতিষ্ঠানের খালারা বলল লেবু শেষ হয়ে গেছে, এজন্য লেবু নিয়ে আসতে হবে, আবারও দোকানে গিয়ে লেবু কিনে নিয়ে এসেছি। এরকম রোদের দিনে একটু লেবু দিয়ে ঠান্ডা শরবত না খেলে মনটা শান্তি হয় না।

পরে ইফতারের সময় হয়ে গেলে সবাই মিলে ইফতার করেছিলাম। ইফতার করার পর মাগরিবের নামাজ আদায় করেছি। নামাজের পর আমার বন্ধু আমাকে ফোন দিয়ে বলেছিল সে নাকি পার্বতীপুর বাজারে এসেছে। বাসায় যাওয়ার সময় আমার গাড়িতে বাসায় যাবে।

IMG_20240406_204344.jpg

পরে আমি তাড়াতাড়ি ল্যাব বন্ধ করে দিয়ে পার্বতীপুর বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। সেখানে গিয়ে তাদের সাথে দেখা করে, গাড়িতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। রাস্তায়, তাদের বাসার সামনে নামিয়ে দিয়ে, আমি বাড়ি চলে গিয়েছিলাম। বাসায় গিয়ে দেখলাম আপু এসেছে দেখে খুব ভালো লাগলো। পরে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সবাই মিলে গল্প করেছিলাম।

এরপর মসজিদে গিয়ে নামাজ আদায় করেছি। গতকালকে ২৭শে রমজানের রাত ছিল, আমাদের মুসলমানদের জন্য রহমতের রাত। আল্লাহ তায়ালার কাছে অশেষ শুকরিয়া আদায় করি, যারা ইবাদত পালন করতে পেরেছে এবং যারা পারেনি তাদের সবাইকে যেন আল্লাহতায়ালা কবুল করে নেন। সবার মনের ইচ্ছা যেন, আল্লাহ তায়ালা পূরণ করেন।

IMG_20240406_211503.jpg

নামাজ পড়ে বাসায় আসার পর মোটামুটি রাত হয়ে গেলে পরে আর রাত জাগিনি। দেখতে পেলাম আপু আমার জন্য চকলেট নিয়ে এসেছে পরে চকলেট খেয়েছি। সবাই হয়তো ভাববেন যে, এত বড় হয়েছি তবু চকলেট খাই। আসলে আমি যথেষ্ট বড় হয়েছি, কিন্তু পরিবারের কাছে এখনো ছোট আছি।যাইহোক পরে মোটামুটি রাত হয়ে গিয়েছিল তাড়াতাড়ি ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়েছি।

ধন্যবাদ

H2
H3
H4
3 columns
2 columns
1 column
9 Comments