আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিযোগিতায় অংশগ্রহণের মজাই আলাদা। যদিও অনেক চিন্তাভাবনা অনেক কষ্ট করে এই প্রতিযোগিতা গুলো অংশগ্রহণ করতে হয় তারপরেও কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মজাই অন্যরকম। এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু হলো কাগজ দিয়ে ফুল তৈরি। আমার বাংলা ব্লক কর্তৃক আয়োজিত প্রতিযোগিতা-৪২ এ এই প্রতিযোগিতা আমি আমার অংশ গ্রহণ করছি। ফুল হচ্ছে আমাদের সৌন্দর্যের প্রতীক শান্তির প্রতীক তাই এর ব্যবহার প্রত্যেকটা অনুষ্ঠানে হয়ে থাকে যার কারণে অনুষ্ঠানগুলো দেখতে অনেক সৌন্দর্য ফুটে ওঠে। এবারের প্রতিযোগিতাটি খুবই চমৎকার একটি প্রতিযোগিতা এই প্রতিযোগিতার মাধ্যমে আমার বাংলা ব্লগ প্রতিষ্ঠানটিও অনেক সৌন্দর্যে ফুটে উঠবে প্রত্যেকের অংশগ্রহণের মাধ্যমে।
প্রতিযোগিতা ছাড়াও আমরা রঙিন কাগজ দিয়ে বিভিন্ন রকম ফুল বা ডাই তৈরি করে থাকি। সত্যি বলতে জিনিসগুলো তৈরি করতে অনেক আনন্দ লাগে আবার কিছু কিছু ক্ষেত্রে নিজের মন মত না হলে কিন্তু অনেক বিরক্তির কারণে হয়ে ওঠে। ঠিক আমি এই ডাইটি তৈরি করতে গিয়ে প্রথমে অনেক আনন্দের সহিত শুরু করেছিলাম কিন্তু পরে কিভাবে কি করব কোনটা দিয়ে কিভাবে কি মিলাবো এই চিন্তা করতে করতেই একটা সময় বিরক্তি চলে আসে। তবে বিরক্তি নিয়ে বসে থাকলে চলবে না তাই আমি অনেক চিন্তা ভাবনা করে এক এক করে তিন থেকে চারটি ফুল তৈরি করি। কিন্তু এই বিভিন্ন রকম ফুল গুলোকে কিভাবে সাজাবো তার কোনোভাবেই আইডিয়া আসতে ছিল না। পরক্ষণে মাথায় চলে আসলো এই সবগুলো ফুল দিয়ে যদি একটি ফুলের তোড়া তৈরি করে ফেলি তাহলে তো দেখতে খারাপ হবে না। ফুল আমরা যেভাবেই তৈরি করি না কেন কাগজের তৈরি ফুলগুলো কিন্তু দেখতে অনেক অসাধারণ হয়ে থাকে। আপনাদের কার কাছে কেমন লাগে তা জানি না তবে আমার কাছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই এবারের প্রতিযোগিতায় সকলের ফুল তৈরির বিষয়টি আমি অনেক এনজয় করব এটা আমার বিশ্বাস। ফুল ভালোবাসা না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না তার মধ্যে আমিও একজন তাই আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আমার দীর্ঘ বিশ্বাস আমার এই ফুল বানানোর কৌশল এবং ফুলের তোড়াটি আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে।
ফুল ও ফুলের তোড়ার ডাইটির সর্বশেষ ফটোগ্রাফি


- রঙ্গিন কাগজ (ছয় রঙের)
- টিস্যু পেপার
- কেঁচি
- ঘাম ও
- সৃজনশীলতা।

টিস্যু দিয়ে গোলাপ ফুল তৈরির ধাপসমূহ
- প্রথমে আমি ৬ পিস পরিমাণ টিস্যু একটা একটা করে না কেটে ছয়টা একসাথে কেটে নিলাম। তারপর এই লম্বা টিস্যুটির ডান পাশ থেকে ওপরের এক কর্নারে একটা ভাজ দিয়ে দুই আঙ্গুল দিয়ে একটু চিপে দিলাম। এভাবে বাম হাত দিয়ে ভাঁজ করে ডান হাতের আঙ্গুল দিয়ে চিপে দিতে থাকলাম এভাবে করে সবগুলো টিস্যুতে এক এক করে চিপে দিলাম।

