হ্যালো বন্ধুরা ,,
অনেক দিন হয়ে গেল কিন্তু নাটক রিভিউ করা হয়ে থাকে না ৷ তাই আজকে হঠাৎ নাটক দেখতে গিয়ে নাটক টা ভালো লেগে যায় তাই ভাবছি এই নাকটি আজকে রিভিউ করবো ৷ আসলে এই নাটকটির সাথে বাস্তবের অনেক চিত্র মিল পাওয়া যায় ৷ জানি না আমার নাটক রিভিউ আমার কেমন হবে তবে চেষ্টা করবো ভালো করার জন্য ৷ তাহলে চল শুরু করা যাক ৷
আমি যে নাটকটি রিভিউ করতে যাচ্ছি সেই নাটকের নাম হল মুখোশ ৷ সাধারনত নাটকের শুরুতেই আমরা দেখতে পাই নায়ক মুশফিক ফারহান বাসে করে অফিসে যাচ্ছেন ৷ তিনি সপ্নে বিভোর ছিলেন কি যেন এক হতাশা স্বপ্ন তিনি দেখতে দেখতে হঠাৎ করে জেগে উঠে চমকে যান ৷ বাসে অনেক ভিড় ছিল তাই সে তারাহুরা করে নামতে গিয়ে বাসের ভিতরে থাকা লোক ধাক্কা দিয়ে তাকে রাস্তায় ফেলে দেয় ৷
তারপর কিছু লোক তাকে ঘিরে ভিডিও করতে থাকে ৷ তারা বলে আজকে এই ভিডিও দিয়ে অনেক ভিউ বানামু ৷ আর এই দিকে নায়ক মুশফিক ফারহান বলে একটি মানুষ রাস্তায় পড়ে আছে আপনারা আমাকে না তুলে আমাকে নিয়ে হাসি ঠাট্টা মজা করা শুরু করে দিয়েছেন ৷
তারপর ফারহান অফিসে চলে যায় ৷ আর অফিসে এসে কাজ করার সাথে সাথে স্যার এর ডাক পরে যায় তখন তিনি স্যারের রুমে প্রবেশ করে থাকে ৷ এবং স্যার তাকে একটি ফাইলে সাক্ষর দিতে বলে কিন্তু ফারহান ফাইল থেকে বুঝতে পারে ফাইলে অনেক ঝামেলা ফাইল ঠিকমত গুছানো নেই হিসেবের গোলমাল ৷ তাই ফারহান কোনভাবেই স্বাক্ষর দিতে রাজি হয় না ৷ কারন ছোটবেলায় তার মার দেওয়া শিক্ষা সে এখনো তার জায়গায় ধরে রাখছে ৷
ফারহান তার চাচার বাড়িতে থাকে ৷ আর সেখানে চাচার দুই মেয়ে রয়েছে তাদের কে পড়াশুনা করাতো ফারহান ৷ চাচাতো বোনেদের মধ্যে একজন ছিল বোবা সে ফারহানের অনেক দেখাশুনা করতো ৷ যেমন ফারহান অফিসের যাওয়ার জন্য তাকে নাস্তা বানিয়ে দেওয়া তারপর এভাবেই বোবা মেয়েটি ফারহানের যত্ন নিতো আর কি ৷
পরের দিন ফারহান অফিসে আবার চলে যায় তার কলিগের সাথে অনেক গল্প হয়ে থাকে ৷ এভাবে অফিসে চলে যায় অনেক সময় ৷ তারপর ফারহানের গালফ্রেন্ডের সাথে দেখা হয় সেখানে তারা দুজোনে অনেক সময় ধরে কথা বলতে থাকে ৷ তাকে বিয়ের প্রস্তাব দিয়ে থাকে ৷ কিন্তু সে বলে আমি চাচার বাড়িতে অনেক দিন থেকে আছি তাদের বাসা ছেড়ে দিয়ে অন্য বাসা নিলে কেমন হয় এতে করে তাদের খারাপ লাগবে ৷ তারপর তার গালফ্রেন্ড রাগ করে সেখান থেকে চলে যায় ৷
তারপর সে হঠাৎ দেখতে পায় একজন ছেলে রুটি চুরি করাতে তাকে বেরধর মারতেছে সে আগায় গিয়ে বলে সামান্য রুটির জন্য তাকে মারতে হবে ৷ ফারহান আসতে আসতে হঠাৎ করেই মুখোশধারী লোক দেখতে পায় আর মানুষের খারাপ চেহারাটা সে খুব সহজেই বুঝতে পারে ৷ তারপর ধীরে ধীরে সে দেখতে পায় সব গুলো মানুষ মুখোশে পরিনত হয়ে যাচ্ছে ৷ আর এই সমস্যাটা দিন দিন বেড়েই চলছে ৷ তাই একদিন ফারহান কে ডাক্টার এর কাছে নিয়ে যাওয়া হয় ৷
ডাক্টার বলেন সে সবসময় মুখোশধারী লোক দেখতে পায় ৷ আসলে ফারহান সব সময় ন্যায়ের পথে চলতো তার মায়ের দেওয়া শিক্ষা সে আজও মনে করে থাকে ৷ সে সবসময় মানুষকে সাহায্য করার চেষ্টা করে থাকে ৷ কিন্তু সে প্রতিদিন ভাবে তার মত করে আর কোন মানুষ নেই সবাই নিজের স্বার্থের জন্য ব্যস্ত হয়ে পরে ৷
আর এতো মানুষের মাঝে সে একটি মানুষকেই খুজে পায় সেই বোবা মেয়েটি যে কিনা ফারহানের চাচাতো বোন ছিল ৷ তখন সেই বোবা মেয়েটি তার হাত ধরে সেখান থেকে চলে আসে ৷ আর গল্পটি এখানেই শেষ হয়ে যায় ৷
ব্যাক্তিগত মতামত
মুখোশ নাটকটি বেশ ভালো লেগেছে আমার কাছে ৷ এই নাটকে বুঝানোর চেষ্টা করেছিল এই সমাজে মুখোশধারী মানুষের অভাব হয় না চারদিকেই লুকিয়ে রয়েছে মুখোশধারী মানুষ ৷ আসলে আমাদের সমাজে এই ধরনের মুখোশধারী মানুষের অভাব হয় না ৷ তারপর এই নাটকের গল্পটি ও যেমন তেমন নাটকের অভিনয় টাও অনেক সুন্দর ছিল ৷
যাই হোক আমার এই নাটক রিভিউ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ৷ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ৷
নাটক | মুখোশ |
---|---|
পরিচালক | রাফাত মজুমদার রিংকু |
লেখক | মিজানুর রহমান আরিয়ান |
অভিনয় | তানজিন তিশা , মুশফিক আর ফারহান |
মুক্তির তারিখ | ১৫ জুন ২০২৩ |
ভাষা | বাংলা |
সময় | ৫৮ মিনিট |
দেশ | বাংলাদেশ |
রেটিং
পরিচালনা | ৯ |
---|---|
কাহিনী | ১০ |
অভিনয় | ১০ |
নাটকটির ভিডিও লিংক
https://youtu.be/OktkT0qoAUA?si=ci_Lh7KpcQ6dEGLg