কুইজ আমার খুবই ফেভারিট । স্কুলে পড়ার সময়ে প্রচুর কুইজ কনটেস্ট করতাম আমরা ক্লাসে নিজেদের মধ্যে । গর্ব করে বলতে পারি যে ম্যাক্সিমাম কন্টেস্টে আমিই উইনার ছিলাম । বিজ্ঞান, সাহিত্য আর প্রাণীজগৎ ছিল বেশি প্রিয় আমার কুইজ কন্টেস্টের বিষয়ে । খেলাধুলা-র বিষয়ে একটু কম পারতাম । আর ভূগোল এবং ইতিহাসে তেমন একটা পারতাম না । তবে অঙ্ক আর বুদ্ধি বিষয়ক কুইজ গুলোতে ছিলো ঈর্ষণীয় দক্ষতা ।
নিয়মাবলী :
১. একজন ব্লগার একটার বেশি কমেন্ট করে কুইজ এর উত্তর দিতে পারবেন না ।
২. কমেন্ট এডিট করা যাবে না ।
৩. অন্যের উত্তর হুবহু কপি পেস্ট করা যাবে না ।
৪. আমার সন্দেহ হলে আপনার উত্তরের সোর্স জানতে চাইতে পারি ।
৫. গুগল সার্চ ইঞ্জিন এবং বই এর সাহায্য নেওয়া যাবে । তবে সেখান থেকে হুবহু কপি করা যাবে না ।
০৬. দশটি কুইজ এর সবগুলির সঠিক উত্তর কেউ যদি না দিতে পারেন তো -
--- প্রথম সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $২ এর আপভোট
--- দ্বিতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $১ এর আপভোট
--- তৃতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $০.৫০ এর আপভোট
পুরস্কার :
১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর কমেন্টে আপভোট
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর কমেন্টে আপভোট
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $৫ এর কমেন্টে আপভোট
কুইজ : (বিবিধ)
০১. সুন্দরবন থেকে গন্ডার বিলুপ্ত হওয়ার প্রধান কারণ কী কী ?
০২. আমরা চীনাবাদামকে বাদাম হিসেবে চিনলেও আসলে এটি কোনো বাদাম জাতীয় উদ্ভিদ নয়, আসলে কি এটি ?
০৩. স্তন্যপায়ী উন্নত শ্রেণীর প্রাণীদের মধ্যে একমাত্র কোন প্রাণী লাফাতে পারে না ?
০৪. বিপ্লবী বাঘা যতীনের (যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়) নাম বাঘা হওয়ার কারণ কী ?
০৫. UFO (Unidentified Flying Object) বা উড়ন্ত চাকি পৃথিবীর কোন দেশের আকাশে সব চাইতে বেশি দেখা গিয়েছে বলে রটনা আছে ?
০৬. সত্যজিৎ রায়ের "এক শৃঙ্গ অভিযান" গল্পে কোন কল্পিত প্রাণীকে কেন্দ্র করে ঘটনা গড়ে উঠেছে ?
০৭. গ্রীক মাইথোলজিতে অর্ধেক মানুষ আর অর্ধেক ঘোড়া আকৃতির কোন জাতির কথা আছে ?
০৮. টিনটিনের সঙ্গী সাথীদের মধ্যে ক্যাপ্টেন, ক্যালকুলাস আর জোড়া গোয়েন্দাদের পুরো নাম কী কী ?
০৯. জিম করবেটের বিখ্যাত শিকার কাহিনী "রুদ্র প্রয়াগের চিতা" । এই চিতা আট বছরে অসংখ্য নরহত্যা করে । সরকারি হিসাব মতে সংখ্যাটা ১২৫ এর মতো । কিন্তু, সঠিক সংখ্যাটি আরো বেশি । কত ?
১০. প্রত্যেক বছর মহাদেশ গুলো কত ইঞ্চি করে তার অবস্থান থেকে সরে যায় ?
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫০০ ট্রন জমানো (Today's target : To collect 500 trx)
তারিখ : ২৫ জানুয়ারি ২০২৩
টাস্ক ১৫৭ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 3f4904dc8877362b92253afddb0dbc2481596542bd3afcf5286e6585968f1dda
টাস্ক ১৫৭ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR