কুইজ আমার খুবই ফেভারিট । স্কুলে পড়ার সময়ে প্রচুর কুইজ কনটেস্ট করতাম আমরা ক্লাসে নিজেদের মধ্যে । গর্ব করে বলতে পারি যে ম্যাক্সিমাম কন্টেস্টে আমিই উইনার ছিলাম । বিজ্ঞান, সাহিত্য আর প্রাণীজগৎ ছিল বেশি প্রিয় আমার কুইজ কন্টেস্টের বিষয়ে । খেলাধুলা-র বিষয়ে একটু কম পারতাম । আর ভূগোল এবং ইতিহাসে তেমন একটা পারতাম না । তবে অঙ্ক আর বুদ্ধি বিষয়ক কুইজ গুলোতে ছিলো ঈর্ষণীয় দক্ষতা ।
গত এপিসোডের (এপিসোড নাম্বার ১৪) কুইজের পুরস্কার আজ রাতেই প্রদান করা হবে । তাই আজকে নিউ আরেকটা কুইজ এপিসোড নিয়ে হাজির হলাম । আজকের কুইজের পুরস্কার নতুন কুইজ এপিসোড পাবলিশ হওয়ার রাত্রে দেওয়া হবে ।
নিয়মাবলী :
১. একজন ব্লগার একটার বেশি কমেন্ট করে কুইজ এর উত্তর দিতে পারবেন না ।
২. কমেন্ট এডিট করা যাবে না ।
৩. অন্যের উত্তর হুবহু কপি পেস্ট করা যাবে না ।
৪. আমার সন্দেহ হলে আপনার উত্তরের সোর্স জানতে চাইতে পারি ।
৫. গুগল সার্চ ইঞ্জিন এবং বই এর সাহায্য নেওয়া যাবে । তবে সেখান থেকে হুবহু কপি করা যাবে না ।
০৬. দশটি কুইজ এর সবগুলির সঠিক উত্তর কেউ যদি না দিতে পারেন তো -
--- প্রথম সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $২ এর আপভোট
--- দ্বিতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $১ এর আপভোট
--- তৃতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $০.৫০ এর আপভোট
পুরস্কার :
১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $৫ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
কুইজ : (বিবিধ)
০১. ভারতের বিখ্যাত চাচা চৌধুরী কমিক্স কার অনবদ্য সৃষ্টি ?
০২. ফ্যান্টম কমিক্সে (বাংলায় অরণ্যদেব) ফ্যান্টমের সার্বক্ষণিক সঙ্গী ডেভিল (বাঘা) আসলে কোন শ্রেণীর প্রাণী ?
০৩. টিনটিন কমিক্সে টিনটিনের বন্ধু ক্ষমতাচ্যুত জেনারেল আলকাজার পুনরায় ক্ষমতা ফিরে পান টিনটিনের আশ্চর্য প্ল্যান অনুযায়ী বিনা রক্তপাতে এক বিপ্লবের মাধ্যমে । কোন অভিযানে ? (অভিযানের নাম বলতে হবে)
০৪. এস্টেরিক্স কমিক্সে বর্ণিত কোন বনে গল পুরোহিতদের বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়ে থাকে ?
০৫. বাংলা ভাষায় প্রকাশিত সবচাইতে জনপ্রিয় কমিক্স কোন কার্টুনিস্টের ? এই কমিকসের কয়েকটা প্রধান ক্যারেক্টার এর নাম বলতে হবে ।
০৬. "হী ম্যান" কমিক্সে হী ম্যানের প্রধান শত্রু কে ?
০৭. "বাঁটুল দ্য গ্রেট" কমিক্সে বাঁটুলের পোষা কুকুর আর উটপাখির নাম কি কি ?
০৮. "নন্টে ফন্টে" কমিক্সে সুপারিন্টেন্ডেন্ট স্যারের নাম কি ?
০৯. টিনটিন কমিক্সে কোন গল্পে টিনটিনের সাথে সর্বপ্রথম ক্যাপ্টেন হ্যাডকের পরিচয় হয় ?
১০. এস্টেরিক্স এবং ওবেলিক্স এর সর্ববৃহৎ অভিযান কোনটি ? এই অভিযানে তারা মিশরের রানী ক্লিওপেট্রার সাথে পরিচিত হয় ।
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 510 trx)
তারিখ : ২৮ মার্চ ২০২৩
টাস্ক ২১৮ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫১০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 78e20fc212d7d022334ce809884bb81fd567c5af9bf659cd3b4d5de40126e6c9
টাস্ক ২১৮ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR