বন্ধুরা কেমন আছেন সবাই?
আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন, যদিও এই কঠিন সময়ে ভালো থাকতে পারাটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য কিন্তু তবুও আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। কারন হাল ছেড়ে দেয়া মানেই পরাজয় স্বীকার করে নেয়া।
আমরা যারা ব্লগ কিংবা ফটোগ্রাফি করতে ভালোবাসি, তারা নানাভাবে নিজেদের চিত্রকর্মগুলো উপস্থাপন করার চেস্টা করি। কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটি বাড়তি চেষ্টা করতে হয় আর সেটা হলো আমাদের ফটোগ্রাফিগুলো নিজের কিংবা অরিজিনাল সেটা প্রমান করতে হয়। যদিও অনেকেই গুগল কোড ব্যবহার করেন, ক্যামেরার বিরবণযুক্ত করেন এবং সাথে সেলফি দেয়ার চেস্টা করেন।
কিন্তু আমাদের স্টিম কমিউনিটিতে বর্তমানে ফটোগ্রাফি কিংবা লোকেশন নিশ্চিত করার জন্য what3words এর কোড ব্যবহার করার ক্ষেত্রে বেশী উৎসাহ প্রদান করা হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে স্টিমকিউরেটর কর্তৃক ভালো সাপোর্ট দেয়া হচ্ছে। সুতরাং আমরাও আপনাদের উৎসাহিত করছি আপনার লোকেশন অথবা ফটোগ্রাফির ক্ষেত্রে what3words এর কোড ব্যবহার করার জন্য। যেহেতু সবাই নতুন এই বিষয়টির প্রতি ভালোভাবে জানেন না এবং এর কোডটি কিভাবে ব্যবহার করতে হয় সেটাও অনেক সময় বুঝতে পারেন না। তাই আজ আমি what3words এর কোড ব্যবহারের একটি নির্দেশনা শেয়ার করবো।
প্রথমে আমরা আমাদের ব্রাউজার ওপেন করবো এবং what3words.com এর পেজটি ওপেন করবো।
পেজটি ওপেন করার পর বাম দিকের বক্সে আমরা আমাদের নির্দিষ্ট লোকেশন খুঁজে বের করবো। তাই প্রথমে সেখানে আপনার নির্দিস্ট স্থানের নাম লিখুন এবং সার্চ দিন।
এখন সেই সার্চ বক্সে আমি লিখলাম বায়তুল মোকাররম, যদিও সব সময় এখানে বাংলা নাও কাজ করতে পারে তখন আপনাকে ইংরেজীতে স্থানের নাম টাইপ করতে হবে। লক্ষ্য করুন বায়তুল মোকাররম ম্যাপে দেখাচ্ছে-
এরপর আমরা what3words এর কোডটি সংগ্রহ করবো এবং আমার ফটোগ্রাফি অথবা লোকেশন নির্দিষ্ট করার জন্য ব্লগে ব্যবহার করবো। আমরা যেখানে স্থান সার্চ করেছিলাম লক্ষ্য করুন সেখানে তিনটি নতুন শব্দ দেখাচ্ছে আর এই শব্দগুলোই হলো আমাদের what3words লোকেশন কোড। এগুলো অথবা উপরের অংশহতে লিংকটি আমরা ব্যবহার করবো।
https://what3words.com/churn.sharp.abstracts এই কোডটি আমরা আমাদের ব্লগে ব্যবহার করবো। তথাপিও আমরা গুগলের কোড ব্যবহার করতে পারবো এবং অবশ্যই ক্যামেরার বিবরণযুক্ত করবো।
এটা খুব কঠিন বিষয় না, কিন্তু সমস্যা হলো আমরা কেউ আমাদের কাজের মান ভালো করার জন্য সময় বিনিয়োগ করতে চাই না, বরং আমরা সকল ক্ষেত্রে দ্রুত এবং শর্টকাট পদ্ধতিগুলো খোঁজার চেষ্টা করি, যা আমাদের কাজের মান খারাপ করার সাথে সাথে সাথে নিজেদের সম্পর্কে একটি নেগেটিভ অবস্থা তৈরী করে। সুতরাং আসুন আমরা একটু সময় ব্যয় করে হলেও আরো ভালোভাবে নিজেদের কাজগুলোকে উপস্থাপন করার চেষ্টা করি।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
Follow me on Twitter: https://twitter.com/hafizdhakaAdd me on Facebook : https://www.facebook.com/hafiz.metuSubscribe my Channel on YouTube: https://www.youtube.com/channel/UCMjwsztBrprT7XWeVwURrjA
Support @amarbanglablog by Delegation your Steem Power
|| Community Page | Discord Group ||