রেসিপি// লাউয়ের বিচি ও চিংড়ি মাছ দিয়ে সুস্বাদু ভর্তা রেসিপি।

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যেই রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে লাউয়ের বিচি ও চিংড়ি মাছ দিয়ে সুস্বাদু ভর্তা রেসিপি। সম্পূর্ণ আনকমন একটি রেসিপি তৈরি করার চেষ্টা করেছি। আসলে লাউয়ের বিচি দিয়ে আমিও এই প্রথমেই এই ভর্তা রেসিপি তৈরি করেছি এবং খাওয়ার ক্ষেত্রে এই প্রথম তৈরি করে খেয়েছি। আসলে আমিও প্রথম ভেবেছিলাম খেতে না জানি কেমন হয় কিন্তু সত্যি বলতে অনেক সুস্বাদু হয়েছে। আমি তো কল্পনাও করিনি এতটা সুস্বাদু হবে, তবে এর সাথে চিংড়ি মাছ দেওয়াতে বেশ মজা হয়েছে খেতে। যাই হোক বন্ধুরা আমি ভিন্নভাবে একটা রেসিপি তৈরি করার চেষ্টা করেছি আশা করি এই রেসিপিটি দেখে আপনাদের ভালো লাগবে তাহলে চলুন কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করেছি তা ধাপে ধাপে আপনারা দেখে আসবেন।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20230823-WA0016.jpg

IMG-20230823-WA0017.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • লাউয়ের বিচি
  • দুটো চিংড়ি মাছ
  • শুকনা মরিচ
  • পেঁয়াজ
  • কাঁচামরিচ
  • রসুন
  • লবণ ও
  • সয়াবিন তেল

IMG-20230823-WA0026.jpg

প্রথম ধাপ
  • প্রথমে আমি লাউয়ের বিচিগুলো সামান্য কিছু পানি দিয়ে একটি পাতিলে নিয়ে চুলায় বসিয়ে সিদ্ধ করে নিলাম।

IMG-20230823-WA0025.jpg

দ্বিতীয় ধাপ
  • এবার আমি বড় দুটো চিংড়ি মাছ পরিষ্কার পানি দিয়ে ধৌত করে নিলাম তারপর এগুলোকে হালকা করে ভেজে নিলাম।

IMG-20230823-WA0009.jpg

IMG-20230823-WA0024.jpg

তৃতীয় ধাপ
  • তারপর আমি আগে থেকে কেটে নেওয়া পেয়াজ কুচি ও রসুনগুলো তেলে ভেজে নিলাম।

IMG-20230823-WA0023.jpg

IMG-20230823-WA0021.jpg

চতুর্থ ধাপ
  • এবার আমি সিদ্ধ করা লাউয়ের বিচি গুলো হালকা তেলে ভেজে নিলাম।

IMG-20230823-WA0020.jpg

পঞ্চম ধাপ
  • তারপর আমি তিন চারটা শুকনা মরিচ ও তিন চারটা কাঁচা মরিচ হালকা তেলে ভেজে নিলাম।

IMG-20230823-WA0019.jpg

ষষ্ঠ ধাপ
  • এক এক করে সবগুলো উপকরণ আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এসবগুলো উপকরণ একসাথে পাটায় বেটে নেব তো প্রথমে আমি শিল পাটা পানি দিয়ে ধৌত করে নিলাম। এরপর ভেজে নেওয়া লাউয়ের বিচিগুলো এর মধ্যে দিয়ে শিল পাটায় বেটে নিলাম।

IMG-20230823-WA0011.jpg

সপ্তম ধাপ
  • এবার আমি বাটার মধ্যে চিংড়ি মাছ দুটো, শুকনো মরিচ এবং কাঁচামরিচ গুলো দিয়ে শিল পাটায় বেটে নিলাম।

IMG-20230823-WA0012.jpg

সর্বশেষ ধাপ
  • এবার আমি পেঁয়াজ ও রসুন কুচি গুলো সেই সাথে পরিমাণ মতো লবণ শিল পাঠায় দিয়ে এগুলো বেটে নিলাম। তারপর সবগুলো উপকরণ আবার একসাথে করে মিক্স করে বেটে নিলাম। আর এতে করে তৈরি হয়ে গেল আমার লাউয়ের বিচি ও চিংড়ি মাছ দিয়ে সুস্বাদু ও মজাদার ভর্তা রেসিপি।

IMG-20230823-WA0018.jpg

IMG-20230823-WA0013.jpg

IMG-20230823-WA0014.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আমি যেভাবে তৈরি করেছি আমার বিশ্বাস আপনারাও এভাবে তৈরি করে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim

H2
H3
H4
3 columns
2 columns
1 column
30 Comments