বরাবরের মতো প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি Incredible India কমিউটিকে এত সুন্দর একটি কনটেস্টের আয়োজন করার জন্য।আমি এই কনটেস্টে অংশগ্রহণ করতে পেরে উৎফুল্লবোধ করছি।নিচে আমি সহজ ও সাবলীল ভাষায় কনটেস্টে নিধারিত প্রশ্নের উত্তর দিতে চাই।চলুন তাহলে শুরু করি।
src
1. What is the definition of a happy family?
মানুষকে সামাজিক জীব বলা হয়। সামাজিক জীব হিসেবে মানুষের কেন্দ্র বিন্দু হলো পরিবার। মা বাবা, ভাই-বোন, স্ত্রী, দাদা-দাদী,চাচা-চাচী ইত্যাদি নিয়ে একটি পরিবার গড়ে ওঠে৷ পরিবার দুই রকমের। ১. একক পরিবার ২. যৌথ পরিবার। স্ত্রী,সন্তান-সন্ততি নিয়ে যে পরিবার গড়ে ওঠে তাকে বলা হয় একক পরিবার এবং চাচা-চাচী, দাদা-দাদি সহ যে পরিবার গড়ে ওঠে তাকে বলা যৌথ পরিবার৷ অনেক যুগ আগে যৌথ পরিবারের সংখ্যা বেশি থাকলেও এই আধুনিক যুগে নগরায়নের ফলে একক পরিবার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।যাইহোক,চলুন প্রসঙ্গে ফিরি......
আমার দৃষ্টিকোণ থেকে সুখি পরিবার আমি সেই পরিবারকেই বলবো, যে পরিবার একদমই ঝগড়াবিবাদ মুক্ত, যে পরিবারে পরিবারের সবার মতামতকে প্রধান্য দেওয়া হয় একথায় বলতে গেলে যে পরিবারে প্রত্যেকটা সদস্যের সমঅধিকার রয়েছে, যার কারনে পরিবারের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্বের সৃষ্টি হয় না। একে অপরকে সমানতালে বিশ্বাস করে। এমন পরিবারই আমার দৃষ্টিভঙ্গিতে সুখি পরিবার।
2. What things should we follow to keep our family happy? Justify.
src
একটি পরিবারকে সুখি হিসেবে গণ্য করতে হলে অবশ্যই কিছু পদক্ষেপ মেইনটেইন করে চলতে হবে।আমি কয়েকটি পদক্ষেপ সিলেক্ট করেছি যেগুলো মেনে চললে একটি পরিবার সুখি হিসেবে বিবেচিত হবে বলে আমি মনে করছি।
1️⃣মতামতের প্রধান্যঃ
পরিবারে যেকোনো কাজ করতে হলে অবশ্যই পরিবারের প্রত্যেকটা সদস্যের সাথে সে বিষয়ে আলোচনা করতে হবে। সবার মতামতকে প্রধান্য দিয়েই সেই কাজে অগ্রসর হতে হবে৷ তাহলে সেই কাজের ফলাফল ভালো কিংবা খারাপ যা-ই হোক, তা নিয়ে আর কারোর মধ্যে দ্বিধা দ্বন্দ্ব থাকবে না৷
2️⃣সহনশীলতাঃ
পরিবারের সবাই সবার উপর একটু সহনশীল হওয়া খুবই প্রয়োজন। তা না হলে পরিবারের সদস্যদের মধ্যে সব সময় ঝগড়া বিবাদ লেগেই থাকবে।তাই বড় ছোট যেকোনো রকমের ঝঞ্ঝাট এড়িয়ে চলতে সবাই সবার প্রতি সহনশীল হতে হবে৷
3️⃣কর্মমুখরঃ
পরিবারের উন্নয়ন সাধনের জন্য পরিবারের প্রত্যেকটা সদস্যকে হতে হবে কর্মমূখর৷ যে যেভাবে পারে পারিবারিক আয় বাড়াতে হবে, তা অবশ্যই হতে হবে হালাল কোনো পন্থায়।
কমপক্ষে এই তিনটি পদক্ষেপ মেইনটেইন করে চললে একটি পরিবার সুখি সমৃদ্ধশীল হতে পারে বলে আমি মনে করি৷
3. Can professional relationships become a portion of our family? Describe.
src
হ্যাঁ, প্রফেশনাল সম্পর্কগুলোও আমাদের পরিবারের অংশ হতে পারে।দিনশেষে আমরা সবাই সামাজিক জীব। কর্মের ক্ষেত্রে আমাদের বহু মানুষের সাথে মিশেতে হয় প্রতিনিয়ত। সক্ষতা গড়ে ওঠে তাদের সাথে৷আমরা যারা বিভিন্ন অফিসে কাজ করি সেই অফিসে কর্মরত মানুষগুলোও আমাদের পরিবারের মানুষের মতোই। উদাহরণ স্বরূপ বলতে পারি, আমরা স্টিমিট প্লাটফর্মে একটি কমিউনিটির আন্ডারে কাজ করি। প্রত্যেকটা সদস্য এখানে একজন অপরের পরিপূরক।
প্রত্যেক কমিটিতে সপ্তাহ শেষে একদিন হ্যাংআউটের আয়োজন করা হয়৷ যেখানে সকল সদস্য এক হয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলাপচারিতা হয়, সুখ দুঃখের আলাপ করা হয়।আমি মনে করি এটাও একধরনের পরিবার। উপরের আলোচনার ভিত্তিতে বলতেই পারি, প্রফেশনাল সম্পর্কগুলোও আমাদের পরিবারের অংশ হতে পারে।
জানিনা ঠিকঠাকভাবে সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছি কিনা। আমি শুধু আমার জায়গা থেকে চেষ্টা করেছি সকল প্রশ্নের উত্তর ঠিকঠাক দেওয়ার জন্য।
বিদায় নেওয়ার আগে আমি আমার তিনজন স্টিমিয়ান্স বন্ধুকে এই কনটেস্টে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
@sabus @abubokkar @hasnahena
সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।