আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। এটি হচ্ছে একটি সিম্পল আর্ট। এই আর্টটি হল একটি উড়তে যাওয়া পাখির আকৃতিতে গাছের পেন্সিল আর্ট। আজকের এই আর্টটি কিছুটা ভিন্ন ভাবে করার চেষ্টা করেছি। আমরা অনেক সময় দেখতে পাই যে বাগানে বেশ কিছু গাছ কেটে বিভিন্ন ডিজাইন তৈরি করে রাখা হয়। বিষয়টি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে এই কাজগুলো হয়ে থাকে বিভিন্ন পাতা বাহারি গাছ দিয়ে। সেখান থেকেই কিছুটা ধারণা নিয়ে আজকের এই চিত্রাংকনের উদ্দেশ্য। সেটাকে আরো কিভাবে চমৎকার করা যায় আরো কিভাবে সৌন্দর্য বাড়ানো যায় সেজন্য আমি ইউটিউবে আরো পরিষ্কার ধারণা নিয়ে আজকের পেন্সিল আর্টটি শুরু করি। তাহলে চলুন বন্ধুরা দেখে আসবেন কিভাবে আমি ধাপে ধাপে এই আর্টটি করেছি।
ড্রয়িংটির সর্বশেষ ফটোগ্রাফি
- ড্রয়িং খাতা
- পেন্সিল
- কাটার ও
- রাবার।
- প্রথমে আমি একটি সাদা কাগজ ও পেন্সিল নিয়ে গাছটির নিচের অংশ বা বলতে পারেন পাখিটির পা অঙ্কন করে নিলাম।
- তারপর আমি বিভিন্ন ডালপালা দিয়ে গাছটির সামনের অংশ বা পাখির সামনের অংশ বা মাথার অংশ অংকন করে নিলাম।
- এবার আমি গাছটির পিছনে অংশ বা পাখিটির লেজের অংশ অঙ্কন করে নিলাম।
- তারপর আমি গাছটির বিভিন্ন ডালপালা দিয়ে উপরের অংশ বা পাখিটির পাখনা খাড়া অবস্থায় আছে সেভাবে অঙ্কন করে নিলাম।
- এবার আমি গাছটি বা পাখিটির সামনের অংশ বা মাথার অংশটি ডালপালাগুলো পাতার মতো অঙ্কন করে আরো ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। পাখিটির একটা চোখও অঙ্কন করে নিলাম।
- এবার আমি পাখিটি লেজের অংশের ডালপালা গুলো পাতা অংকনের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।
- তারপর গাছটি বা পাখিটির উপরের অংশের পাখনা গুলো পাতা অংকনের মাধ্যমে ফুটিয়ে তুললাম। এভাবে আমি আমার আজকের চিত্রাংকনটি সম্পূর্ণ করলাম।
ধন্যবাদান্তে
@isratmim