Better life steem||The diary game|| 16 December

Picsart_23-12-16_18-23-48-869.jpg

নমষ্কার বন্ধুরা,,

শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন ? আমিও বেশ ভালোই আছি ৷ তো প্রতিদিনের মত আজকেও সকালে ঘুম থেকে উঠলাম ৷ আজকের সারাদিনের অতিবাহিত সময় গুলো আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলছি ৷ তাহলে চলো শুরু করা যাক ৷

সকাল বেলা

IMG_20231216_094304.jpg

আমার মা খুব ভোরে উঠে ধান সিদ্ধ করতেছে কারন আমাদের খাওয়ার চাল শেষ হয়ে গেছে তার জন্য খুব তারাতারি করে ধান সিদ্ধ করতে হচ্ছে ৷ আমি সকালে উঠে মাকে সাহায্য করার জন্য যাই আর আমার মা এই দিকের বাকি কাজ গুলো করতে থাকে ৷ আর এই দিকে আমি চুলা গুলোতে খড় দিয়ে জ্বাল দিতে থাকি ৷ প্রায় ৬ মণ এর মত ধান সিদ্ধ করতে হবে সব গুলো ধান গুলো সিদ্ধ করতে করতে প্রায় ৯ টা বেজে যায় ৷

IMG_20231216_094318.jpg

তারপর সব ধান গুলো সিদ্ধ করা হলে একজায় রেখে দেই ৷ তারপর বাড়ির সবকাজ গুলো শেষ করে আমরা সকালের খাবার শেষ করে ফেলি ৷ আর এই দিকে অনেক চিন্তা এত গুলো ধান কিভাবে শুকাবো কারন আমাদের ধান শুকানোর মত কোন ধরনের জায়গা নেই ৷ তারপর আমাদের বাড়ির পাশে একটি বড় বাদামের মিল রয়েছে সেখানে অনেক বড় চাতাল রয়েছে ৷

কিন্তু সেখানেও জায়গা নেই সবাই দখল করে আছে ঐ খানে ৷ তারপর আমরা সেখানে যাই একটু জায়গা নেওয়ার জন্য কিন্তু কারো ধান শুকোয় নি আরো দুই তিন দিনের মত লাগবে ৷

দুপুর বেলা

IMG_20231216_094351.jpg

অবশেষে একজন বললো আমার ধান গুলো দুপুরের আগেই শুকোবে আর সেই জায়গা টি আমাদের দেওয়া হবে ৷ আমরা দুপুরের জন্য অপেক্ষা করতেছি ৷ আর এই দিকে আমরা ধান গুলো বস্তায় ভরা শুরু করলাম ৷ তারপর দুপুর হতে হতে একটি ভ্যানে করে ধানের বস্তা গুলো নিয়ে সেই মিলের চাতালে চলে আসি ৷

তারপর আমরা জায়গাটি পেয়ে ধান গুলো শুকোতে দিলাম ৷ বর্তমান সময়ে শীতকাল আর এই সময়ে রোদের তাপমাত্রা খুবই কম যার জন্য ধান শুকোতে প্রায় চার পাঁচ দিনের মত লেগে যাচ্ছে ৷ যাক আমরা অবশেষে জায়গাটি পেলাম তারপর আমি ধান গুলো চার পাশে মেলিয়ে দিলাম তারপর আমি ধানের উপরে পা দিয়ে চারপাশে ভালোভাবে ঘাঁটা দিলাম ৷ (ঘাঁটা) আমাদের গ্রামের ভাষায় বলে থাকি ৷ তারপর আমার মা চলে আসে তারপর আমি ঐ খান থেকে চলে আসি বাড়িতে এবং বাড়িতে এসে স্নান করে একটু ঘুমিয়ে পড়ি ৷

বিকাল বেলা

IMG_20231216_094735.jpg

বিকাল চার টার সময় আমি উঠে ধানের ঐ খানের যাই ৷ এবং ধান গুলো জড়ো করতে হবে তাই আমি আমার মা কে সাহায্য করতেছি ৷ অবশেষে ধান জড়ো করা হল এবং ধান গুলোকে ভালো ভাবে প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে আমি এবং আমার মা সেখান থেকে চলে আসি ৷

বাড়ি এসে পোস্টে কিছু কমেন্ট করলাম কমেন্ট করতে করতে বেশ কিছু কমেন্ট করে ফেললাম তারপর ভাবলাম একটু বাজারে ঘুরে আসি তাই বাজারের দিকে রওনা দিলাম ৷

সন্ধ্যা বেলা

IMG_20231216_180704.jpg

IMG_20231216_180648.jpg

তারপর আমি বাজারে পৌঁছে বেশ কিছু কাজ ছিলো সেগুলো সেরে ফেলি ৷ তারপর একটি চেনা পরিচিত মুদির দোকানে গিয়ে আমার ছোট বোনের জন্য একটি চকলেটের বৈরাম কিনে নেই ১৫০ টাকা দিয়ে ৷ আর ছোট বাচ্চারা এমনিতে চকলেট অনেক পছন্দ করে থাকে ৷

তাই আমি ছোট বোনের কথা মত ওর পছন্দের চকলেট কিনে বাজারে আরেকটু আড্ডা দিয়ে বাড়ির দিকে রওনা দেই বাড়ি পৌঁছে দেখি রাত ৮ টার মত বেজে গেছে ৷ তারপর আমি রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়ি ৷ এখন আমার কাজ আমার স্টিমিট প্লাটফর্মের বন্ধুদের পোস্ট পড়া ও মন্তব্য করা ৷

যাই হোক আজকে আমি আমার সারাদিনের কার্যক্রম গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ শুভ রাত্রি🤗

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered
THE END

IMG_20230720_181603.png

H2
H3
H4
3 columns
2 columns
1 column
24 Comments