- তারপর আমি এই টিস্যু পেপার নিয়ে ডান হাত দিয়ে হালকা করে গোল করে ভাঁজ করে নিলাম। এখানে আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে এই গোল ভাঁজটি কিন্তু বেশি টাইট করে করা যাবে না। তাহলে কিন্তু গোলাপ ফুল ফুটবে না। এভাবে আমি এক এক করে তিনটি ফুল তৈরি করে নিলাম।

রঙ্গিন কাগজ দিয়ে ডালিয়া ফুল-১ তৈরির ধাপসমূহ
- প্রথমে আমি একটি রঙিন কাগজ নিয়ে তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি পরিমাণ চারটি কাগজের টুকরো কেটে নিলাম। তারপর এর চারটি কাগজের টুকরো ভাঁজ করে নিলাম। তারপর এগুলোকে নিচের অংশে কেঁচি দিয়ে গোল করে কেটে নিলাম।

- তারপর আমি এগুলোকে আবার কেঁচি দিয়ে চিকন চিকন করে কেটে ডিজাইন করে নিলাম। এরপর আমি কাগজগুলোকে ভাঁজ থেকে খুলে নিলাম এগুলোকে ফুলের পাপড়ি মতো করে তৈরি করে নিলাম। এবার আমি প্রথম পাপড়িটিকে শুধু কেচি দিয়ে কেটে দিলাম মাঝখান পর্যন্ত, তারপর দ্বিতীয়টিকে এক ভাঁজ পরিমাণ কেটে নিলাম। তারপর তৃতীয়টিকে দুই ভাঁজ পরিমাণ কেটে নিলাম। তারপর চতুর্থটিকে তিন ভাঁজ পরিমান কেটে নিলাম।

- এবার আমি ঘাম দিয়ে কাটা পাপড়িগুলো এক এক করে লাগিয়ে নিলাম একবারে এক ভাঁজ কাটা পাপড়িটা পর্যন্ত। তারপর ঘাম দিয়ে একটার ভিতর আরেকটা এভাবে সবগুলো পাপড়ি লাগিয়ে দিলাম এভাবেই তৈরি হয়ে গেল আমার ডালিয়া ফুল-১।

রঙিন কাগজ দিয়ে ডালিয়া ফুল-২ তৈরি ধাপসমূহ
- প্রথম যে ফুলটি তৈরি করেছিলাম সে ফুলটির মত করে একই রকম কিছুটা ভিন্ন রকম ডিজাইনে আরেকটি ডালিয়া ফুল তৈরি করলাম। এখানে আমি লালের মধ্যে একটি সাদা পাপড়ি ব্যবহার করাতে ফুলটি আরো বেশি ফুটে উঠেছে।


রঙ্গিন কাগজ দিয়ে ভিন্ন একটি ফুল তৈরির ধাপসমূহ
- এই ফুলটি সম্পূর্ণ আমি ভিন্নভাবে তৈরি করেছি যে কয়টি কালার এখানে ব্যবহার করেছি তার মধ্যে তিনটি কালার দিয়ে ফুলটি তৈরি করেছি। আসলে এটি তৈরি করার কোন ইচ্ছে ছিল না হঠাৎ কেন জানি মনে হল এরকম একটি ফুল তৈরি করে দেখি বড় একটি ফুল তারপর এই ফুলটি নিচের ধাপ অনুযায়ী তৈরি করে ফেললাম। সত্যি বলতে ফুলটি তৈরি করাতে অনেক কাজে লেগেছে পরবর্তীতে। এই ফুলটি পরবর্তী ফুলের তোড়াটিকে বেশি ফুটিয়ে তুলেছে।

