Steemit এ বহু community আছে ; দেশ ভিত্তিক, বিষয় ভিত্তিক, ভাষা ভিত্তিক, কিন্তু শুধুমাত্র বাংলা ভাষার কোনো সুনির্দিষ্ট কমিউনিটি নেই । তাই এই কমিউনিটি । বাংলা ভাষায় যাঁরা নিয়মিত লেখালেখি করেন তাঁদের decentralized ব্লগিং প্ল্যাটফর্মে আনা, তাঁদেরকে সহযোগিতা করাই আমাদের মুখ্য উদ্দেশ্য । তাঁদের মুল্যবান লেখালেখিতে আমাদের এই ব্লগ পরিপূর্ণ হয়ে উঠুক এটাই আমাদের একান্ত কাম্য । ধন্যবাদ ।
Rules
১. শুধুমাত্র বাংলা ভাষায় এখানে লেখা যাবে । অন্য্ কোনো ভাষায় লিখলে mute করা হবে পোস্টটি । (Only language accepted: Bengali; Other language posts will be muted)
২. রোমান হরফে বাংলা লেখা সম্পূর্ণরূপে নিষিদ্ধ । শুধুমাত্র বাংলা হরফ ব্যবহার করা যাবে ।
৩. শুধুমাত্র নিজের লেখাই এখানে শেয়ার করা যাবে, অন্যের লেখা শেয়ার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ।
৪. কী কী এখানে শেয়ার করা যাবে ? বাংলা আর্টিকেল, রেসিপি, ভ্রমণ, ফোটোগ্রাফি, সব রকম ক্রিয়েটিভ রাইটিং (গল্প,কবিতা,ছড়া), ভিডিও , আর্ট , মিউজিক ইত্যাদি ।
৫. ধর্ম ও রাজনীতি বিষয়ের উপর লেখা curation এর জন্য উপেক্ষা করা হবে ।
৬. স্প্যামিং করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ।
Need some suggestions from country representative of India @sapwood
Thank you:)
Update : "আমার বাংলা ব্লগ" -এর logo টা একটু slight change করে দিলাম