দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ১৩ (বিবিধ)


Copyright Free Image Source: PixaBay

কুইজ আমার খুবই ফেভারিট । স্কুলে পড়ার সময়ে প্রচুর কুইজ কনটেস্ট করতাম আমরা ক্লাসে নিজেদের মধ্যে । গর্ব করে বলতে পারি যে ম্যাক্সিমাম কন্টেস্টে আমিই উইনার ছিলাম । বিজ্ঞান, সাহিত্য আর প্রাণীজগৎ ছিল বেশি প্রিয় আমার কুইজ কন্টেস্টের বিষয়ে । খেলাধুলা-র বিষয়ে একটু কম পারতাম । আর ভূগোল এবং ইতিহাসে তেমন একটা পারতাম না । তবে অঙ্ক আর বুদ্ধি বিষয়ক কুইজ গুলোতে ছিলো ঈর্ষণীয় দক্ষতা ।


নিয়মাবলী :

১. একজন ব্লগার একটার বেশি কমেন্ট করে কুইজ এর উত্তর দিতে পারবেন না ।
২. কমেন্ট এডিট করা যাবে না ।
৩. অন্যের উত্তর হুবহু কপি পেস্ট করা যাবে না ।
৪. আমার সন্দেহ হলে আপনার উত্তরের সোর্স জানতে চাইতে পারি ।
৫. গুগল সার্চ ইঞ্জিন এবং বই এর সাহায্য নেওয়া যাবে । তবে সেখান থেকে হুবহু কপি করা যাবে না ।
০৬. দশটি কুইজ এর সবগুলির সঠিক উত্তর কেউ যদি না দিতে পারেন তো -
--- প্রথম সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $২ এর আপভোট
--- দ্বিতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $১ এর আপভোট
--- তৃতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $০.৫০ এর আপভোট

পুরস্কার :

১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর আপভোট তাঁর একটিভ পোস্টে
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর আপভোট তাঁর একটিভ পোস্টে
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $৫ এর আপভোট তাঁর একটিভ পোস্টে


কুইজ : (বিবিধ)


০১. প্রেমেন্দ্র মিত্রের অমর সৃষ্টি ঘনাদা । এই ঘনাদার পোশাকি নাম কি ছিল ?

০২. "স্যান্ডারসন কাগজ কোম্পানির ফরেস্ট অফিসারের চাকরি নিয়ে আজই এলাম এখানে !" - কোন বিখ্যাত উপন্যাসের প্রথম লাইন এটি ?

০৩. নদীভিত্তিক তিনটি বিখ্যাত বাংলা উপন্যাস - "হাঁসুলী বাঁকের উপকথা", "পদ্মানদীর মাঝি" এবং "তিতাস একটি নদীর নাম" । উপন্যাসগুলির লেখকের নামগুলি পর্যায়ক্রমে কি কি ?

০৪. আকৃতিতে ঘোড়ার মতো বৃহৎ আকারের কুকুরের প্রজাতি কোনটি ?

০৫. টিনটিন সিরিজের কোন বইটি হার্জে শেষ করে যেতে পারেননি ?

০৬. অরণ্যদেব কমিক্সে অরণ্যদেবের স্ত্রী, ছেলে-মেয়ের নাম কি কি ?

০৭. বর্তমানের পাখির পূর্বপুরুষ কে ?

০৮. ক্ৰিপ্টওজুওলজি-তে বর্ণিত প্রাণী "চুপাকাবরা" আসলে কি প্রাণী ?

০৯. "কিপু" জিনিসটা আসলে কি ? প্রাচীন ইনকা রাজবংশের পুরোহিতদের সাথে এর কি সম্পর্ক ?

১০. পৃথিবীতে একমাত্র একটি বই আছে যার পাঠোদ্ধার আজ পর্যন্ত সম্ভবপর হয়নি । এই বইটি যথেষ্ঠ বড় এবং পাতায় পাতায় অসংখ্য ছবি সহ প্রচুর লেখা আছে সম্পূর্ণ অজানা ভাষায় যার একটি মাত্র শব্দও আজ অব্দি কেউ পড়তে পারেনি । ধারণা করা হয়ে থাকে এটা এলিয়েনদের বই । বইটির নাম কি ?



✡ ধন্যবাদ ✡



পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫০০ ট্রন জমানো (Today's target : To collect 500 trx)


তারিখ : ০৫ মার্চ ২০২৩

টাস্ক ১৯৫ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 6b24b045d6dec10d74db7af975ce73886a3d26f0b9eb6be0af5aff502da5f7ab

টাস্ক ১৯৫ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png












H2
H3
H4
3 columns
2 columns
1 column
22 Comments