হ্যালো বন্ধুরা,,,
আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন ৷ আমিও ইশ্বরের কৃপায় অনেক ভালো আছি ৷ আমি আজকে প্রতিযোগীতার পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ৷ আর আজকের প্রতিযোগীতার হল , স্টিম এনগেজমেন্ট চ্যালেঞ্জ S12/W6/"আমার দেশে মহা উৎসব ৷" তাহলে চল শুরু করা যাক ৷
What is the grand festival in your country, and how do you celebrate that festival?(Mention some rituals if you follow). |
---|
আমাদের দেশে সনাতন ধর্মের মধ্যে সবচেয়ে বড় পূজা হলো দূর্গা পূজা আর এই দুর্গা পূজা বছরে একবার হয়ে থাকে ৷ আমরা প্রতি বছরে অনেক আগ্রহীর সাথে অপেক্ষা করে থাকি আমরা কবে আরো দূর্গা পূজা দেখতে পারবো ৷ দূর্গা পূজা মানেই আমাদের সনাতন ধর্মের একটি বিশেষ বড় ধরনের পূজা ৷ শুধু দূর্গা পূজা বলতে না আরো অনেক পূজা রয়েছে যেগুলো পূজাতেও আমরা অনেক আনন্দ করে থাকি ৷ আমাদের সনাতন ধর্মের কথায় আছে বারো মাসে তের পূজা করে থাকি ৷ আর প্রতিটি পূজায় আমরা সঠিক ভাবে পালন করে থাকি এবং আনন্দ করে থাকি ৷
আমাদের এই দুর্গা পুজো তিন দিন ব্যাপী চলে ঢাক ঢোল দিয়ে এবং আরতি প্রদান করে মা দূর্গাকে সন্তুষ্টি করার চেষ্টা করে থাকি ৷ তারপর আমরা তিনদিন দূর্গা মায়ের মন্দিরে গিয়ে মায়ের স্মরনে পুষ্পানজলী দিয়ে থাকি ৷ তারপর যেদিন বিসর্জন হবে সেদিন ও আমরা খুব সকালে মায়ের মন্দিরে গিয়ে মাকে বিসর্জন দিতে যাই তারপর রং মাখামাখি করে অনেক আনন্দ করে থাকি নিজেদের মধ্যে ৷ যার জন্য এই দুর্গা পুজাটি আমার অনেক ভালো লাগে এবং আমরা সবাই অনেক আনন্দ করে থাকি ৷
এই দুর্গা পূজাতে আমরা একসাথে ঘুরি এবং মেলাতে অনেক কিছু দেখি এবং অনেক খাবার ও খেয়ে থাকি তারমধ্যে আমার পছন্দের খাবার হল আচার যেটা দূর্গা পুজোতে আমি খেয়ে থাকি ৷
Would you love to go on a vacation during this festive period, or would you love to stay in your country and celebrate the festival with your family? Give the reason behind your choice. |
---|
আমি এই দুর্গা পুজো উৎসবে দেশে থেকে পরিবারের সাথে উৎসব উৎযাপন করতে অনেক পছন্দ করে থাকি ৷ কারন পরিবারের সাথে যে কোন উৎসব উৎযাপন করলে মন অনেক ভালো থাকে কোন কিছু তে মন খারাপ হবে না ৷ আমরা অনেক সময় পরিবারের সাথে সময় করে কোন অনুষ্ঠান বা পুজোতে তেমন ভাবে আনন্দ করতে পারি না ৷ কিন্তু আমি মনে করি যে কোন ধর্মীয় অনুষ্ঠানে পরিবারের সাথে সময় কাটানো আসলেই অনেক আনন্দময় হয়ে উঠে ৷
তাছাড়াও পরিবারের সাথে ঘুরে বেড়ানো একসাথে মায়ের মন্দিরে গিয়ে প্রসাদ নেওয়া থেকে শুরু করে মায়ের মন্দিরে গিয়ে আরাধনা ভক্তি আসলেই অনেক আনন্দময় করে তোলে ৷ পরিবারের সাথে বেশিক্ষণ ঘুরতে হয় না একটু সময় ঘুরলেই মনের মধ্যে প্রশান্তি নিয়ে আসে ৷
Share with us if you have any memorable moments related to the festival. |
---|
এই দূর্গাপুজো উৎসবে আমার একটি স্মৃতি রয়েছে যেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ৷ আমি দূর্গা পুজো আসলে মনের মধ্যে অনেক কৌতুহল থাকলেও বেশি আনন্দ করতে পারি না ৷ কারন প্রতিবছরে আমি আমাদের বাড়ির কাছে মা দূর্গা মন্দির ছাড়া দুরে কোথাও দেখতে যেতে পারি না ৷ কিন্তু গত বছরে আমি দুরে একটি দূর্গা মা মন্দিরে ঘুরতে যাই যেটা আমাদের জেলার মধ্যে সর্বপ্রথম ফাস্ট হয়েছিল ৷ অনকে মানুষের ভিড় হয়েছিল সেখানে ৷
মানুষের পিছনে মানুষ ছিল তারপরও আমি অনেক কষ্ট করে সেখানে প্রবেশ করে মা দূর্গাকে দর্শন করেছি ৷ সেখানের সবকিছুই অনেক সুন্দর ছিল মূর্তি গুলো অনেক সুন্দর ভাবে তৈরি করা হয়েছিলো ৷ যা দেখে মানুষের মন ভরে যায় ৷
আমি মনে করি এই দুর্গা পুজো উৎসবে আমার এটাই একটি স্মৃতি যে আমি সেই দূর্গা মায়ের মন্ডবে গিয়ে মা দূর্গাকে দর্শন করতে পেরেছি ৷ জয় মা দূর্গা সবার মঙ্গল কামনা করুন ৷
আমি একটি খুব সুন্দর প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছি ৷ তাই আমি আমার তিনজন বন্ধুকে এই প্রতিযোগীতার অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি , @nirob70 @sabus @saha10 আশা করি আপনারা এই প্রতিযোগীতার অংশগ্রহণ করবেন ৷