আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা
আশা করি সকলে ভাল আছেন।
আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে অনেক ভালো আছি। পোস্টের ভিন্নতা রক্ষায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আজকেও আবারো নতুন একটি গান কভার নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। আশা করি আমার আজকের গান কভারটি আপনাদের ভালো লাগবে। গান আমার অনেক প্রিয়। মন যখন মন খারাপ থাকে কিংবা ভালো থাকে সময় পেলেই আমি গান শুনে থাকি। এছাড়াও প্রিয় গান গুলো কভার করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যদিও কভার করার সুযোগ তেমন থাকেনা কিন্তু নিজে নিজে গান গেয়ে মনটা হালকা করি।
বিশেষ করে বিরহের গান গুলো আমার খুব বেশি ভালো লাগে। কেন জানি না বিরহের গান গুলো মনের অজান্তে ভালো লেগে যায়। আজকের গানটি বেশ রোমান্টিক একটি গান। সেটা আজ থেকে না ছোটবেলা থেকে আমার একটি অভ্যাস। বিরহের গান গুলো আমি প্রায় সময় শুনতে পছন্দ করি। কিন্তু সব ধরনের গান শোনার চেষ্টা করি। তবে ঘুরে ফিরে বিরহের গান গুলো বেশি ভালো লেগে যায়। তো আমাদের সবার প্রিয় শিল্পী বাপ্পী লাহড়ীর গান গুলো আমার সব সময়ই ভালো লাগে। আজকে আমি আমাদের সবার প্রিয় শিল্পী বাপ্পী লাহড়ীর সেই প্রিয় গানটি আপনাদের সাথে কভার করে শেয়ার করতেছি। “জীবনের এত গুলো দিন কেটে গেল একা একা”। আশা করি আমার আজকের এই গান কভারটিও আপনাদের ভালো লাগবে। সব সময় আপনারা আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেন। তাই বারবার গান কভার নিয়ে উপস্থিত হতে বেশ ভালোই লাগে। তাহলে চলুন বন্ধুরা আমার গান কভারটি শুনে আসি।
গানের কিছু তথ্য
গান-- | “জীবনের এত গুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসনি" |
---|---|
শিল্পী- | বাপ্পী লাহড়ী |
মুভি | -- |
পরিচালক | --- |
সুরকার | ----- |
গানটি শুনতে এখানে ক্লিক করুন
[গানের কথা]
জীবনের এতোগুলো দিন
কেটে গেল একা একা
তুমি কেন আগে আসনি
আগে কেন দাওনি দেখা
পৃথিবীতে ভালোবাসবার
সময় যে অল্প ভারী
শুধু শুধু এতটা সময়
হারালো যে দোষে তোমারি
আগে এলে তোমাকে নিয়ে
হতো আরো গল্প লেখা
তুমি কেন আগে আসনি
আগে কেন দাওনি দেখা
যৌবন যে কটা দিনের
সে কদিন ভালোবেসে যাও
দুজনাতে হও একাকার
সোহাগের স্রোতে ভেসে যাও
একই রঙে হোক না রঙিন
দুজনার স্বপ্নরেখা
তুমি কেন আগে আসনি
আগে কেন দাওনি দেখা
সোর্স
সমাপ্তি-@samhunnahar
আজ এখানে আমার গান সমাপ্তি করছি। আশা করছি আমার আজকের গান কভার সকলের ভাল লেগেছে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন। |
---|
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।