Steemit Engagement Challenge-S12W5 | Favorite Travel Destination

Blue & white creative marketing agency facebook post_20231007_233301_0000.png Edited by Canva

Hello Friends,
Hope you are all fine and healthy. I am also fine by the grace of God. Now I am so excited to see this attractive topic. Like others, I love traveling. Now I want to share my favorite travel destination with you. So let's start the main topic.

‣ What's your favorite travel destination & why?

1000010143-01.jpeg

আমার প্রিয় গন্তব্য, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি অংশ সুন্দরবন ও চালের গুদাম (সাইলো)।

যে কারণে আমার কাছে প্রিয়:-

1000010144-01.jpeg

এখানে আছে নিঃস্বার্থ প্রকৃতি যেটা আমাদের নতুন করে জীবন সাজাতে উৎসাহিত করে। এই প্রকৃতির মধ্যে বিচরণ করা মাত্রই নিজেকে একজন প্রকৃতির পূজারী মনে হয়।

দেখা মেলে বিচিত্র সামুদ্রিক প্রাণীর সাথে। আবার এখানে আছে আমার দেশের একটি বিখ্যাত চালের গুদাম। এই চালের গুদামের দুই-তৃতীয়াংশ অবস্থিত জলের মধ্যে। এই স্থানে থাকা সবকিছু আমার কাছে অনেক অনেক বেশি আকর্ষণীয়।

এখানে কৃত্রিমতার কোনো স্পর্শ নেই। শুধুমাত্র এই চালের গুদাম ছাড়া বাকি সব কিছুই প্রাকৃতিক। ঈশ্বরের সৃষ্টির বৈচিত্র্যময় সৌন্দর্য উপভোগ করতে ইচ্ছুক হলে, বার বার ফিরে আসতে হবে এখানেই।

‣ Any speciality of that particular area.

IMG20231005153645.jpg

সুন্দরবন পৃথিবী বিখ্যাত ম্যানগ্রোভবন/লোনাপানির বন নামে পরিচিত। প্রতিদিন জোয়ারের জলে প্লাবিত হয় এই বন। সুন্দরী গাছের নামানুসারেই নামকরণ করা হয়েছে সুন্দরবন। বন্য প্রাণীর নিরাপদ আবাসস্থল এই সুন্দরবন।

সুন্দরবনের গোলপাতা খুবই পরিচিত, কারণ এই গোলপাতা ঘরের ছাউনী হিসেবে ব্যবহার করা হয়। হাজার হাজার মানুষ তাদের জীবিকা নির্বাহ করে এই গোলপাতা সংগ্রহ করে। তবে এটাতে থাকে অনেক ঝুঁকি। কারণ সুন্দরবনে আছে রয়েল-বেঙ্গল-টাইগার ‌।

কেওড়া খেতে ঝাঁক বেঁধে আসে হরিণের দল। এই স্থান সবচাইতে বিপদজনক, কারণ বাঘ হরিণ শিকারের জন্য খাপ পেতে বসে থাকে।

তাছাড়া আমার ব্যক্তিগত অভিমত এটাই যে আমার জন্য এই স্থান ভ্রমণ ব্যয়বহুল না‌। বরং সাস্থ্যসম্মত প্রকৃতিকে উপভোগ করার সুবর্ণ সুযোগ। তাছাড়া নদী উপকূলীয় মানুষের জীবন-যাপন খুব কাছ থেকে পরিদর্শন।

সুন্দরবন আমাদের দেশের জন্য বট বৃক্ষের ছায়া। অধিকাংশ প্রাকৃতিক বিপর্যয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এই সুন্দরবন। এটাই হলো আমাদের সুন্দরবনের বিশেষত্ব।

‣ Any special moment/ incident related your favorite travel destination.

1000010142-01.jpeg

আমরা নদীপথে পৌঁছেছিলাম এই পশুর নদীর পাড়ে অবস্থিত চালের গুদামে। এখানে ও একটি গ্রাম আছে। তবে আমরা একটু অবাক হয়েছিলাম, কারণ রাস্তাতে কোনো জনমানব ছিল। চালের গুদামের মেইন দরজার সামনে ছিল না কোনো পাহারাদার।

IMG_20231007_235700.jpg

চালের গুদামের দক্ষিণ পাশেই একটা ছোট খাল তবে গভীর। আবার ভাটার সময় জল কমার জন্য বাঘ মামা মাঝেমধ্যেই গ্রামে প্রবেশ করে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে।

1000010147-01.jpeg

আমরা সবাই হাঁটাহাঁটি করতেছিলাম ও ছবি তুলেছিলাম। হঠাৎ কেউ একজন কর্কশ কন্ঠে চিৎকার করে উঠল। এবং আমাদেরকে বলল যে আমরা যেন কোনো একটা কক্ষে প্রবেশ করে দরজা লক করা।

আমরা অনেকটা বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছিলাম। কি করবো, কিছুই বুঝে ওঠার আগে ঐ ভদ্রলোক আমাদের শাসনের ছলে একটি কক্ষে নিয়ে গিয়েছিলেন। তারপর দরজাটা লক করে হাঁপাতে হাঁপাতে বললেন যে গত রাতে একটা বাঘ নদী পার হয়ে গ্রামে প্রবেশ করেছিল।

এটা গ্রামের লোকজন দেখেছিল কিন্ত আবার বনে ফিরে গিয়েছে কি না কেউ বলতে পারছে না‌। ইতিমধ্যে মাইকিং করা হয়েছে যাহাতে কেউ ঘর থেকে বাইরে না আসে। এটা জানার পর আমাদের সবার অবস্থা বেহাল।

তারপর নৌকার মাঝিকে কল করে সব কিছু জানিয়েছিলাম। কিছুক্ষণ বাদেই পুলিশের গাড়ির শব্দ শুনে একটু হালকা মনে হচ্ছিল। তারপর ঐ পুলিশের দুই হাবিলদার আমাদেরকে সাথে নিয়ে নৌকা পর্যন্ত পৌঁছে দিয়েছিল। তারপর সন্ধ্যার মধ্যেই যে যার বাড়িতে পৌঁছেছিলাম।

‣ Conclusion:-

ভ্রমণের জন্য আমরা সেই স্থানটি নির্বাচন করি, মেটা আমাদের কাছে নতুন। আবার যেখান থেকে অনেক কিছু জানতে পারবো বা জ্ঞান অর্জন করতে পারবো। যাইহোক, আমার দৃষ্টিকোণ থেকে আমি উপরোক্ত প্রশ্নোত্তর গুলো উপস্থাপন করেছি।

I would like to invite some of my honourable friends, @rosselena, @mireyalongart, @munaa, @noelisdc and @enamul17 to participate this attractive topic.

H2
H3
H4
3 columns
2 columns
1 column
12 Comments