Steem engagement challenge-S12/W6|"The grand festival in my country."

20231012_004951_0000.png

হ্যালো বন্ধুরা,,,

আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন ৷ আমিও ইশ্বরের কৃপায় অনেক ভালো আছি ৷ আমি আজকে প্রতিযোগীতার পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ৷ আর আজকের প্রতিযোগীতার হল , স্টিম এনগেজমেন্ট চ্যালেঞ্জ S12/W6/"আমার দেশে মহা উৎসব ৷" তাহলে চল শুরু করা যাক ৷

IMG_20231012_003325.jpg

What is the grand festival in your country, and how do you celebrate that festival?(Mention some rituals if you follow).

আমাদের দেশে সনাতন ধর্মের মধ্যে সবচেয়ে বড় পূজা হলো দূর্গা পূজা আর এই দুর্গা পূজা বছরে একবার হয়ে থাকে ৷ আমরা প্রতি বছরে অনেক আগ্রহীর সাথে অপেক্ষা করে থাকি আমরা কবে আরো দূর্গা পূজা দেখতে পারবো ৷ দূর্গা পূজা মানেই আমাদের সনাতন ধর্মের একটি বিশেষ বড় ধরনের পূজা ৷ শুধু দূর্গা পূজা বলতে না আরো অনেক পূজা রয়েছে যেগুলো পূজাতেও আমরা অনেক আনন্দ করে থাকি ৷ আমাদের সনাতন ধর্মের কথায় আছে বারো মাসে তের পূজা করে থাকি ৷ আর প্রতিটি পূজায় আমরা সঠিক ভাবে পালন করে থাকি এবং আনন্দ করে থাকি ৷

আমাদের এই দুর্গা পুজো তিন দিন ব্যাপী চলে ঢাক ঢোল দিয়ে এবং আরতি প্রদান করে মা দূর্গাকে সন্তুষ্টি করার চেষ্টা করে থাকি ৷ তারপর আমরা তিনদিন দূর্গা মায়ের মন্দিরে গিয়ে মায়ের স্মরনে পুষ্পানজলী দিয়ে থাকি ৷ তারপর যেদিন বিসর্জন হবে সেদিন ও আমরা খুব সকালে মায়ের মন্দিরে গিয়ে মাকে বিসর্জন দিতে যাই তারপর রং মাখামাখি করে অনেক আনন্দ করে থাকি নিজেদের মধ্যে ৷ যার জন্য এই দুর্গা পুজাটি আমার অনেক ভালো লাগে এবং আমরা সবাই অনেক আনন্দ করে থাকি ৷

IMG_20231012_003446.jpg

IMG_20231012_003436.jpg

এই দুর্গা পূজাতে আমরা একসাথে ঘুরি এবং মেলাতে অনেক কিছু দেখি এবং অনেক খাবার ও খেয়ে থাকি তারমধ্যে আমার পছন্দের খাবার হল আচার যেটা দূর্গা পুজোতে আমি খেয়ে থাকি ৷

Would you love to go on a vacation during this festive period, or would you love to stay in your country and celebrate the festival with your family? Give the reason behind your choice.

আমি এই দুর্গা পুজো উৎসবে দেশে থেকে পরিবারের সাথে উৎসব উৎযাপন করতে অনেক পছন্দ করে থাকি ৷ কারন পরিবারের সাথে যে কোন উৎসব উৎযাপন করলে মন অনেক ভালো থাকে কোন কিছু তে মন খারাপ হবে না ৷ আমরা অনেক সময় পরিবারের সাথে সময় করে কোন অনুষ্ঠান বা পুজোতে তেমন ভাবে আনন্দ করতে পারি না ৷ কিন্তু আমি মনে করি যে কোন ধর্মীয় অনুষ্ঠানে পরিবারের সাথে সময় কাটানো আসলেই অনেক আনন্দময় হয়ে উঠে ৷

তাছাড়াও পরিবারের সাথে ঘুরে বেড়ানো একসাথে মায়ের মন্দিরে গিয়ে প্রসাদ নেওয়া থেকে শুরু করে মায়ের মন্দিরে গিয়ে আরাধনা ভক্তি আসলেই অনেক আনন্দময় করে তোলে ৷ পরিবারের সাথে বেশিক্ষণ ঘুরতে হয় না একটু সময় ঘুরলেই মনের মধ্যে প্রশান্তি নিয়ে আসে ৷

IMG_20231012_003210.jpg

Share with us if you have any memorable moments related to the festival.

এই দূর্গাপুজো উৎসবে আমার একটি স্মৃতি রয়েছে যেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ৷ আমি দূর্গা পুজো আসলে মনের মধ্যে অনেক কৌতুহল থাকলেও বেশি আনন্দ করতে পারি না ৷ কারন প্রতিবছরে আমি আমাদের বাড়ির কাছে মা দূর্গা মন্দির ছাড়া দুরে কোথাও দেখতে যেতে পারি না ৷ কিন্তু গত বছরে আমি দুরে একটি দূর্গা মা মন্দিরে ঘুরতে যাই যেটা আমাদের জেলার মধ্যে সর্বপ্রথম ফাস্ট হয়েছিল ৷ অনকে মানুষের ভিড় হয়েছিল সেখানে ৷

মানুষের পিছনে মানুষ ছিল তারপরও আমি অনেক কষ্ট করে সেখানে প্রবেশ করে মা দূর্গাকে দর্শন করেছি ৷ সেখানের সবকিছুই অনেক সুন্দর ছিল মূর্তি গুলো অনেক সুন্দর ভাবে তৈরি করা হয়েছিলো ৷ যা দেখে মানুষের মন ভরে যায় ৷

আমি মনে করি এই দুর্গা পুজো উৎসবে আমার এটাই একটি স্মৃতি যে আমি সেই দূর্গা মায়ের মন্ডবে গিয়ে মা দূর্গাকে দর্শন করতে পেরেছি ৷ জয় মা দূর্গা সবার মঙ্গল কামনা করুন ৷

আমি একটি খুব সুন্দর প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছি ৷ তাই আমি আমার তিনজন বন্ধুকে এই প্রতিযোগীতার অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি , @nirob70 @sabus @saha10 আশা করি আপনারা এই প্রতিযোগীতার অংশগ্রহণ করবেন ৷

IMG_20230720_181503.png

ধন্যবাদ সবাইকে🙏🙏

IMG_20230720_181603.png

H2
H3
H4
3 columns
2 columns
1 column
10 Comments