গ্রামের মাহফিলে পরিদর্শন সাথে কিছু ছবি By |@salmanabir| ১০% লাজুজ খ্যাঁক এর জন্য

আচ্ছালামুয়ালাইকুম সবাইকে,

আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।আজ শুক্রবার, আর শুক্রবার মানেই আমাদের কর্মস্থল বন্ধের দিন।দুপুরের খাবার খেয়েই অনেকে বেড়িয়ে পরি ঘুরতে। সপ্তাহে একদিন ছুটি মানেই আমাদের আনন্দের দিন। তাই ভালো একটা সময় কাটানোর জন্য আমরা ঘুরতে বের হই।

এবার আসি আমার পোস্ট প্রসঙ্গে, গতকাল আমার এলাকায় আমার বাসা থেকে ৫ কিলো দূরত্ব মাফফিল ছিল।জায়গাটির নাম আন্ধারমানিক।এটি আমাদের বরগুনা জেলার একটি গ্রামের নাম প্রতিবছর ফেব্রুয়ারী ১০ তারিখে মাহফিল হয়ে থাকে। অনেক বছর পর গতকাল গেলাম, ছোট ভাই ব্রাদার ছিল সাথে।আমি গিয়ে একটু অবাগ হলাম কেননা অনেক পরিবর্তন আগে মাহফিলের মাঠ অনেক বড় ছিল কিন্তু এখন অনেক ছোট। এবং মাহফিলে লোকসংখ্যা খুবই কম। মানুষের মধ্য অলসতা আসছে নাকি ঈমান নষ্ট হয়ে গেছে আসলে বুজতেছি না।এবার চলুন কিছু ছবি দেখেনি।

IMG_20220210_204153.jpg

রাতের ছবি এটি মাহফিলের মাঠের চিত্র না এটা হলো মাহফিল উপলক্ষে যে দোকান গুলো উঠছিল সেখান থেকে নেওয়া। আমার মতো যে যুবক ছিল তাদের আড্ডার জায়গা।আসলে কি বলব আমাদের ঈমান এতো দুর্বল হয়ে গেছে যে মাহফিলের মাঠে না বসে আমরা দি আড্ডা ব্যাপারটা খুবই কৌতুহল , তো যাই হোক ঘুরে ঘুরে স্টল গুলো দেখি

IMG_20220210_200301.jpg

বোম্বাই মরিচ দিয়ে ঝাল মুড়ি এবং পেয়ারা বানানো খুবিই মজাদার, মনে হচ্ছে শীতের কারণে বেশী স্বাদ ছিল।এবার বলি ঝাল মুড়ি ওলার গল্প তাকে জিজ্ঞাসা করলাম প্রতিদিন কতো টাকা ব্যবসায় থাকে উত্তরে বল্লো হাজার বারোশ। আমি তাকিয়ে ছিলাম কেননা আমরা গ্রাজুয়েশন শেষ করে জব করি ১৫ হাজার টাকার মধ্য।

IMG_20220210_201020.jpg

কিছু সময় থাকার পরে দেখি সবাই আস্তে আস্তে করে দোকানে দিকে আসছে। দোকানে দাঁড়ানোর জন্য কোন জায়গা ছিল না তখন মনে হয় যে মাহফিল মাঠ ফাকা হয়ে আছে।

IMG_20220210_201440.jpg

IMG_20220210_202857.jpg

খাবার দোকান বেশী ছিল তার মধ্য ফুসকা, হালিম, চটপটির এই গুলো বেশী ছিল,একটি দোকানে হালিম খাওয়ার জন্য ডুকে পরলাম।আমরা লোক ছিলাম সাত জন, হালিম অঅর্ডার করে দিলাম আর বললাম কিছু কম রাইখেন আমরা লোক বেশী তাই।টাকা দেওয়ার সময় সে সত্যিই দশ টাকা কম রাখল এই ব্যাপারটা খুব লাগলো।হালিম খাবার পরে আবার ফুসকার দোকানে ডুকে গেলাম। ফুসকার প্লেট ৫০ টাকা একটু অবাগ হলাম। তারপরো খেয়ে নিলাম। এবার ভাবলাম একটু মাহফিল ময়দান দেখে আসি।

IMG_20220210_205325.jpg

এটা ছিল মাহফিলের চিত্র কোন এক সময় এই মাঠে লোক ধরত না আর এখন অনেক ফাকা জায়গা পরে থাকে।তবে লোক ঠিকই যায় কিন্তু সবার উদ্দেশ্য এক থাকে না কেউ মাহফিল দেখতে যায়, কেউ দোকানে কেনাকাটা করার জন্য যায়।

IMG_20220210_201418.jpg

এটাই ছিল আমার সর্বশেষ ছবি, সব মিলিয়ে ভালো সময়ই পার করলাম কিন্তু খারাপ লাগার একটাই বিষয় যে যতো গুলো লোক দেখলাম সবাই যদি মাহফিল ময়দানে বসত তাহলে বক্তার বয়ান ভালো হত।

ফটোকারিগর@salmanabir
স্থানhttps://what3words.com/shrimp.shades.jumpers]
ডিভাইসশাওমি রেডমি নোট ৫

এতো সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ

এতো সময় সাথে ছিলাম আমি @salmanabir, তবে সবাই আবির নামে ডাকে তাই ডাক নাম আবির হয়ে গেছে।আমি একজন উদ্যোগতা। আমি যুক্ত আছি বরিশাল থেকে।

আজকের পোস্ট এখানেই শেষ করলাম

                💓আল্লাহ হাফেজ💓
H2
H3
H4
3 columns
2 columns
1 column
10 Comments