রঙ্গিন কাগজ দিয়ে ফুলের বোঁটা তৈরি
- এবার আমি ফুলের নিচে বোটা তৈরি ধাপগুলো আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি একটি সবুজ কাগজ নিয়ে দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি পরিমাণ কাগজ কেটে এরপর এটিকে কেটে ডিজাইন করে নিলাম নিচের ধাপ অনুযায়ী।


- এবার আমি আরেকটি সবুজ কাগজ নিয়ে তিন ইঞ্চি ভাই পুরো কাগজ লম্বা যতটুক আছে তার পরিমাণ নিয়ে কেটে নিলাম। তারপর এটিকে হাত দিয়ে বটে ডাটা তৈরি করে নিলাম। এরপর ছোট ছোট করে কেটে উপরের যে ফুলের নিচের অংশটি তৈরি করেছি তার সাথে ঘাম দিয়ে লাগিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম। শুধুমাত্র বড় ফুলটি ছাড়া।

রঙ্গিন কাগজ দিয়ে কয়েক ধরনের পাতা তৈরি
- এবার আমি সবুজ কাগজ দিয়ে ছোট ছোট করে কেটে কয়েক ধরনের পাতা তৈরি করে নিলাম। তার মধ্যে গোলাপ ফুলের জন্য পাতাগুলো কলম দিয়ে এঁকে তারপর কেচি দিয়ে কেটে নিলাম।

রঙ্গিন কাগজ দিয়ে ফুলের তোড়ার ট্রে তৈরির ধাপসমূহ
- প্রথমে আমি একটি কালো কাগজ নিয়ে এটিকে একটা নির্দিষ্ট পরিমাণে পুরো কাগজটি একবার এপাশ থেকে একবার ঐপাশ থেকে ভাঁজ করে নিলাম। তারপর একই রকম করে একটি বড় সাদা কাগজ নিয়ে সেটিকেও ভাঁজ করে নিলাম। এবার আমি সাদা কাগজের মাঝখানে একটি ভাঁজ করে ভাঁজ করা কালো কাগজটি মাঝখানের অংশে ঘাম দিয়ে লাগিয়ে দিলাম। তারপর সাদা কাগজটির দুপাশ থেকে টেনে এনে গোল করে নিয়ে ঘাম দিয়ে আবার লাগিয়ে দিলাম। এভাবে তৈরি হয়ে গেল আমার ফুলের তোড়ার জন্য ট্রে।

* ফুলের তোড়া সাজানোর ধাপসমূহ*
- এখন আমি ফুলের তোড়াটিকে এখানে সাজাবো, তো প্রথমে আমি ভাঁজ করা কালো কাগজের অংশে তিনটি টিস্যু পেপার দিয়ে তৈরি গোলাপ ফুল বসিয়ে এবং গোলাপের পাতা গুলো ঘাম দিয়ে লাগিয়ে দিলাম।

- এবার আমি যে পাতাগুলো তৈরি করেছি এক এক করে সাদা অংশে পাতাগুলোকে বসিয়ে দিলাম এরপর পাতা গুলোর উপরে কাগজের তৈরি ডালিয়া ফুলগুলো এক এক করে বসিয়ে ঘাম দিয়ে লাগিয়ে দিলাম।

- সবশেষে আমি যে বড় ফুলটি তৈরি করেছি সেই ফুলটি সাদা কাগজের মাঝখানের অংশে ঘাম দিয়ে লাগিয়ে দিলাম। আর এভাবেই তৈরি হয়ে গেল আমার বেশ কয়েকটি ফুল এবং একটি চমৎকার ফুলের তোড়া।






এই ছিল আমার আজকের কাগজের তৈরি ফুল ও ফুলের তোড়া ডাইটি। আসলে নিজে থেকে অনেক চিন্তা ভাবনা করে এই ডাই তৈরি করেছি অনেকটা সময় ব্যয় করে, জানিনা আপনাদের কাছে কেমন লাগবে। তবে অবশ্যই ডাইটি কেমন লেগেছে মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্ত তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য শুভকামনা অবিরাম। |
ধন্যবাদান্তে
@isratmim