"Tintin AES Tool" ইউজ করে কীভাবে আপনার কনফিডেনশিয়াল ডাটা এনক্রিপ্ট করবেন ?


আজ আপনাদের সাথে এনক্রিপশন সম্বন্ধে ছোট্ট একটা টিউটোরিয়াল শেয়ার করবো। বর্তমান ডেটা সিকিউরিটি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় । আমরা যারা স্টিমিট -এ ব্লগিং করি তাদের জন্য স্টিমিট এর প্রাইভেট এবং মাস্টার কীগুলোর নিরাপত্তা নিয়ে সবসময়ই উদ্বিগ্ন থাকি । এছাড়াও এখন ব্যাঙ্কিং থেকে প্রায় ফিন্যান্সিয়াল সমগ্র কাজই অনলাইন ভিত্তিক । তাই এ সংক্রান্ত সকল কনফিডেনশিয়াল ডেটা টেক্সট ফাইল হিসেবে ওপেন না রেখে সেগুলোকে এনক্রিপ্টেড ফরম্যাটে রাখাটাই যুক্তিযুক্ত ।

আজ আমি আপনাদের দেখাবো কী ভাবে খুব সহজেই আপনি আপনার ক্রিপ্টো কারেন্সী এবং ব্যাঙ্কিং ডেটাগুলো এনক্রিপ্টেড রেখে সেগুলো নিরাপদে সংরক্ষণ করতে পারবেন ল্যাপটপ, মোবাইল, ওয়ান ড্রাইভ বা গুগল ড্রাইভে ।


স্টেপ ০১ :


সর্বপ্রথমে https://tintin.in/ এ ঢুকে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবো । যেহেতু এটি ক্লায়েন্ট সাইড জাভা স্ক্রিপ্ট ভিত্তিক ওয়েব অ্যাপ তাই খুব সহজে আপনার ব্রাউজারে অফলাইনেও চলবে ।

Screenshot 2023-11-04 143718.png


স্টেপ ০২ :


ডাউনলোড করার পরে সফটওয়্যার ফোল্ডার "Cryptography" তে ঢুকে index.html ফাইল টা ব্রাউজারে ওপেন করবো ।

Screenshot 2023-11-04 144110.png


স্টেপ ০৩ :


ওপেন হওয়ার পরে "Input your data to encrypt/decrypt" ট্যাবে "Choose File" বাটনে ক্লিক করে আপনি যে টেক্সট ফাইলটিকে এনক্রিপ্ট করতে চান সেটিকে সিলেক্ট করুন ।

Screenshot 2023-11-04 145018.png

Screenshot 2023-11-04 144957.png
টেক্সট ফাইলটি সিলেক্ট করে open বাটনে এ ক্লিক করুন । আমি এখানে স্যাম্পল হিসেবে একটি স্টিমিট আইডির ডিটেলস একটা টেক্সট ফাইলে সেভ করে সেটিকে সিলেক্ট করেছি ।


স্টেপ ০৪:


Screenshot 2023-11-04 145427.png

দেখুন সঙ্গে সঙ্গে "Input your data to encrypt/decrypt" ট্যাবের টেক্সট ফিল্ডে ফাইলটির সকল কন্টেন্টস লোড হয়ে গিয়েছে । আমি এই স্যাম্পল ফাইলটিতে একটি ফেক স্টিমিট একাউন্টের সকল প্রাইভেট কী un-encrypted মোডে সেভ রেখেছি ।

স্যাম্পল ফাইলটিতে নিম্ন ডেটা গুলো আছে -

Steemit ID : steem

Master Password : P5JfGEnQKBUgECa9LopMTP5ZghgeibRNWZDySRjvMPYmGCXjYciC
Owner Private Key : 5JQ2VsCrRS7ehV7RGXYmR1nJtADRumkwSvV2Lrq8vwRSmDFDrtY
Active Private Key : 5Kigvc3fU2Axw9hQGRnUB88W8a3mdSQRdH8qHCBk8wAan4pxAd4
Posting Private Key : 5JBfc7ZA8H91VQiP9bRpiwDtHR5R3zxdrRDB3N1bGB7WnTSek5i
Memo Private Key : 5K9ze2tFxALtFdRKvmhHiAeGt2FKCUK2EtZwsqGcccdqEZWdkTF

আর এটাই লোড হয়েছে ওই টেক্সট ডেটা ফিল্ডে ।


স্টেপ ০৫ :


Screenshot 2023-11-04 145908.png

এবার "Input password" ট্যাবে গিয়ে আপনার এনক্রিপশন পাসওয়ার্ড দিন । আমি এখানে এনক্রিপশন কী হিসেবে SDE#&^09y6700-75 ইউজ করেছি ।


স্টেপ ০৬ :


এবারে "Output data (encrypted)" ট্যাবে গিয়ে "Encrypt" বাটনে ক্লিক করুন -

Screenshot 2023-11-04 150301.png

সঙ্গে সঙ্গে ফাইলটি এনক্রিপ্টেড হয়ে যাবে -

Screenshot 2023-11-04 150707.png

এবার শুধু এনক্রিপ্টেড ফাইলটি এনক্রিপ্টেড ভাবেই সেভ করার পালা । জাস্ট "Save" বাটনে ক্লিক করুন -

Screenshot 2023-11-04 150856.png

একটি বক্স ওপেন হবে । সেখানে ফাইলটি কি নামে সেভ করতে চান সেটি লিখতে হবে -

Screenshot 2023-11-04 151009.png

Screenshot 2023-11-04 151030.png

ফাইল নেম লিখে OK বাটনে ক্লিক করুন -

Screenshot 2023-11-04 151039.png

Screenshot 2023-11-04 151047.png

আবার OK বাটনে ক্লিক করুন । ফাইলটি ডাউনলোড হয়ে যাবে ।

Screenshot 2023-11-04 151618.png

ব্যাস ফাইলটির এনক্রিপশন কাজ শেষ ।


এবার আসুন দেখি কীভাবে আমরা এই এনক্রিপ্টেড টেক্সট ডেটা হতে আন-এনক্রিপ্টেড ফরমেট ডেটা কিভাবে পুনরুদ্ধার করবো -


স্টেপ ০১ :


প্রথমেই আগের মতো করেই "Input your data to encrypt/decrypt" ট্যাবের "Choose File" অপসন হতে এনক্রিপ্টেড টেক্সট ফাইলটা লোড করে নেবো -

Screenshot 2023-11-04 152117.png

Screenshot 2023-11-04 152328.png

স্যাম্পল ফাইলটিতে নিম্ন ডেটা গুলো আছে -

U2FsdGVkX1/r9OWe0PGK83X6S9QJ2MZxCw1Tksgl63tJGlqOTROxmp2xgk432takNGAo5a/j2O6kFZSqCEaw7Prg85ZlfxiHNkwIJlcWwSwYRaCsL35pE7WOXJCIP5OoihHazLOA9QAN8bhjOsI+zRRwmbq0qYQy8qazq1En1EF6g1wgTn4yFgNclMbE8S3rhgROAwsTtS51Hy5Lfg0CV7CWEgW0FDeGCOa+sD04C4dYEwX0qqui3r4p0Y000y5hTb5StBYS8hEuoe+6sxSOQc69zTpy2SAQY8IQMPiALBAbqPpXK6X8N5C/79oXM9yaIK/PLm39kLnYzzO51Y5igXw6V1GiRK6j2ehUP2PO2jbZK+rnSddqEPgnchfEWSohjsVqSdp6FWy0FhCyCl2ecnve4ZYh/Zb1yzkXvhXw20k/pvjWXDuqQpoSo03YmTVaKQ9XSjgkFRHyTMdSUwYlTGA5nkv1y+MQvMTdM3liyir9zedV7ebN37zDkF/FmQ8IzFYiuSR3K8pIbR8bFQ1gWvOT5va3q2BWKB235QDPisk=


স্টেপ ০২ :


এবার "Input password" ট্যাবে গিয়ে আপনার এনক্রিপশন পাসওয়ার্ড দিন । আমি এখানে এনক্রিপশন কী হিসেবে SDE#&^09y6700-75 ইউজ করেছিলম্, তাই আবারো সেম ওটাই দিলাম । মনে রাখবেন যে এনক্রিপশন কী ইউজ করে ফাইল এনক্রিপ্ট করবেন সেম সেই এনক্রিপশন কী ইউজ করেই আবার এনক্রিপ্টেড ফাইলটি ডিক্ৰিপ্ট করতে হবে ।

Screenshot 2023-11-04 152711.png


স্টেপ ০৩:


এবারে "Output data (decrypted)" ট্যাবে গিয়ে "Decrypt" বাটনে ক্লিক করুন -

Screenshot 2023-11-04 152807.png

সঙ্গে সঙ্গে এনক্রিপ্টেড ডেটাগুলো ডিক্রিপ্টেড হয়ে যাবে -

Screenshot 2023-11-04 153053.png

এই দেখুন আমরা আগের ডেটা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি -

Steemit ID : steem

Master Password : P5JfGEnQKBUgECa9LopMTP5ZghgeibRNWZDySRjvMPYmGCXjYciC
Owner Private Key : 5JQ2VsCrRS7ehV7RGXYmR1nJtADRumkwSvV2Lrq8vwRSmDFDrtY
Active Private Key : 5Kigvc3fU2Axw9hQGRnUB88W8a3mdSQRdH8qHCBk8wAan4pxAd4
Posting Private Key : 5JBfc7ZA8H91VQiP9bRpiwDtHR5R3zxdrRDB3N1bGB7WnTSek5i
Memo Private Key : 5K9ze2tFxALtFdRKvmhHiAeGt2FKCUK2EtZwsqGcccdqEZWdkTF


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ০৪ নভেম্বর ২০২৩

টাস্ক ৪০৫ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 2c3d1b15ee16248d37b17f07ea0a616eb1076427417a717b36b1c19ad184940f

টাস্ক ৪০৫ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

H2
H3
H4
3 columns
2 columns
1 column
10 Comments