কুইজ আমার খুবই ফেভারিট । স্কুলে পড়ার সময়ে প্রচুর কুইজ কনটেস্ট করতাম আমরা ক্লাসে নিজেদের মধ্যে । গর্ব করে বলতে পারি যে ম্যাক্সিমাম কন্টেস্টে আমিই উইনার ছিলাম । বিজ্ঞান, সাহিত্য আর প্রাণীজগৎ ছিল বেশি প্রিয় আমার কুইজ কন্টেস্টের বিষয়ে । খেলাধুলা-র বিষয়ে একটু কম পারতাম । আর ভূগোল এবং ইতিহাসে তেমন একটা পারতাম না । তবে অঙ্ক আর বুদ্ধি বিষয়ক কুইজ গুলোতে ছিলো ঈর্ষণীয় দক্ষতা ।
গত এপিসোডের (এপিসোড নাম্বার ১৬) কুইজের পুরস্কার আজ রাতেই প্রদান করা হবে । তাই আজকে নিউ আরেকটা কুইজ এপিসোড নিয়ে হাজির হলাম । আজকের কুইজের পুরস্কার নতুন কুইজ এপিসোড পাবলিশ হওয়ার রাত্রে দেওয়া হবে ।
নিয়মাবলী :
১. একজন ব্লগার একটার বেশি কমেন্ট করে কুইজ এর উত্তর দিতে পারবেন না ।
২. কমেন্ট এডিট করা যাবে না ।
৩. অন্যের উত্তর হুবহু কপি পেস্ট করা যাবে না ।
৪. আমার সন্দেহ হলে আপনার উত্তরের সোর্স জানতে চাইতে পারি ।
৫. গুগল সার্চ ইঞ্জিন এবং বই এর সাহায্য নেওয়া যাবে । তবে সেখান থেকে হুবহু কপি করা যাবে না ।
০৬. দশটি কুইজ এর সবগুলির সঠিক উত্তর কেউ যদি না দিতে পারেন তো -
--- প্রথম সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $২ এর আপভোট
--- দ্বিতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $১ এর আপভোট
--- তৃতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $০.৫০ এর আপভোট
পুরস্কার :
১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $৫ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
কুইজ : (বিবিধ)
০১. বিটকয়েন ক্রিপ্টো কারেন্সীর ক্ষুদ্রতম একক (unit) কোনটি ? এর মান কতো ?
০২. কোন দেশের অফিসিয়াল লিগ্যাল টেন্ডার ট্রন (TRX) ?
০৩. সম্প্রতি নেটফ্লিক্স উপমহাদেশের কোন দেশে তাদের monthly subscription ফীস কমিয়ে অর্ধেক করার ডিসিশন নিয়েছে ?
০৪. বর্তমানে ইন্টারনেটের তথ্যের সমগ্র অংশের কতটুকু মাত্র দৃশ্যমান আছে ? বাকি অংশটুকু অদৃশ্যমান অবস্থায় যেখানে রক্ষিত তাকে কি বলে ?
০৫. অর্ধেক জেব্রা, বাকি অর্ধেক জিরাফ (যদিও গলা খাটো, অনেকটা ঘোড়ার মতো); এমন এক অদ্ভুত প্রাণী আছে আফ্রিকায় । কি নাম এই প্রাণীর ?
০৬. কৃত্রিমভাবে বৃষ্টি নামাতে মেঘের ওপর কোন রাসায়নিক ছেটানো হয় ?
০৭. প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা সিরিজের একটি অনবদ্য গল্প "ধুলো" । এটি একটি বিজ্ঞানআশ্রিত কল্পকাহিনী । এই গল্পের প্রধান বিষয়বস্তু হলো - ধুলোর গোলা ছুঁড়ে ঘনাদা লরা নামের এক ডাইনীকে পর্যুদস্ত করেছিলেন । এই লরা আসলে কি ছিল ?
০৮. ইস্কনের "গীতা যথাযথ" বইতে কোন ধর্মের এক জন অবতারের নাম উল্লেখ আছে ?
০৯. বিশ্ববিখ্যাত কমেডিয়ান Rowan Atkinson যাকে দুনিয়াসুদ্ধ লোক Mr Bean নাম চেনে তাঁর একটি মাত্র ওয়েব সিরিজ নির্মিত হয়েছে NetFlix এর জন্য । কি নাম এই ওয়েব সিরিজটির ?
১০. "অরিজিন অফ স্পিসিস" নামক এই জগৎ বিখ্যাত বই কোন দ্বীপের জীব বৈচিত্র খুব কাছের থেকে পর্যবেক্ষণ করে লিখেছিলেন চার্লস ডারউইন ?
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 510 trx)
তারিখ : ২১ এপ্রিল ২০২৩
টাস্ক ২৪২ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫১০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 288b29beab6afdd3883a4e5c71d8dde69cef2d02a2620df4d4c151e0a0d748f0
টাস্ক ২৪২ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR