স্টেকিং এর মাধ্যমে ট্রন ইকোসিস্টেমে without fees সব রকমের ট্রান্সাকশন এনজয় করুন

logo-EN-vertical.png


হাতে সময় একদম-ই কম । তাই খুবই দ্রুত পোস্ট করছি । আমি আশা করবো এই পোস্ট থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের "ট্রন ফ্যান ক্লাবে" এই ধরণের একটা টিউটোরিয়াল যেন করা হয় @engrsayful

ট্রন ওয়ালেটে আমরা দুই ধরণের ট্রানসাকশান করতে পারি । একটি হলো নেটিভ টোকেন ট্রন বেসড যেমন - TRX, USDT, NFT, BTT ইত্যাদি এবং অপরটি হলো NFT collectibles । এখন কথা হলো এই সব টোকেন ট্রান্সফার করতে গেলেই আমাদেরকে ফী দিতে হয় । এই ফী আমরা দু'ভাবে দিতে পারি --

এক. energy এবং bandwidth consume করে ।
দুই. available trx টোকেন বার্ন করে

যদি আমাদের ওয়ালেটে enough bnadwidth বা energy না থাকে সেক্ষত্রে আমাদের পকেট থেকে পয়সা গুনতে হবে ফী হিসেবে । এ ক্ষেত্রে মাত্র ৫ ডলার এর সমমূল্যের USDT টোকেন ট্রান্সফার করতে গেলে খরচ হবে প্রায় ৮ trx অর্থাৎ $০.৬৪ । তার মানে প্রায় ১৩% ফী । এসব ক্ষেত্রে কি করণীয় ? যাতে সব ট্রানসেশন-ই ফী লেস করতে পারি ?

এর একটি মাত্রই সমাধান আছে । এনাফ ব্যান্ডউইডথ এবং এনার্জি ওয়ালেটে সঞ্চিত রাখা । trx ট্রান্সফার এর ক্ষেত্রে শুধু মাত্র ব্যান্ডউইডথ কনজিউম হয়ে থাকে, কিন্তু অন্যান্য টোকেন ট্রান্সফার এর বেলায় ব্যান্ডউইডথ এবং এনার্জি দুটোরই কনজিউম করা প্রয়োজন । ডিফল্ট হিসেবে ওয়ালেটে ১৫০০ ব্যান্ডউইডথ ফ্রি থাকে । খরচ করলে ৭২ আয়ার্সের মধ্যে আবার ১৫০০ পূরণ হয়ে যায় । কিন্তু, অনেকগুলি ট্রান্সফার একই দিনে করতে চাইলে তখন এই ১৫০০ ব্যান্ডউইডথ-এ কুলোয় না ।

অথবা আপনি যদি trx বাদে অন্যান্য ট্রন বেসড টোকেন ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে এনার্জি মাস্ট দরকার ব্যান্ডউইডথ এর পাশাপাশি । কিন্তু, ফ্রি ফ্রি কোনো এনার্জি দেয়না ট্রন ওয়ালেটে ডিফল্ট হিসেবে । তাহলে সেসব ক্ষেত্রে ফ্রি ট্রানসাকশান এর উপায় কি আমাদের ?

উপায় একটাই stake করে এই ব্যান্ডউইডথ এবং এনার্জি-র ভাঁড়ার পূর্ণ করা । তো চলুন শুরু করা যাক টিউটোরিয়ালটি -


টিনটিন বাবুর ওয়ালেটে ঢুকলাম । জিরো এনার্জি এবং কিছু ব্যান্ডউইডথ আছে ।

sc-01.png

টিনটিনবাবুর ওয়ালেটে প্রচুর পরিমাণের ব্যান্ডউইডথ আছে তাই trx ফ্রি ট্রান্সফার করতে পারবো অনেকগুলো একই সাথে । 1322278 ব্যান্ডউইডথ এ মোট ৫৮৫০ টি ফ্রি ট্রানসাকশান করতে পারবো trx এক্ষুনি ইনস্ট্যান্ট । কিন্তু, trx বাদে অন্যান্য টোকেন ট্রান্সফার করতে গেলেই ফী লাগবে, কারন energy জিরো ।

এই দেখুন -

tt-01.png

২০ usdt ট্রান্সফার-এ ৮.২৯ trx ফী চাইছে, কারণ energy জিরো তাই ।

এখন চলুন কিছু এনার্জি জোগাড় করা যাক ।

স্টেপ :০১

ওয়ালেট ওপেন করে স্টেক- এ ক্লিক করুন ।

sc-02.png

স্টেপ :০২

tronscan ওপেন হবে । "obtain" বাটন-এ ক্লিক করুন -

sc-03.png

স্টেপ :০৩

একটি পপ-আপ উইন্ডো ওপেন হবে । ব্যান্ডউইডথ চাইলে "Tron Power & Bandwidth"-এ ক্লিক করবেন আর এনার্জি চাইলে "Tron Power & Energy" -তে ক্লিক করবেন । আমাদের ব্যান্ডউইডথ প্রচুর পরিমানে আছে কিন্তু কোনো এনার্জি নেই । তাই আমরা "Tron Power & Energy" সিলেক্ট করবো -

sc-04.png

স্টেপ :০৪

কত trx stake করবেন সেই পরিমাণটি লিখে "Stake" button -এ ক্লিক করুন এবং ট্রানসাকশান sign করুন ।

sc-05.png

sc-06.png

স্টেপ :০৫

দেখুন টিনটিনবাবুর ওয়ালেটে কত্ত এনার্জি জমা হয়ে গিয়েছে । এবার আমরা ফ্রীতে ওই ২০ usdt সহ যে কোনো টোকেন ট্রান্সফার করতে পারবো -

sc-07.png

sc-08.png


আজ এ পর্যন্তই । ধন্যবাদ সবাইকে :)

logo-EN-horizontal.png

H2
H3
H4
3 columns
2 columns
1 column
27 Comments